বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। Best Note for Job Till 2023
ভাষা মানুষের সকল অনুভূতি ও জ্ঞানের বাহন সভ্যতা ও সংস্কৃতির ভিত্তি। ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। ভাষা বলতে মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বুঝায়।
ভাষার গুরুত্বপুর্ণ বৈশিষ্ট্য গুলো হচ্ছে অর্থদ্যোতকতা, মানুষের কন্ঠনিঃসৃত ধ্বনি এবং জনসমাজে ব্যবহারযোগ্যতা।
ইশারা, ইঙ্গিত ও অঙ্গভঙ্গি ইত্যাদির সাহায্যে মনের ভাব প্রকাশ করা গেলেও এগুলো কখনোই ভাষার বৈশিষ্ট্য নয় কারণ ভাষাকে অবশ্যই অর্থ গ্রাহ্য হতে হয় তাছাড় কথা বলার মাধ্যমেই ভাষা পূর্ণতা পায়।
জনগোষ্ঠী ভেদে বাক্যের গঠন আলাদা হয় এবং ভাষাও আলাদা হয়ে ওঠে। এভাবেই পৃথিবীতে কয়েক হাজার ভাষার জন্ম হয়েছে। পৃথীবির প্রধান ভাষা গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- চীনের মান্দারিন, ইংরেজি, হিন্দি, আরবি, বাংলা, জার্মান, স্প্যানিস, ফারসি, কোরিয়ান, জাপানি প্রভৃতি। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। বাংলা ভাষায় কথা বলে পৃথিবীর প্রায় ত্রিশ কোটি মানুষ। এর মধ্যে বাংলাদেশের ১৬ কোটি, ভারতের পশ্চিমবঙ্গের ১০ কোটি মানুষ ছাড়াও ভারতের ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খন্ড এবং ওড়িশা রাজ্যের প্রায় তিন কোটি মানুষ এবং পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী আরো প্রায় ১ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে।
বাংলা বাংলাদেশের রাষ্ট্রভাষা। বাংলাদেশের মতো ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা ভাষা।
বাংলা ভাষার বয়স আনুমানিক এক হাজার বছর।
পৃথিবীর সমস্ত ভাষা গুলোকে মূলত ইন্দো-ইউরোপীয়, আফ্রিকীয়, দ্রাবিড়ীয় ও অস্ট্রো-এশীয় প্রভৃতি ভাষা বংশে বা ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে।
ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা দুটি যথা- কেন্তুম ও শতম।
কেন্তম শাখা হতে গ্রীক, টিউটোনিক, ইতালো-কেলটিক ( বর্তমান ফরাসি, ইতালিয়ান, পর্তুগিজ, স্পেনিশ, রোমানিয়ান প্রভৃতি ভাষার সৃষ্টি হয়েছে), এশিয় হিত্তিক ও তুখারিক ভাষার সৃষ্টি হয়।
অন্যদিকে শতম শাখা হতে হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি, বাংলা প্রভৃতি ভাষার সৃষ্টি হয়।
ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো-
ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানীয়
ভারতীয় আর্য (নব্য ভারতীয় আর্য )
প্রাকৃত
বাংলা
আনুমানিক এক হাজার বছর আগে (খ্রিষ্টীয় দশম শতকের কাছাআকাছি সময়ে) পূর্ব-ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, এজন্য বলা হয়ে থাকে বাংলা ভাষার মূল উৎস প্রাকৃত ভাষা।
বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত।
এই প্রাকৃত শব্দের শাব্দিক অর্থ স্বাভাবিক এবং ভাষাগত অর্থ জনগণের ভাষা। প্রাকৃত ভাষার একটি অংশ অপভ্রংশ এবং এই অপভ্রংশ কথাটির অর্থ বিকৃত। বাংলা ভাষা ও সাহিত্য প্রত্যক্ষভাবে অপভ্রংশ ভাষার কাছে ঋণী। অপভ্রংশ ভাষা বিবর্তনের মধ্য দিয়ে বর্তমান বাংলা ভাষা উৎপত্তি লাভ করেছে।
বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ভাষা এবং উড়িয়া ভাষা। ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষা রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।
ইন্দো-ইউরোপীয় ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থগুলোর মধ্যে ঋগবেদ অন্যতম । ভারতীয় ভাষার নিদর্শন পাওয়া এই ঋগবেদের ভাষাকে বলা হতো বৈদিক ভাষা।
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি ৬৫০ খ্রিস্টাব্দে বা সপ্তম শতকে গৌড়ীয় প্রাকৃত হতে এবং ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি ৬৫০ খ্রিস্টাব্দে বা দশম শতকে মাগধী প্রাকৃত হতে।
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস ইন্দো-ইউরোপীয় ভাষা
শতম
প্রাচীন ভারতীয় আর্য ভাষা
গৌড়ী প্রাকৃত (মাগধী প্রাকৃতের প্রাচ্যতর রূপ)
গৌড় অপভ্রংশ
বঙ্গ কামরূপী
বাংলা ভাষা এবং অসমীয়া ঘরে বসেই নিন চাকুরীর প্রস্তুতি
১. কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত (৪৩তম বিসিএস)
ক. হিত্তিক ও তুখারিক
খ. তামিল ও দ্রাবিড়
গ. আর্য ও অনার্য
ঘ. মাগধী ও গৌড়ী
উত্তরঃ ক. হিত্তিক ও তুখারিক
২. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-(১৭তম বিসিএস/ইসলমী ব্যাংক বাংলাদেশ লি. ফিল্ড অফিসার)
ক. সংস্কৃত
খ. পালি
গ. প্রাকৃত
ঘ. অপভ্রংশ
উত্তরঃ গ. প্রাকৃত
৩. বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি (১৪তম বিসিএস)
ক. দশম থেকে চতুর্দশ শতাব্দী
খ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ. ত্রয়োদম থেকে সপ্তদশ শতাব্দী
উত্তরঃ ক. দশম থেকে চতুর্দশ শতাব্দী
১. মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে-(সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার)
ক. বর্ণ
খ. শব্দ
গ. বাক্য
ঘ. ভাষা
উত্তরঃঘ. ভাষা
২. কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? (৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন)
ক. অর্থদ্যোতকতা
খ. ইশারা বা অঙ্গভঙ্গি
গ. মানুষের কণ্ঠনিঃসৃত ধ্বনি
ঘ. জনসমাজে ব্যবহার যোগ্যতা
উত্তরঃ খ. ইশারা বা অঙ্গভঙ্গি
৩. ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? (১০ম বেসরকারি শিক্ষক নিবন্ধন)
ক ব্যাকরণ
খ. ব্যাকরণ ও ভাষা একসাথে
গ. ভাষা
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ গ. ভাষা
৪. নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি? (প্রাথমিক বিদ্যালয় সহকরী শিক্ষক)
ক. ভাষা
খ. শব্দ
গ. ধ্বনি
ঘ. বাক্য
উত্তরঃ খ. শব্দ
৫. কোনটি ভাষাবংশের নাম নয়? (বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. সহকারী ব্যবস্থাপক)
ক. আফ্রিকীয় খ. দ্রাবিড়ীয়
গ. ইন্দো-ইউরোপীয়
ঘ. হিস্পানি
উত্তরঃ ঘ. হিস্পানি
৬. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? (প্রবাসী কল্যাণ ব্যাংক লি. অফিসার)
ক. দ্রাবিড়
খ. ইউরালীয়
গ. ইন্দো-ইউরোপীয়
ঘ. সেমেটিক
উত্তরঃ গ. ইন্দো-ইউরোপীয়
৭. ইন্দো-ইউরোপীয় ভাষার কয়টা শাখা (সমাজসেবা অধিদপ্তরের সমাজকল্যাণ সংগঠক)
ক. একটা
খ. দুটো
গ. তিনটে
ঘ. চারটে
উত্তরঃ খ. দুটো
