Hit enter after type your search item

A Complete Guide for BD Job Preparation

বাংলা জীবনী সাহিত্য, নাথ সাহিত্য, মার্সিয়া সাহিত্য, সুফিসাহিত্য। মধ্যযুগ Part 4. Best Note

/
/
1161 Views

জীবনী সাহিত্য

মধ্যযুগে চৈতন্য দেবের আবির্ভাবকে কেন্দ্র করে এবং তার পার্ষদদের কেন্দ্র করে মধ্যযুগে বাংলায় জীবনী সাহিত্য রচনার সূত্রপাত হয়। শ্রীচৈতন্য দেব একজন ধর্মপ্রচারক হলেও মধ্যযুগের বাংলা সাহিত্যে তাঁর প্রভাব ছিল অপরিসীম। শুধু তাই নয় এই মহাপুরুষ বাংলা সাহিত্যে কোনো পঙক্তি না লিখলেও তাঁর নামে একটি যুগের সৃষ্টি হয়েছে। বাংলা সাহিত্যে চৈতন্যদেবের উপর লিখিত জীবনীগ্রন্থ সমূহ ‘কড়চা’ নামে পরিচিত। 

কড়চা (ইংরেজি পরিভাষা Biography) শব্দের শাব্দিক অর্থ  দিনলিপি বা রোজনামচা। চৈতন্য জীবনীগ্রন্থ তথা ‘কড়চা’  সমূহ নিম্নরূপ-

১) বৃন্দাবন দাস রচিত চৈতন্যভাগবত (এটিই বাংলা ভাষায় শ্রীচৈতন্যের প্রথম জীবনীকাব্য)।

২) লোচনদাস রচিত চৈতন্যমঙ্গল

৩) কৃষ্ণদাস কবিরাজ  রচিত চৈতন্যচরিতামৃত (এটি বাংলা ভাষায় সর্বাপেক্ষা তথ্যবহুল শ্রীচৈতন্য জীবনী)।

বাংলা জীবনী সাহিত্য

চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি বৃন্দাবন দাস রচিত চৈতন্যভাগবত বাংলা ভাষায় রচিত প্রথম এবং প্রাচীনতম জীবনী কাব্য।

চৈতন্য দেবের প্রভাব বাংলা সাহিত্যে এতটাই আকাশচুম্বী ছিলো যে তাঁর আবির্ভাবকে কেন্দ্র কর মধ্যযুগকে তিন ভাগে ভাগ করা হয়েছে ঃ

১) প্রাকচৈতন্য যুগ (১৩৫১-১৫০০ খ্রি )

২) চৈতন্য যুগ( ১৫০১-১৬০০ খ্রি)

৩) চৈতন্য পরবতী যুগ (১৬০১-১৮০০ খ্রি)

নাথসাহিত্য

প্রাচীন কালের শুরু থেকেই এ দেশে শিব উপাসক এক শ্রেণির যোগী সম্প্রদায় ছিল আর তাদের ধর্মের নাম ছিল নাথধর্ম। এই নাথধর্মের কাহিনি অবলম্বনে রচিত কাব্য ‘নাথসাহিত্য’ নামে পরিচিত। শেখ ফয়জুল্লাহ নাথ সাহিত্য ধারার আদি কবি এবং তাঁর নাথধর্ম বিষয়ক আখ্যানকাব্য ‘গোরক্ষবিজয়’।

মর্সিয়া সাহিত্য

আরবি শব্দ ‘মর্সিয়া’র অর্থ শোক প্রকাশ করা। এখান থেকেই মধ্যযুগের বাংলা সাহিত্যে ‘মর্সিয়া সাহিত্য’ শাখার আবির্ভাব এবং মধ্যযুগের বাংলা সাহিত্যে এক বিস্তৃত অঙ্গন জুড়ে এই মার্সিয়া সাহিত্যের বিস্তার। আরবি সাহিত্যে মর্সিয়ার উদ্ভব নানা ধরনের শোকাবহ ঘটনা থেকে হলেও পরে তা কারবালার প্রান্তরে নিহত ইমাম হোসেন ও অন্যান্য শহীদকে উপজীব্য কারে লেখা কবিত ‘মর্সিয়া’ নামে আখ্যায়িত করা হয়।

