Hit enter after type your search item

A Complete Guide for BD Job Preparation

জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ

/
/
831 Views

আলোচ্য বিষয় সমূহ- বাংলাদেশের গুরুত্বপূর্ন জাতীয় দিবস সমূহ, গুরুত্বপূর্ন আন্তর্জাতিক দিবস সমূহ এবং দিবস সমূহের প্রেক্ষাপট

বাংলাদেশের জাতীয় দিবস সমূহঃ

গুরুত্বপূর্ন জাতীয় দিবস সমূহঃ

 

দিবস তারিখ দিবসের প্রেক্ষাপট
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন দীর্ঘ ১০ মাস কারাভোগের পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশের ভুখন্ডে ফিরে আসেন, এই উপলক্ষে এই দিবসটি প্রতিবছর পালিত হয়।
জাতীয় শিক্ষক দিবস ১৯ জানুয়ারি ২০০৩ সালে ১৯ জানুয়ারি থেকে এই দিবসটি প্রতিবছর পালিত হয়ে আসছে।
শহীদ আসাদ দিবস ২০ জানুয়ারি ১৯৬৯ সালের ২০ জানুয়ারির আমানুল্লাহ আসাদুজ্জামান নামের একজন ছাত্রনেতা তৎকালীন পূর্ব পাকিস্তানের শাসক আইয়ুবখানের পতনের দাবীতে মিছিল করার সময় পুলিশের গুলিতে নিহত হন। তাই প্রতি বছরই জানুয়ারির ২০ তারিখে দেশমাতৃকার মুক্তি এবং স্বাধীনতার জন্য শহীদ আসাদের মহান আত্মত্যাগ ও অবদানকে গভীরভাবে শ্রদ্ধার জন্য শহীদ আসাদ দিবস হিসেবে প্রতিবছর পালিত হয়ে আসছে।
গণঅভ্যুত্থান দিবস ২৪ জানুয়ারি ১৯৬৯ সালের এই দিনে তৎকালীন পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তোলে, মিছিল বের করে। উক্ত মিছিলে পুলিশ গুলিবর্ষণ করলে নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমান নিহত হন। সেই গণঅভ্যুত্থানের স্মরণে প্রতিবছর এই দিনটি পালিত হয়।
জাতীয় জনসংখ্যা দিবস ২ ফেব্রুয়ারি  
সুন্দরবন দিবস ১৪ ফেব্রুয়ারি ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে দেশের ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম জাতীয় সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,

ভাষা আন্দোলন দিবস,

রাষ্ট্রভাষা দিবস বা শহীদ দিবস

২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার লক্ষ্যে তদানীন্তন পূর্ব বাংলায় আন্দোলনের মাধ্যমে যারা শহীদ হয় তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য এই জাতীয় দিবসটি পালন করা হয়। ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর ইউনেস্কো’র প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে বাঙালি জাতির ভাষার জন্যে আত্মাহুতিকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সাল (প্রথম) থেকে  বিশ্বব্যাপী জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে এই দিবসটি প্রতিবছর পালিত হয়ে আসছে।
জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস ২৮ ফেব্রুয়ারি  
জাতীয় শিশু দিবস ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখে (১৭ মার্চ) শিশু দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় ২০১১ খ্রিস্টাব্দ থেকে.
স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২৬ মার্চ  
মুজিবনগর দিবস ১৭ এপ্রিল ১৯৭১ সালের ১০ই এপ্রিল কুষ্টিয়া জেলার (বর্তমান মেহেরপুর জেলা) বৈদ্যনাথতলায় তৎকালীন পূর্ব পাকিস্তানের বিপ্লবী সরকার বা বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিলো।
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ১ জুলাই  
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের জাতির জনক ও প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
জাতীয় আয়কর দিবস ১৫ সেপ্টেম্বর  
জাতীয় কন্যা শিশু দিবস ৩০ সেপ্টেম্বর  
জেল হত্যা দিবস ৩ নভেম্বর  
সংবিধান দিবস ৪ নভেম্বর  
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ নভেম্বর  
জাতীয় কৃষি দিবস ১৫ নভেম্বর/পহেলা আগ্রায়ণ  
 সশস্ত্র বাহিনী দিবস ২১ নভেম্বর  
জাতীয় আয়কর দিবস ৩০ নভেম্ববর  
মুক্তিযোদ্ধা দিবস  ১ ডিসেম্বর নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চেতনা পৌছিয়ে দেয়ার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধারা ১ ডিসেম্বর  দিনটিকে বেসরকারীভাবে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করে আসছে।
জাতীয় যুব দিবস ৮ ডিসেম্বর  
 বেগম রোকেয়া দিবস ৯ ডিসেম্বর  
দুর্নীতি বিরোধী দিবস ৯ ডিসেম্বর  
শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দিনটিতে পাকিস্তান সেনাবাহিনী আলবদর ও রাজাকারদের সাথে নিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে।
বিজয় দিবস ১৬ ডিসেম্বর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাস যুদ্ধের পর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন এবং পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন এর জন্য ঘোষনা করা হয়।

