Hit enter after type your search item

A Complete Guide for BD Job Preparation

বাংলা সাহিত্যের পদাবলি । চাকুরীর প্রস্তুতির Best Note. মধ্যযুগের বাংলা সাহিত্য Part 2

/
/
843 Views

পদ বা পদাবলি

পদ বা পদাবলি হচ্ছে বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বৈষ্ণব ধর্মতত্ত্বের রসভাস্য নামে খ্যাত বিশেষ সৃষ্টি একশ্রেণীর ধর্মসঙ্গীতের সংগ্রহ। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন ‘বৈষ্ণব পদাবলি’।

বৈষ্ণব পদাবলি পুস্তকটি সংগ্রহ করেছেন বাবা আউল মনোহর দাস। বৈষ্ণব পদাবলি, রাধা ও কৃষ্ণের আকর্ষণ-বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান। বৈষ্ণবদের উপাস্য ভগবান শ্রীকৃষ্ণ। তাঁর আনন্দময় তথা প্রেমময় প্রকাশ ঘটেছে রাধার মাধ্যমে।

বৈষ্ণব পদাবলিতে পাঁচ প্রকারের রস আছে। যথা:- শান্ত রস, দাস্য রস, সখ্য রস, বাৎসল্য রস, মধুর রস। শান্তরসে ভক্ত কৃষ্ণকে ভগবান রূপে কল্পনা করেন। দাস্য রসে ভগবান ঐশ্বর্যশালী আর ভক্ত দীনমাত্র-ভক্ত নিজেই ভৃত্য সেজে ভগবান কৃষ্ণকে প্রভুরুপে মেনে নিয়ে তাকে সেবার মাধ্যমে এই রসের স্ফুরণ ঘটায়। সখ্য রসে ভক্ত ভগবানকে সখা রূপে কল্পনা করে তাকে সংগ দানের মাধ্যমে এই রসের স্ফুরণ ঘটায়। বাৎসল্য রসে ভক্ত ভগবানকে সন্তানরূপে কল্পনা করে তাকে পালন করে আর মধুর রসে গিয়ে কৃষ্ণ পুরোপুরি মানব রূপে ভক্তকুলের সঙ্গে মিশে যান। শ্রীকৃষ্ণের ও তার প্রেয়সীভাবাপন্ন ভক্তদের যে মধুর সম্বন্ধ এবং এই প্রিয় সম্বন্ধজনিত পরস্পরের মধ্যে যে সম্ভোগ ভাব তার নাম মধুর রস।

বৈষ্ণব পদাবলির পাঁচ প্রকারের রসের মধ্যে মধুর রসকেই শ্রেষ্ঠ রস হিসেবে বিবেচনা করা হয়।

বাংলা সাহিত্যের পদাবলি

পদাবলির কবি

বৈষ্ণব সমাজে বৈষ্ণব পদাবলি ‘মহাজন পদাবলি’ নামে এবং বৈষ্ণব পদকর্তাগণ ‘মহাজন’ নামে পরিচিত।

পদাবলির আদি কবি বিদ্যাপতি, তিনি ব্রজবুলি ভাষায় পদাবলির পদগুলো রচনা করেন।

বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা বড়ু চণ্ডীদাস। তবে পদাবলির পদকর্তা হিসেবে জ্ঞানদাস, গোবিন্দদাস, লোচনদাস, বলরামদাসের নামও বিশেষভাবে উল্লেখযোগ্য।

চতুর্দশ শতকের বিদ্যাপতি, চন্ডীদাস এবং ষোড়শ শতকের গোবিন্দদাস ও জ্ঞানদাসকে বৈষ্ণব পদাবলির চতুষ্টয় বলা হয়।

পদকর্তা হিসেবে আধুনিকযুগের কবিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

পদকর্তা জয়দেব

বার’শ শতকের সংস্কৃত কবি জয়দেবের বিখ্যাত রচনা ‘গীতগোবিন্দম্’ একটি সংস্কৃত গীতিকাব্য। রাধাকৃষ্ণের প্রেমলীলা এই গীতিকাব্যের মুখ্য বিষয় এবং পরবর্তীকালে বাংলা পদাবলি সাহিত্যে এর গভীর প্রভাব পড়েছে।