‘মর্সিয়া’ এক ধরনের শোককাব্য বা শোকগীতি বা বিলাপসঙ্গীত।

মর্সিয়া ধারা উল্লেখযোগ্য কবি হলেন-

শেখ ফয়জুল্লাহ মার্সিয়া সাহিত্য ধারার প্রথম কবি। তার বিখ্যাত কাব্য ‘জয়নবের চৌতিশা’।

দৌলত উজির বাহরাম খান আনুমানিক ১৬ শতকে চট্রগ্রাম জেলার ফতেয়াবাদ মতান্তরে জাফরাবাদ’এ জম্মগ্রহণ করেন। কারবালার বিষাদময় যুদ্ধবিগ্রহকে কেন্দ্র করে লেখা তাঁর বিখ্যাত কাব্য ‘জঙ্গনামা’।

শেরবাজ এর বিখ্যাত কাব্য ‘কাশিমের লড়াই’ মার্সিয়া সাহিত্যের একটি গুরুত্বপূর্ন কাব্যগ্রন্থ।

সুফি সাহিত্য

সুফিধর্ম হচ্ছে প্রেমবাদ ধর্ম যার মূলে আছে আল্লাহ-প্রেম। সুফিমতে স্থানীয় প্রভাব লক্ষণীয়। ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা-বিল্পব। সুফিশাস্ত্র গ্রন্থের মধ্যে শেখ ফয়জুল্লার ‘গোরাক্ষ বিজয়’, সৈয়দ সুলতানের ‘জ্ঞানপ্রদীপ-জ্ঞানচৌতিশা’ প্রভৃতি উল্লেখযোগ্য।

চাকুরীর প্রস্তুতিতে আপনাদের সঙ্গী

বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ

১. জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? (৪১তম বিসিএস)

ক. শ্রীচৈতন্যদেব 

খ. কাহ্নপা 

গ. বিদ্যাপতি 

ঘ.রামকৃষ্ণ পরমহংসদেব

উত্তরঃ

২. মধ্যযুগের বাংলা সাহিত্য কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম? (৩৬তম বিসিএস)

ক. শ্রীচৈতন্যদেব 

খ. শ্রীকৃষ্ণ 

গ. আদিনাথ 

ঘ.মনোহর দাশ

উত্তরঃ

৩. জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত- (৪০তম বিসিএস)

ক. ফরিক গরীবুল্লাহ 

খ.নরহরি চক্রবর্তী 

গ.বিপ্রদাস পিপিলাই 

ঘ.বৃন্দাবন দাস

উত্তরঃ

৪. দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের মানুষ ছিলেন? (৩৮তম বিসিএস)

ক. ফরিদপুর 

খ. সিলেট 

গ. কৃষ্ণনগর 

ঘ. চট্রগ্রাম

উত্তরঃ

৫. ‘গোরক্ষবিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা? (৩৭তম বিসিএস/ঢাকা সেনানিবাসের জুনিয়র শিক্ষক)

ক. শৈবধর্ম 

খ. বৌদ্দ সহজযান 

গ. নাথধর্ম 

ঘ. কোনোটি নয়

উত্তরঃ গ

৬. ইসলাম সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল- (৪৪তম বিসিএস)

ক. বর্ণবাদের পুনরুখান 

খ. রাষ্ট্রবিল্পব 

গ. চিন্তাবিপ্লব 

ঘ. অভিবাসন বিপ্লব

উত্তরঃ গ

পিএসসি’র অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ

১. বাংলা সাহিত্যের ‘চৈতন্য যুগ’ কোনটি?

ক. ১১০০-১২০০ 

খ্রি.  খ.১২০১-১৫০০ খ্রি.

গ. ১৫০১-১৬০০ খ্রি.   

ঘ.১৬০১-১৭০০ খ্রি.