আন্তর্জাতিক দিবস সমূহঃ

গুরুত্বপূর্ন আন্তর্জাতিক দিবস সমূহঃ

দিবস তারিখ দিবসের প্রেক্ষাপট
বিশ্ব নারী দিবস ৮ মার্চ  
বর্ণবৈষম্য বিলোপ দিবস ২১ মার্চ  
আন্তর্জাতিক বন দিবস ২১ মার্চ  
বিশ্ব পানি দিবস ২২ মার্চ  
বিশ্ব নাট্য দিবস ২৭ মার্চ  
বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২ এপ্রিল  
বিশ্ব স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল  
বিশ্ব ধরিত্রী দিবস ২২ এপ্রিল  
আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস ১ মে ১৮৮৬ সালের ১ মে শিকাগো শহরে শ্রমজীবী মানুষদের ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন চলাকালে বোমা বিস্ফোরণে কয়েকজন পুলিশ অফিসার এবং শ্রমিক নিহত হয়। ১৮৮৭ সালে এই ঘটনার বিচারের নামে প্রহসনে কয়েকজন শ্রমিক নেতাকে র্ফাসি দেওয়া হয়। এজন্য ১৮৯০ সাল হতে প্রতিবছর পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয়।
বিশ্ব মুক্ত সংবাদপত্র দিবস ৩ মে  
বিশ্ব যাদুঘর দিবস ১৮ মে  
বিশ্ব ধূমপান বর্জন দিবস ৩১ মে  
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২২ মে  
বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন  
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস  ২৬ জুন  
বিশ্ব জনসংখ্যা দিবস ১১ জুলাই  
বিশ্ব বাঘ দিবস ২৯ জুলাই  
বিশ্ব আদিবাসী দিবস ৯ আগস্ট  
আন্তর্জাতিক সাক্ষারতা দিবস ৮ সেপ্টেম্বর  
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ১৫ সেপ্টেম্বর  
আন্তর্জাতিক ওজনস্তর রক্ষা দিবস ১৬ সেপ্টেম্বর  
বিশ্ব শান্তি দিবস ২১ সেপ্টেম্বর  
তথ্য অধিকার দিবস ২৮ সেপ্টেম্বর  
বিশ্ব প্রতিবেশ দিবস অক্টোবর মাসের ১ম সোমবার  
আন্তর্জাকিত প্রবীণ দিবস ১ অক্টোবর  
আন্তর্জাকিত অহিংস দিবস ২ অক্টোবর  
বিশ্ব প্রাণী দিবস ৪ অক্টোবর  
বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর  
বিশ্ব খাদ্য দিবস ১৬ অক্টোবর  
জাতিসংঘ দিবস ২৪ অক্টোবর জাতিসংঘ সপ্তাহ যা ২০ থেকে ২৬ অক্টোবর। জাতিসংঘ দিবসের মাধ্যমে বিশ্ববাসীর কাছে জাতিসংঘের লক্ষ্য এবং উদ্দেশ্যকে তুলে ধরা হয়েছে।
বিশ্ব শিশু দিবস/বিশ্ব শিশু অধিকার দিবস ২০ নভেম্বর  
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২৫ নভেম্বর  
বিশ্ব এইডস দিবস ১ ডিসেম্বর  
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ৩ ডিসেম্বর  
বিশ্ব মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর  
আন্তর্জাতিক অভিবাসী দিবস ১৮ ডিসেম্বর ২০০০ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ

প্রশ্ন নং-১. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? (৩৩তম বিসিএস/বাতিলকৃত ২৪তম বিসিএস)

ক. ২১ ফেব্রুয়ারি

খ. ২৬ মার্চ

গ. ২১ নভেম্বর

ঘ. ১৬ ডিসেম্বর

উত্তরঃ খ

প্রশ্ন নং-২. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস- (১৯তম বিসিএস/১১তম বিসিএস)