পদকর্তা বিদ্যাপতি

বিদ্যাপতি চতুর্দশ শতকের অবাঙালি কবি। বিদ্যাপতি বৈষ্ণব পদাবলির গুরুস্থানীয় রচয়িতা। একটি বাংলা পঙক্তি না লিখেও তাঁকে বাংলা সাহিত্যে অত্যন্ত মর্যাদাবান কবি বলা হয়ে থাকে। বিদ্যাপতির অমর উক্তি-

এ সখি হামারি দুঃখের নাহি ওর।

এ ভরা বাদর মহা ভাদর

শূন্য মন্দির মোর।

ব্রজবুলি ভাষা

পদাবলির আদি কবি বিদ্যাপতি ব্রজবুলি ভাষার স্রষ্টা। বৈষ্ণব পদাবলির অধিকাংশ পদাবলিই রচিত হয়েছে ‘ব্রজবুলি’ নামক একটি কৃত্রিম ও মিশ্র ভাষায়। ব্রজলীলা সম্পর্কিত পদাবলির ভাষা-‘ব্রজবুলি,নামে পরিচিত। ব্রজবুলি ভাষা মূলত মৈথিলি ও বাংলা মিশ্রণে এক মধুর সাহিত্যিক ভাষা তবে এতে কিছু হিন্দি শব্দও আছে। ব্রজবুলি কখনও মানুষের মুখের ভাষা ছিল না; সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহারও নেই।

চণ্ডীদাস

ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চণ্ডীদাস তিন জন। বড় চণ্ডীদস ,দ্বিজ চণ্ডীদাস ও দীন চণ্ডীদাস। তাঁদের মধ্যে বড়ু চণ্ডীদাস সবচেয়ে প্রাচীন।

চণ্ডীদাসের অমর উক্তি-

১) সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।

২) সই কে শুনাইল শ্যাম নাম।

৩) সই কেমনে ধরিব হিয়া

আমার বঁধূয়া আন বাড়ি যায়

আমার আঙিনা দিয়া।

৪) দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া।

আধ তিল না দেখিলে যায় যে মরিয়া।

জ্ঞানদাস

ষোড়শ শতকে বর্ধমান জেলায় কবি তথা পদকর্তা জ্ঞানদাসের জম্ম। তিনি চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন তাই চণ্ডীদাস ও জ্ঞানদাসের পদের মধ্যে যথেষ্ট সাদৃশ্য আছে। জ্ঞানদাস ছিলেন শিল্পী এবং চণ্ডীদাস ছিলেন সাধক।

জ্ঞানদাসের বিখ্যাত পঙক্তি-

১) রুপ লগি আঁখি ঝুরে গুণে মন ভোর।

২) সুখের লাগিয়া এ ঘর বান্ধিলুঁ আনলে পুড়িয়া গেল।

গোবিন্দদাস

ষোড়শ শতকের বৈষ্ণব পদকর্তা। জ্ঞানদাসের মতো তাঁকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়।

সাধারণ জ্ঞানের প্রস্তুতি নেওয়ার জন্য এখানে ক্লিক করুন

বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ

১. পদ বা পদাবলি বলতে কী বুঝায়? (২২তম বিসিএস)

ক. লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলী

খ. পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা

গ. বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি

ঘ. বাউল বা মরমী গীতি।

উত্তরঃ গ. বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি

২. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে? (৩৭তম বিসিএস)

ক. ভাবরস

খ. মধুর রস

গ.প্রেমরস

ঘ. লীলারস

উত্তরঃ খ. মধুর রস

৩. পদাবলির প্রথম কবি কে? (২২তম বিসিএস)

ক. শ্রীচৈতন্য

খ. বিদ্যাপতি

গ. চণ্ডীদাস

ঘ. জ্ঞানদাস

উত্তরঃ খ. বিদ্যাপতি

৪. ‘বিদ্যাপতি’ কোন রাজসভার কবি ছিলেন? (৩৮ তম বিসিএস / ২৮ তম বিসিএস)

ক. রোসাঙ্গ

খ. কৃষ্ণনগর

গ. বিক্রমপুর

ঘ. মিথিলা

উত্তরঃ ঘ. মিথিলা

৫. বৈষ্ণব পদাবলির অধিকাংশ পদ কোন ভাষায় রচিত? (৪০তম বিসিএস / ইসলামী বিশ্ববিদ্যালয়)

ক. মৈথিলি

খ. বাংলা

গ. প্রকৃত

ঘ. ব্রজবুলি

উত্তরঃ ঘ. ব্রজবুলি

৬. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়? (২১তম বিসিএস)

ক. ব্রজধামে কথিত কবিভাষা.

