FAQ
JOB Related General FAQ
GPA/CGPA থেকে CLASS বিভাগ / শ্রেণী বের করার পদ্ধতিঃ
Examination | Time Frame | Academic GPA / CGPA | CLASS |
SSC & HSC | 2004- Present. (scale 5.00) | Grade Point Average (GPA) 4.00 or above | 1st Class |
GPA less than 4.00 to 3.00 | 2nd Class | ||
GPA less than 3.00 to 1.00 | 3rd Class | ||
Honours | 2010-Present. (Scale 4.00) | Academic CGPA 3.00 to 4.00 | 1st Class |
Academic CGPA 2.25 to 2.99 | 2nd Class | ||
Academic CGPA 2.00 to 2.249 | 3rd Class |
বিসিএস এর নূন্যতম শিক্ষাগত যোগ্যতাঃ
1. বিসিএস পরীক্ষায় আবেদন করতে চাইলে এসএসসি থেকে স্নাতক পর্যন্ত পাশ করতে হবে।
2. স্নাতক বলতে ৪ বছর মেয়াদী কোর্স বুঝায়। যদি কোন প্রার্থী এইচএসসি পরীক্ষা শেষে ডিগ্রী বা ৩ বছর মেয়াদী সমমান কোর্সে পড়াশুনা করেন, তাহলে ডিগ্রী পাসের পরে স্নাতকোত্তর বা মাস্টার্স পাশ করতে হবে। তারপরে তিনি বিসিএস এ আবেদন করতে পারবেন।
3. এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সবগুলো পরীক্ষার যেকোন দুটিতে দ্বিতীয় শ্রেণী বা সমমান এবং ১টিতে তৃতীয় শ্রেণী বা সমমান এর নিচে পেলে সেই প্রার্থী বিসিএস পরীক্ষা দিতে পারবেন না।
BCS পরীক্ষায় অংশগ্রহণের বয়সসীমাঃ
পিএসসি যে মাসে বিসিএস এর বিজ্ঞাপন জারি করবে সে মাসের ১ম তারিখে যদি কোন প্রার্থীর বয়স-
ক) ২১ বছরের কম হয় অথবা ৩০ বছরের বেশি হয় তাহলে ওই প্রার্থী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
তবে কিছু ক্ষেত্রে বয়স সীমা শিথিল যোগ্য। যেমন-
মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা, প্রতিবন্ধী, স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
খ) বিসিএস সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা, স্বাস্থ্য ক্যাডারে উপজাতীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।
BCS Cadre Choice List / বিসিএস ক্যাডার চয়েস লিস্ট বা ২৭টি বিসিএস ক্যাডারের নাম ও ধরণঃ
A) সাধারণ ক্যাডার | |
1. বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) | |
2. বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার) | |
3. বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব) | |
4. বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়) | |
5. বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি) | |
6. বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকনমিক) | |
7. বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) | |
8. বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) | |
9. বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ) | |
10. বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক) | |
11. বাংলাদেশ সিভিল সার্ভিস (কর) | |
B) কারিগরি/পেশাগত ক্যাডার | |
12. বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) | |
13. বাংলাদেশ সিভিল সার্ভিস (মৎস্য) | |
14. বাংলাদেশ সিভিল সার্ভিস (বন) | |
15. বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) | |
16. বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) | |
17. বাংলাদেশ সিভিল সার্ভিস (জনস্বাস্থ্য প্রকৌশল) | |
18. বাংলাদেশ সিভিল সার্ভিস (গণপূর্ত) | |
19. বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে প্রকৌশল) | |
20. বাংলাদেশ সিভিল সার্ভিস (সড়ক ও জনপথ) | |
21. বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিসংখ্যান) | |
22. বাংলাদেশ সিভিল সার্ভিস (কারিগরি শিক্ষা) | |
C) সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার | |
23. বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য) | |
24. বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য) | |
25. বাংলাদেশ সিভিল সার্ভিস (পশু সম্পদ) | |
26. বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক) | |
27. বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য) |
বিসিএস ক্যাডার তালিকাঃ
২৭টি বিসিএস ক্যাডারের নাম ও ধরণঃ
A) সাধারণ ক্যাডার | |
1. বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) | |
2. বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার) | |
3. বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব) | |
4. বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়) | |
5. বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি) | |
6. বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকনমিক) | |
7. বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) | |
8. বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) | |
9. বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ) | |
10. বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক) | |
11. বাংলাদেশ সিভিল সার্ভিস (কর) | |
B) কারিগরি/পেশাগত ক্যাডার | |
12. বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) | |
13. বাংলাদেশ সিভিল সার্ভিস (মৎস্য) | |
14. বাংলাদেশ সিভিল সার্ভিস (বন) | |
15. বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) | |
16. বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) | |
17. বাংলাদেশ সিভিল সার্ভিস (জনস্বাস্থ্য প্রকৌশল) | |
18. বাংলাদেশ সিভিল সার্ভিস (গণপূর্ত) | |
19. বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে প্রকৌশল) | |
20. বাংলাদেশ সিভিল সার্ভিস (সড়ক ও জনপথ) | |
21. বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিসংখ্যান) | |
22. বাংলাদেশ সিভিল সার্ভিস (কারিগরি শিক্ষা) | |
C) সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার | |
23. বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য) | |
24. বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য) | |
25. বাংলাদেশ সিভিল সার্ভিস (পশু সম্পদ) | |
26. বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক) | |
27. বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য) |
বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করতে হলে ৩ ধাপে পরীক্ষা দিতে হয়। প্রতিটি ধাপের জন্য আলাদা সিলেবাস আছে। এই পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে ৩ বার পরীক্ষা দিতে হবে।
বিসিএস পরীক্ষার ৩টি ধাপঃ
প্রথম ধাপঃ প্রিলিমিনারি পরীক্ষা
দ্বিতীয় ধাপঃ লিখিত পরীক্ষা
তৃতীয় ধাপঃ ভাইভা পরীক্ষা
বিসিএস প্রিলিমিনারি বা প্রিলি সিলেবাসঃ
প্রিলিমিনারি পরীক্ষায় মোট ১০ টি বিষয়ে ২০০ নম্বর থাকে। ব্যাখ্যা নিম্নরূপ-
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিষয় ও মানবন্টনঃ | |
বিষয়ের নাম | নম্বর |
বাংলা ভাষা ও সাহিত্য | ৩৫ |
ইংরেজি ভাষা ও সাহিত্য | ৩৫ |
বাংলাদেশ বিষয়াবলী | ৩০ |
আর্ন্তজাতিক বিষয়াবলী | ২০ |
ভূগোল,পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা | ১০ |
সাধারণ বিজ্ঞান | ১৫ |
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি | ১৫ |
গাণিতিক যুক্তি | ১৫ |
মানসিক দক্ষতা | ১৫ |
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন | ১০ |
মোট নম্বর | ২০০ |
বিসিএস লিখিত সিলেবাসঃ
বিসিএস এ মোট ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় একজন প্রার্থী চাইলে বাংলা অথবা ইংরেজি দুই ভাষায়ই উত্তর লিখতে পারবেন। লিখিত পরীক্ষার নম্বর ভাষার উপর নয় বরং লেখার মানের উপর নির্ভর করে। লিখিত পরীক্ষা সাধারণ ক্যাডার এবং কারিগরি ক্যাডারের জন্য আলাদা আলাদা হয়।
সাধারণ ক্যাডারের বিষয় ভিত্তিক মানবন্টনঃ
কারিগরি বা পেশাগত ক্যাডাররের বিষয় ভিত্তিক মানবন্টনঃ
একজন প্রার্থী চাইলে সাধারণ এবং কারিগরি ২ ক্যাডারেই আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারের ৯০০ নম্বরসহ পদ সংশ্লিষ্ট ২০০ নম্বরের বিসিএস প্রশ্ন উত্তর করতে হবে। সহজ করে বললে- একজন ডাক্তার যদি উভয় ক্যাডারে আবেদন করেন তাহলে উনি সাধারণ ক্যাডারের নির্ধারিত ৯০০ নম্বর এবং ২০০ নম্বরের মেডিকেল বিষয়ের উপর পরীক্ষা দিবেন অর্থাৎ মোট ১১০০ নম্বরের পরীক্ষা দিবেন। উভয়ক্ষেত্রে পাশ মার্ক হলো ৫০%।
আবশ্যিক বিষয়ের নাম | নম্বর |
বাংলা | ২০০ |
ইংরেজি | ২০০ |
বাংলাদেশ বিষয়াবলী | ২০০ |
আর্ন্তজাতিক বিষয়াবলী | ১০০ |
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা | ১০০ |
সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি | ১০০ |
মোট নম্বর | ৯০০ |
আবশ্যিক বিষয়ের নাম | নম্বর |
বাংলা | ১০০ |
ইংরেজি | ২০০ |
বাংলাদেশ বিষয়াবলী | ২০০ |
আর্ন্তজাতিক বিষয়াবলী | ১০০ |
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা | ১০০ |
পদ-সংশ্লিষ্ট বিষয় | ২০০ |
মোট নম্বর | ৯০০ |
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি ও মানবন্টনঃ
- প্রথম ধাপঃ ৮০ নম্বরের লিখিত পরীক্ষা যা হবে এমসিকিউ (বহু নির্বাচনী) পদ্ধতিতে।
- দ্বিতীয় ধাপঃ এমসিকিউতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরের।
- বাংলা-২০
- ইংরেজি-২০
- গণিত-২০
- সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি) – ২০ নম্বর।
প্রাইমারি শিক্ষক নিয়োগের যোগ্যতাঃ
- শিক্ষাগত যোগ্যতাঃ নারী ও পুরুষ উভয় পরীক্ষার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রী পরীক্ষায় সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ অর্জন করতে হবে।
- বয়স সীমাঃ সাধারনত বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধি কোটায় সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে ৩২ বছর।