ক. ১৪ ডিসেম্বর

খ. ১৬ ডিসেম্বর

গ. ২১ নভেম্বর

ঘ. ২৩ ডিসেম্বর

উত্তরঃ ক

প্রশ্ন নং- নিম্নলিখিত কোনটি International Mother Day- (৩৬তম বিসিএস)

ক. ১৮ এপ্রিল

খ. ২০ এপ্রিল

গ. ২২ এপ্রিল

ঘ. ২৮ এপ্রিল

উত্তরঃ গ

প্রশ্ন নং-. প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস পালিত হয়? (১৪তম বিসিএস)

ক. প্রথম সোমবার

খ. দ্বিতীয় সোমবার

গ. তৃতীয় সোমবার

ঘ. চতুর্থ সোমবার

উত্তরঃ ক

প্রশ্ন নং-.কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? (৩০তম বিসিএস/২৬তম বিসিএস/জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পিএসির সহকারী পরিচালক)

ক. ৫ জুলাই

খ. ২১ মার্চ

গ. ৫ জুন

ঘ. ২১ জুন

উত্তরঃ গ

প্রশ্ন নং-.বিশ্ব প্রাণী দিবস হচ্ছে- (৩৫তম বিসিএস)

ক. ৪ অক্টোবর

খ.২৩ অক্টোবর

গ. ২৯ জুন

ঘ.১১ ফেব্রুয়ারি

উত্তরঃ ক

প্রশ্ন নং-৭. মানবাধিকার দিবস পালিত হয় কবে? (৩০তম বিসিএস/২৬তম বিসিএস/সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা)

ক. ২৬ জুন

খ. ১ আগস্ট

গ. ১ মে

ঘ. ১০ ডিসেম্বর

উত্তরঃ ঘ

প্রশ্ন নং-.বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছর-(১৭তম বিসিএস)

ক.  May 25

খ.  May 28

গ. May 30

ঘ. May 31

উত্তরঃ ঘ

বিগত প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নসমূহঃ 

. বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়- (ঢাকা বিশ্ববিদ্যালয়)

ক. ৮ সেপ্টেম্বর

খ. ১১ সেপ্টম্বর

গ. ১৭ মার্চ

ঘ. ২১ মার্চ

উত্তরঃ ক

২. বিশ্ব খাদ্য দিবস কোনটি? (পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী)

ক. ১৬ অক্টোবর

খ. ১৬ নভেম্বর

গ.১৭ অক্টোবর

ঘ.১৭ নভেম্বর

উত্তরঃ ক

৩.জাতিসংঘ ঘোষিত “শান্তি দিবস” পালিত হয়-(বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)

ক. ১ জানুয়ারি

খ. ২৪ অক্টোবর

গ.৫ জুন

ঘ.২১ সেপ্টেম্বর

উত্তরঃ ঘ

৪. বিশ্ব বাঘ দিবস কবে? (বন অধিদপ্তরের বন প্রহরী /জুনিয়ার ওয়াইল্ডর লইভ স্কাউট)

ক. ১৯ জুলিই

খ. ২৯ জুলাই

গ. ১ আগস্ট

উত্তরঃ খ

৫. বিশ্ব পানি দিবস-(১০ম বেসরকারি প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা)

ক. ২২ এপ্রিল

খ. ২১ মে

গ. ২২ জুন

ঘ. ২২ মার্চ

উত্তরঃ ঘ

৬. International right to know Day is observed on-(পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অ্যাসিসটেন্ট ম্যানেজার)

  1. 28 August
  2. 28 September
  3. 28 November
  4. 28 December

Ans: b

৭. বিশ্ব শিক্ষক দিবস কত তারিখে? (রাজশাহী বিশ্ববিদ্যালয় অ-বাণিজ্য গ্রুপ ব্যবস্থাপনা বিভাগ)

ক. ৫ আগস্ট

খ. ৫ সেপ্টেম্ব

গ. ৫ অক্টোবর

ঘ. ৫ নভেম্বর

উত্তরঃ গ

. বিশ্ব নারী দিবস পালিত হয় প্রতি বছর-(স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স /আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর)

ক.  ১ জানুয়ারি

খ. ১১ জানুয়ারি

গ. ৮ মার্চ

ঘ. ৫ ডিসেম্বর

উত্তরঃ গ

. বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়-(পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা /ঢাকা বিশ্ব)

ক. ১ জুন

খ. ১১ জুলাই

গ. ৭ জুলাই

ঘ. ১১ জুন

উত্তরঃ খ

১০. জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? (৯ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা)