খ. এক রকম কৃত্রিম কবিভাষা

গ. বাংলা ও হিন্দির যোগফল

ঘ.মৈথিলি ভাষার একটি উপভাষা

উত্তরঃ খ. এক রকম কৃত্রিম কবিভাষা

৭. বিদ্যাপতি কোন ভাষার পদ রচনা করেছেন? (৪৪তম বিসিএস)

ক. বাংলা

খ. সংস্কৃত

গ. মৈথিলী

ঘ. পালি

উত্তরঃ গ. মৈথিলী

৮. সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই-কে বলেছেন? (২১তম বিসিএস)

ক. চণ্ডীদাস

খ. বিদ্যাপতি

গ. রামমৃষ্ণ পরমহংস

ঘ. বিবেকানন্দ

উত্তরঃ ক. চণ্ডীদাস

৯. মধ্যযুগের কবি নন কে? (৩৪তম বিসিএস / জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী)

ক. জয়নন্দী

খ. বড়ু চণ্ডীদাস

গ. গোবিন্দদাস

ঘ. জ্ঞানদাস

উত্তরঃ ক. জয়নন্দী

১০. রুপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর কার রচনা? (২৬তম বিসিএস)

ক. চণ্ডীদাস

খ. জ্ঞানদাস

গ. বিদ্যাপতি

ঘ. লোচনদাস

উত্তরঃ ক. চণ্ডীদাস

পিএসসি’র বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ

১. মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? (৯ম বেসরকারি শিক্ষক নিবন্ধন)

ক. শ্রীকৃষ্ণকীর্তন

খ. চর্যাপদ

গ. বৈষ্ণব পদাবলি

ঘ. নাথসাহিত্য

উত্তরঃ

২. নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা? (সোনলী ব্যাংক লি. অফিসার)

ক. মঙ্গলকাব্য

খ. রোমান্সধর্মী প্রণয়োপাখ্যান

গ. অনুবাদ সাহিত্য

ঘ. বৈষ্ণব পদাবলি

উত্তরঃ

৩. কোন উক্তিটি ঠিক? (দুর্নীতি দমন কমিশনের জেলা দুর্নীতি দমন অফিসার)

ক. বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলার এক প্রকার কাহিনীকাব্য

খ. বৈষ্ণব পদাবলি বৈষ্ণব ধর্মের যৌক্তিক ব্যাখ্যা

গ.বৈষ্ণব পদাবলি পদ্যে রচিত চৈতন্য দেবের জীবনী বিশেষ

ঘ. বৈষ্ণব পদাবলি রাধা ও কৃষ্ণের আকর্ষণ-বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান

উত্তরঃ

৪. বাংলা ভাষার বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা কে? (প্রতিরক্ষা পন্ত্রণালয়ের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের স্টোরম্যান)

ক. চণ্ডীদাস

খ. বিদ্যাপতি

গ. জ্ঞানদাস

ঘ.আলাওল

উত্তরঃ

৫. কোন কবি বাঙালি না হয়েও সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন? (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী অফিসার)

ক. বিদ্যাপতি

খ. জয়দেব

গ. গোবিন্দদাস

ঘ. এদের কেউ নয়

উত্তরঃ

৬. বিদ্যাপতি কোন ধারার কবি? (তথ্য যোগাযোগ বিভাগের অধীনে সহকারী প্রোগ্রামার)

ক. বৈষ্ণব পদাবলি

খ. রোমান্টিক প্রণয়োপাখ্যান

গ. চরিত সাহিত্য

ঘ. মঙ্গলকাব্য

উত্তরঃ

৭. বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? (৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা)

ক. ফারাসি

খ. ব্রজবুলি

গ. মারাঠি

ঘ. হিন্দি

উত্তরঃ

৮. বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে, তার নাম কি? (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক)

ক. মাগধী

খ. অসমিয়া

গ. ব্রজবুলি

ঘ. জগাখিচুড়ি

উত্তরঃ

৯. কে বাংলা ভাষার কবি নন? (কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স)

