জ্যামিতি শব্দটি একটি গ্রিক শব্দ। জ্যামিতি হল স্থানভিত্তিক বিজ্ঞান। জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ ব্যুৎপত্তিগতভাবে জ্যামিতি শব্দের অর্থ “ভূমির পরিমাপ”।
গ্রিক পণ্ডিত ইউক্লিড প্রণীত ১৩ খণ্ডের বিখ্যাত গ্রন্থ “Euclid’s Elements” আধুনিক জ্যামিতির ভিত্তি।
দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের যে কোনো একটি কোণকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলা হয়।একান্তর কোণ ও বিপ্রতীপ কোণ
একান্তর কোণ
দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ঐ ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে, তাকে একান্তর কোণ বলে। একান্তর কোণগুলো পরস্পর সমান হয়।
বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ
প্রশ্ন নং-১. একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোনটির মান কত? (৩৮তম বিসিএস)
ক. ৬০ ডিগ্রী
খ. ৪৫ ডিগ্রী
গ. ৩০ ডিগ্রী
ঘ. ২৫ ডিগ্রী
উত্তর: গ
প্রশ্ন নং-২. দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকেঅপরটির কী বলে? (৩০তম বিসিএস)
ক. সরল কোণ
খ. পূরক কোণ
গ. সম্পূরক কোণ
ঘ. সন্নিহিত কোণ
উত্তর: গ
প্রশ্ন নং-৩. AB ও CD সরলরেখাঁদ্বয় ‘O’ বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক ব্যাক্যটি সঠিক হবে? (১৭তম বিসিএস)
ক. <AOD=<BOC
খ. <AOD=<BOD
গ. <BOC=<AOC
ঘ. <AOD>BOC
উত্তরঃ ক
পিএসসি’র বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ
১. কোনো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির- (প্রাণিসম্পদ অধিদপ্তরের ভিএফএ/পোল্ট্রি টেকনিশিয়ান)
৬. ৩৭ ডিগ্রী কোণের বিপ্রতীপ কোণ কত? (পরিবার পরিকল্পনা অধিদপ্তর)
ক. ৩৭ ডিগ্রী
খ. ৫৩ ডিগ্রী
গ. ১২৭ ডিগ্রী
ঘ. ১৪৩ ডিগ্রী
উত্তরঃ ক
৭. এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে? (কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স-এর কার্যালয়ের জুনিয়র অডিটর)
ক. স্থুলকোণ
খ. সূক্ষ্ণকোণ
গ. সন্নিহিত কোণ
ঘ. সমকোণ
উত্তরঃ খ
FAQ Section
একান্তর কোণ কাকে বলে?
দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ঐ ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে, তাকে একান্তর কোণ বলে। একান্তর কোণগুলো পরস্পর সমান হয়।
বিপ্রতীপ কোণ কাকে বলে?
দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের যে কোনো একটি কোণকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলা হয়।
প্রবৃদ্ধ কোণ কাকে বলে?
দুই সমকোণ বা ১৮০° এর চেয়ে বড় কিন্ত পূর্ণ কোণ বা ৩৬০°এর চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।