ক. ১৯৯০ সাল

খ. ১৯৯১ সাল

গ.১৯৯২ সাল

ঘ. ১৯৯৩ সাল

উত্তরঃ ক

১২. আন্তর্জাতিক মহিলা দিবস-(পরিকল্পনা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক)

ক. ৮ এপ্রিল

খ.৮ মার্চ

গ.৭ মে

ঘ. ৪ নভেম্বর

উত্তরঃ খ

১৩. আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস কোনটি? (খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা)

ক. ১ জানুয়ারি

খ. ২১ মার্চ

গ.২১ মে

ঘ. ৩০ জুন

উত্তরঃ খ

২০ বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় প্রতিবছর- (অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী)

ক. ৭ এপ্রিল

খ. ৭ মার্চ

গ.৭ মে

ঘ.১২ এপ্রিল

উত্তরঃ ক

২১. বিশ্ব নাট্য দিবস-(জাহাঙ্গীনগর বিশ্ব)

ক. ২৭ মার্চ

খ.২ নভেম্ব

গ.১১ অক্টোবর

ঘ.১ জানুয়ারি

উত্তরঃ ক

২২. কোন শহরের শ্রমিক আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছর পহেলা মে শ্রমিক দিবস পালিত হয়? (জাতীয় সংসদ সচিবালয়ের অধীনে সহকারী সচিব)

ক. নিউইয়র্ক

খ. মস্কো

গ. শিকাগো

ঘ.লেনিনগ্রাদ

উত্তরঃ গ  

২৩. বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস- (গণযোগাযোগ ও সংবাদিকতা)

ক. ৩ মে

খ. ১০ নভেম্বর

গ. পহেলা জুনুয়ারী

ঘ. ২১ মার্চ

উত্তরঃ ক

২৪. আন্তর্জতিক জাদুঘর দিবস-(জাহাঙ্গীরনগর বিশ্ব)

ক. ১১ এপ্রিল

খ. ১২ ডিসেম্বর

গ. ১৮ মে

ঘ.১৮ জুন

উত্তরঃ গ

২৬. আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কবে? (আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ)

ক. ৫ জুন

খ. ২৩ জুন

গ. ২৬ জুন

ঘ. ২৭ জুন

উত্তরঃ গ

২৭. বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়ে থাকে-(ঢাকা বিশ্ববিদ্যালয়)

ক. ২ আগস্ট

খ. ৫ আগস্ট

গ. ৭ আগস্ট

ঘ. ৯ আগস্ট

উত্তরঃ ঘ

২৮. বিশ্ব স্বাক্ষরতা দিবস কবে? (সহকারী উপজেলা/থানা শিক্ষা অফসার)

ক. ১৬ সেপ্টেম্বর

খ.২১ সেপ্টেম্বর

গ.১ অক্টোবর

ঘ.৮ সেপ্টেম্বর

উত্তরঃ ঘ

২৯. আন্তর্জাতিক ওজোন দিবস কোন মাসে কত তারিখে পালিত হয়?(পিএসসি কতৃক নির্ধারিত ১২টি পদ)

ক. ২২ জুলাই

খ. ২৮ জুলাই

গ. ১৭ আগস্ট

ঘ.১৬ সেপ্টেম্বর

উত্তরঃ ঘ

৩০. আন্তর্জাতিক প্রবীণ দিবস কত তারিখে পালিত হয়? (থানা সহকারী শিক্ষা অফিসার)

ক. ১ অক্টোবর

খ. ২ অক্টোবর

গ. ১ মে

ঘ. ৫ জুন

উত্তরঃ

৩১. আন্তর্জাতিক অহিংস দিবস-((ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)

ক. ৩০ জানুয়ারি

খ. ২ অক্টোবর

গ. ৩ অক্টোবর

ঘ.১০ অক্টোবর

উত্তরঃ খ

৩২. বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি? (পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা)

ক. ১৬ ডিসেম্বর

খ. ২৬ মার্চ

গ. ৭ মার্চ

ঘ. ২১ ফেব্রুয়ারি

উত্তরঃ খ

৩৩. দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে দেশে পত্যাবর্তন করেন? (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিভলিয়ান স্টাফ অফিসার এবং সহকারী পরিচালক)

ক. ১২ ফেব্রুয়ারি ১৯৭২

খ. ২৫ জানুয়ারি ১৯৭২

গ. ১০ জানুয়ারি ১৯৭২

ঘ. ২৫ মার্চ ১৯৭২

উত্তরঃ গ

৩৪. মুজিনগর দিবস’ কবে পালন করা হয়? (গণপূর্ত অধিদপ্তরের কম্পিউটার অপারেটর)