ক. জ্ঞানদাস

খ. জয়দেব

গ. মুকুন্দরাম

ঘ. চণ্ডীদাস

উত্তরঃ

১০. ‘ব্রজবুলি’কোন স্থানের ভাষা? (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধদপ্তরের সহকারী পরিচালক)

ক. আসাম

খ. মিথিলা

গ. গৌড়

ঘ. পশ্চিমবঙ্গ

উত্তরঃ

১১. ব্রজবুলির প্রবর্তক কে? (নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টার্ফ)

ক. চণ্ডীদাস

খ. বিদ্যাপতি

গ. আলাওল

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ খ

১২. ব্রজবুলি’তে কোন কবি পদাবলি রচনা করেন? (পঞ্চাদশ বেসরকারি প্রবাষক নিবন্ধন)

ক. চণ্ডীদাস

খ. জ্ঞানদাস

গ. বিদ্যাপতি

ঘ. গোবিন্দদাস

উত্তরঃ

১৩. কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়? (জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী)

ক. চণ্ডীদাস

খ. জ্ঞানদাস

গ. গোবিন্দদাস

ঘ. কৃষ্ণদাস

উত্তরঃ খ

১৪. ‘গীতগোবিন্দ’ এর রচয়িতা কে? (সোনালী ব্যাংক লি. অফিসার)

ক. কৃত্তিবাস

খ. কাশীরাম দাস

গ. জয়দেব

ঘ. দ্বিজ বংশী দাস

উত্তরঃ

১৫. গীতগোবিন্দ কোন ভাষায় রচিত? (সোনালী ব্যাংক লি. অফিসার)

ক. প্রাচীন বাংলা

খ. সংস্কৃত

গ ব্রজবুলি

ঘ. অবহটহ

উত্তরঃ

১৬. ভরা বাদর মাহ ভাদর/ শূন্য মন্দির মোর। কে লিখেছেন? (কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান সহকারী হিসাবরক্ষক)

ক. চণ্ডীদাস

খ. বিদ্যাপতি

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. রবীন্দ্রনাথ

উত্তরঃ

১৭. বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কত জন? (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা তত্ত্বাবধায়ক)

ক. ৩ জন

খ. ২ জন

গ. ৪ জন

ঘ. ৫ জন

উত্তরঃ

১৮. সই কে শুনাইল শ্যাম নাম পদটির রচিয়তা কে? (ভূমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা)

ক. চণ্ডীদাস

খ. দ্বিজ চণ্ডীদাস

গ. জ্ঞানদাস

ঘ. গোবিন্দদাস

উত্তরঃ

১৯. সই কেমনে ধরিব হিয়া/ আমার বঁধুয়া আন বাড়ি যায়/ আমরি আঙিনা দিয়া। কার রচনা? (কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর সিনিয়র একাউন্টস)

ক. চণ্ডীদাস

খ. বিদ্যাপতি

গ. জ্ঞানদাস

ঘ. গোবিন্দদাস

উত্তরঃ

২০. নিচের কোন জন বাংলা ভাষার কবি? (আইসিবি ব্যাংক লি. অফিসার)

ক. সুরদাস

খ. কালিদাস

গ. জ্ঞানদাস

ঘ. জয়দেব

উত্তরঃ

২১. সুখের লাগিয়া ঘর বান্ধিলুঁ আনলে পুড়িয়া গেল-পদটির রচয়িতা কে? (সিজিএ-এর অডিটর)

ক. জ্ঞানদাস

খ. বিদ্যাপতি

গ. চণ্ডীদাস

ঘ. গোবিন্দদাস

উত্তরঃ

ভার্সিটির ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ

FAQ

পদাবলির প্রথম কবি কে?

পদাবলির আদি কবি বিদ্যাপতি, তিনি ব্রজবুলি ভাষায় পদাবলির পদগুলো রচনা করেন।
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা বড়ু চণ্ডীদাস।

পদাবলির আদি কবি কে?

পদাবলির আদি কবি বিদ্যাপতি, তিনি ব্রজবুলি ভাষায় পদাবলির পদগুলো রচনা করেন।
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা বড়ু চণ্ডীদাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This div height required for enabling the sticky sidebar
error: Content is protected !!