উত্তরঃ

২. ‘Biography’ শব্দটির অর্থ- (কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ)

ক. গ্রন্থনির্দেশিকা 

খ. কড়চা 

গ.বিবরণ 

ঘ.আলোচনা

উত্তরঃ খ

৩. ‘চৈতন্যচরিতামৃত’ কী? (পূবালী ব্যাংক লি. ট্রেইনি সহকারী জুনিয়র অফিসার)

ক. রবীন্দ্রনাথ ঠাকুর-এর কাব্যগ্রন্থ 

খ. জয়নুল আবেদিন-এর শিল্পকর্ম 

গ.শ্রীচৈতন্য দেব-এর জীবনীগ্রন্থ 

ঘ.তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-এর জীবনীগ্রন্থ

উত্তরঃ

৪. চৈতন্যদেব ছিলেন-(কারা অধিদপ্তরের পরিসংখ্যান সহকারী)

ক. বৈষ্ণব ধর্মের প্রচারক 

খ.ব্রজবুলি ভাষার প্রবর্তক 

গ.পদাবলির রচয়িতা 

ঘ.সঙ্গীতজ্ঞ

উত্তরঃ

৫. চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? (ভূমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রমাসনিক কর্মকর্তা)

ক. কৃষ্ণদাস কবিরাজ 

খ. কবি কর্ণপুর পরমানন্দ 

গ.বৃন্দাবন দাস 

ঘ.জয়ান্দ

উত্তরঃ

৬. ‘মর্সিয়া’ কি? (সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক)

ক. আনন্দগীতি 

খ. চমাকগীতি 

গ. শোকগীতি 

ঘ.পল্লীগীতি

উত্তরঃ

৭. মর্সিয়া শব্দের অর্থ কি? (খাদ্য অধিদপ্তর সহকারী উপ-পরিদর্শক)

ক. শোক বা আহাজারি 

খ. দুঃখ 

গ.শোককাব্য 

ঘ.বেনামিশ্রিত কাব্য

উত্তরঃ ক 

৮. মর্সিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? (সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ এর সহকারী ব্যবস্থাপক)

ক. উর্দু  

খ. ফারসি   

গ. আরবি  

ঘ.তুর্কি

উত্তরঃ

৯. কোনটি শোকগীতি বা বিলাপ সঙ্গীত? (জাতীয় সংসদ সচিবালয়ে সহকারী পরিচালক)

ক. সারিগান 

খ. ভাটিয়ালী 

গ.মর্সিয়া  

ঘ.হামুদ 

উত্তরঃ

১০. কোনটি মর্সিয়া সাহিত্য? (সিজিএ-এর অডিটর)

ক. মধুমালতী 

খ. চন্দ্রাবতী 

গ. লায়লী-মজনু  

ঘ. জঙ্গনামা

উত্তরঃ

১১. ‘জঙ্গনামা’ কাব্যের বিষয় কি? (গনপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী)

ক. যুদ্ধ-বিগ্রহ 

খ. শোক-তাপ 

গ. রোমান্স  

ঘ. প্রেম-ভালবাস

উত্তরঃ

১২. কাশিমের লড়াই প্রন্থটির রচয়িতা? (মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের কার্যালয়ের সিভিল)

ক. নাসির মাহমুদ 

খ. সৈয়দ সুলতান 

গ. আলাওল 

ঘ. শেরবাজ

উত্তরঃ ঘ

ভার্সিটির ভর্তি পরিক্ষায় আসা প্রশ্ন সমূহ

. ‘কড়চা’ শব্দের সমার্থক শব্দ- (ইবি)

ক. রোজনামচা 

খ. ঝগড়া 

গ.খসড়া 

ঘ.নিয়তি

উত্তরঃ ক 

২. চৈতন্যমঙ্গল’ এর রচয়িতা- (রাজশাহী বিশ্ব)

ক. রবিদাস 

খ.প্রেমদাস 

গ.গুপিদাস 

ঘ. লোচনদাস

উত্তরঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This div height required for enabling the sticky sidebar
error: Content is protected !!