ক. ১৫ ডিসেম্বর

খ. ১৪ ডিসেম্বর

গ. ১৫ আগস্ট

ঘ. ১৭ এপ্রিল

উত্তরঃ ঘ

৩৫. নিচের কোন দিনটি বাংলাদেশে ‘সংবিধান দিবস’ হিসেবে পালিত হয়? (ঢাকা বিশ্ববিদ্যালয়)

ক. ৪ নভেম্বর

খ. ১৬ ডিসেম্বর

গ. ১৭ এপ্রিল

ঘ. ১২ আক্টোবর

উত্তরঃ ক

৩৬. কোন তারিখটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়? (১০ম বেসরকারি প্রভাষক ও প্রতায়ন পরীক্ষা/জাহাঙ্গীরনগর বিশ্ব)

ক. ২৭ জানুয়ারি

খ. ১৭ মার্চ

গ. ২৬ ডিসেম্বর

ঘ. ৩১ জানুয়ারি

উত্তরঃ খ

৩৭. বাংলাদেশে জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয়? (আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার)

ক. ১৫ জুন

খ. ১২ জুলাই

গ. ১৫ সেপ্টেম্বর

ঘ. ১২ আক্টোবর

উত্তরঃ গ

৩৮. শহীদ আসাদ দিবস পালিত হয় কবে? (খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক)

ক. ১৫ জানুয়ারি

খ. ২০ জানুয়ারি

গ. ২৫ জানুয়ারি

ঘ. ৩০ জানুয়ারি

উত্তরঃ খ

৩৯. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থন দিবস কোনটি? (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক)

ক. ২৪ জানুয়ারি

খ. ১৫ ফেব্রুয়ারি

গ. ২১ মার্চ

ঘ. ৩০ জানুয়ারি

উত্তরঃ ক

৪০. ডায়াবেটিস সচেতনতা দিবস কোনটি? (বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সহকারী সুপারিনটেডেন্ট অব সার্ভে)

ক. ২৮ জানুয়ারি

খ. ২৮ ফেব্রুয়ারি

গ. ২৮ মার্চ

ঘ. ২৫ মার্চ

উত্তরঃ খ

৪১. ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস- (ঢাকা বিশ্ব)

ক. ১ জুলাই

খ. ১ জুন

গ. ১ আগস্ট

ঘ. ১ মে

উত্তরঃ ক

৪২. জাতীয় শোক দিবস- (তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক, গণযোগাযোগ প্রশিক্ষণ)

ক. ২৬ মার্চ

খ. ১৫ আগস্ট

গ. ২৪ সেপ্টেম্বর

ঘ. ২১ ফেব্রুয়ারি

উত্তরঃ খ

৪৩. জাতীয় কর দিবস কবে পালিত হয়? (ঢাকা বিশ্ব)

ক. ১৩ সেপ্টেম্বরর

খ. ১৪ সেপ্টেম্বর

গ. ১৫ সেপ্টেম্বর

ঘ. ১৬ সেপ্টেম্বর

উত্তরঃ গ

৪৪. জাতীয় কন্যা শিশু দিবস বাংলাদেশে কবে পালন করা হয়? (শ্রম অধিদপ্তরে শ্রম কর্মকর্তা)

ক. ১ সেপ্টেম্বর

খ. ১৫ সেপ্টেম্বর

গ. ৩০ সেপ্টেম্বর

ঘ. ৩১ সেপ্টেম্বর

উত্তরঃ গ

৪৫. জাতীয় সংহতি দিবস কোনটি? (ইসলামী ব্যাংক সহকারী অফিসার)

ক. ১৬ ডিসেম্বর

খ. ২৬ মার্চ

গ. ১ বৈশাক

ঘ. ৭ নভেম্বর

উত্তরঃ ঘ

৪৬. বাংলাদেশে কৃষিদিবস- (ঢাকা বিশ্ব)

ক. পহেলা কার্তিক

খ. পহেলা অগ্রায়ণ

গ. পহেলা পৌঁষ

ঘ. পহেলা আষাঢ়

উত্তরঃ খ

৪৭. জাতীয় কৃষি দিবস উদযাপিত হয়? (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা)

ক. ১০ নভেম্বর

খ. ১৫ নভেম্বর

গ. ১৬ নভেম্বর

ঘ. ১৭ নভেম্বর

উত্তরঃ খ

৪৮. বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কোনটি? (রাজশাহী বিশ্ব)

ক. ৩ নভেম্বর

খ. ২১ নভেম্বর

গ. ৭ নভেম্বর

ঘ. ১০ নভেম্বর

উত্তরঃ খ

৪৯. কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হয়েছে? (প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক)

ক. ৭ মার্চ

খ. ২৬ মার্চ

গ. ২৪ নভেম্বর

ঘ. ১ ডিসেম্বর

উত্তরঃ ঘ

৫০. রোকেয়া দিবস কোন তারিখে পালিত হয়? (ঢাকা বিশ্ব.চট্রগ্রাম বিশ্ব)

ক. ৯ ডিসেম্বর

খ. ১০ জানুয়ারি

গ. ১৫ ফেব্রুয়ারি

ঘ. ১০ এপ্রিল

উত্তরঃ ক

৫১. জেলহত্যা দিবস কবে? (খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক)

ক. ১ ডিসেম্বর

খ. ৬ জানুয়ারি

গ. ৩ জানুয়ারি

ঘ. ৩ নভেম্বর

উত্তরঃ ঘ

FAQ SECTION

ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ?

জাতীয় জনসংখ্যা দিবস- ২ ফেব্রুয়ারি
সুন্দরবন দিবস- ১৪ ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারি  
জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস- ২৮ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক দিবস সমূহ?

বিশ্ব নারী দিবস- ৮ মার্চ
বর্ণবৈষম্য বিলোপ দিবস- ২১ মার্চ
আন্তর্জাতিক বন দিবস- ২১ মার্চ
বিশ্ব পানি দিবস- ২২ মার্চ
বিশ্ব নাট্য দিবস- ২৭ মার্চ
বিশ্ব অটিজম সচেতনতা দিবস- ২ এপ্রিল
বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল
বিশ্ব ধরিত্রী দিবস- ২২ এপ্রিল
আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস- ১ মে
বিশ্ব মুক্ত সংবাদপত্র দিবস- ৩ মে
বিশ্ব যাদুঘর দিবস- ১৮ মে
বিশ্ব ধূমপান বর্জন দিবস- ৩১ মে
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস- ২২ মে
বিশ্ব পরিবেশ দিবস- ৫ জুন
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস-  ২৬ জুন
বিশ্ব জনসংখ্যা দিবস- ১১ জুলাই
বিশ্ব বাঘ দিবস- ২৯ জুলাই
বিশ্ব আদিবাসী দিবস- ৯ আগস্ট
আন্তর্জাতিক সাক্ষারতা দিবস- ৮ সেপ্টেম্বর
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস- ১৫ সেপ্টেম্বর
আন্তর্জাতিক ওজনস্তর রক্ষা দিবস- ১৬ সেপ্টেম্বর
বিশ্ব শান্তি দিবস- ২১ সেপ্টেম্বর
তথ্য অধিকার দিবস- ২৮ সেপ্টেম্বর
বিশ্ব প্রতিবেশ দিবস- অক্টোবর মাসের ১ম সোমবার
আন্তর্জাকিত প্রবীণ দিবস- ১ অক্টোবর
আন্তর্জাকিত অহিংস দিবস- ২ অক্টোবর
বিশ্ব প্রাণী দিবস- ৪ অক্টোবর
বিশ্ব শিক্ষক দিবস- ৫ অক্টোবর
বিশ্ব খাদ্য দিবস- ১৬ অক্টোবর
জাতিসংঘ দিবস- ২৪ অক্টোবর
বিশ্ব শিশু দিবস/বিশ্ব শিশু অধিকার দিবস- ২০ নভেম্বর
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস- ২৫ নভেম্বর
বিশ্ব এইডস দিবস- ১ ডিসেম্বর
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস- ৩ ডিসেম্বর
বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর
আন্তর্জাতিক অভিবাসী দিবস- ১৮ ডিসেম্বর

বাংলাদেশের স্বাধীনতা দিবস?

২৬ মার্চ

বাংলাদেশের বিজয় দিবস?

১৬ ডিসেম্বর

আন্তর্জাতিক নারী দিবস?

৮ মার্চ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস?

২১ ফেব্রুয়ারি

শহীদ বুদ্ধিজীবী দিবস?

১৪ ডিসেম্বর

বাংলাদেশের শিশু দিবস?

১৭ মার্চ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This div height required for enabling the sticky sidebar
error: Content is protected !!