৮. ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলো আদিম উৎস কি (পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা)
ক. মূল আর্যভাষা
খ. বৈদিক ভাষা
গ. আনার্য ভাষা
ঘ. সংস্কৃত ভাষা
উত্তরঃ গ. আনার্য ভাষা
৯. প্রাচীন ভারতীয় আর্যভাষা চিহ্নত করুন (কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এর সহকারী ব্যবস্থাপক)
ক. পালি
খ. প্রাকৃত
গ. বৈদিক
ঘ. ভোজপুরী
উত্তরঃ গ. বৈদিক
১০. বেদের ভাষাকে কি ভাষা বলা হয় ?(পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষাণার্থী)
ক. দেশি ভাষা
খ. বৈদিক ভাষা
গ. বেদী ভাষা
ঘ. ইংরেজি ভাষা
উত্তরঃ খ. বৈদিক ভাষা
১১. আর্যভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে (শ্রম পরিদপ্তরের মেডিকেল অফিসার)
ক. মধ্যভারতীয় আর্যভাষা
খ প্রাচীন ভারতীয় আর্যভাষা
গ. নব্য ভারতীয় আর্যভাষা
ঘ. সংস্কৃত ভাষা
উত্তরঃ গ. নব্য ভারতীয় আর্যভাষা
১২. প্রাকৃত শব্দটির অর্থ-(প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার)
ক. প্রকৃত
খ. যথার্থ
গ. যা করা হয়েছে
ঘ. স্বাভাবিক
উত্তরঃ ঘ. স্বাভাবিক
১৩. প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ (পঞ্চদশ বেসরকারি প্রভাষক নিবন্ধন)
ক. মূর্খদের ভাষা
খ. পণ্ডিতদের ভাষা
গ. জনগণের ভাষা
ঘ. লেখকদের ভাষা
উত্তরঃ গ. জনগণের ভাষা
১৪. বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী(আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ)
ক. পালি
খ. অপভ্রংশ
গ. অবহট্র
ঘ. সংস্কৃত
উত্তরঃ খ. অপভ্রংশ
১৫. অপভ্রংশ কথাটির অর্থ কি(পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবারকল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষানার্থী)
ক. উন্নত
খ. বিবৃত
গ. সাধারণ
ঘ. বিকৃত
উত্তরঃ ঘ. বিকৃত
১৬. বাংলা ভাষার জম্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এ মতের প্রবক্তা কে (৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন)
ক. স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. ড. সুকুমার সেন
ঘ. ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়
উত্তরঃ খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
১৭. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে(রুপালী ব্যাংক লি. অফিসার)
ক. মাগধী প্রাকৃত
খ. গৌড়ীয় প্রাকৃত
গ. মহারাষ্ট্রী প্রাকৃত
ঘ. অর্থ মাগধী প্রাকৃত
উত্তরঃ খ. গৌড়ীয় প্রাকৃত
১৮. কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড. মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?(স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা তত্ত্বাবধায়ক)
ক. গৌড়ীয় অপভ্রংশ
খ. গৌড় অপভ্রংশ
গ. মাগধী অপভ্রংশ
ঘ. প্রাচীন অবহটঠ
উত্তরঃ খ. গৌড় অপভ্রংশ
১৯. কোন ভাষা থেকে বাংলা ভাষার জম্ম হয়েছে(৯ম বেসরকারি শিক্ষক নিবন্ধন)
ক. ভারতীয় আর্য
খ. সংস্কৃত
গ. ইন্দো-ইউরোপীয়
ঘ. বঙ্গ-কামরুপী
উত্তরঃ ঘ. বঙ্গ-কামরুপী
২০. বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে (৬ষ্ঠ বিজেএস প্রাথমিক পরীক্ষা)
ক. খ্রিষ্টীয় অষ্টম শতক
খ. খ্রিষ্টীয় দশম শতকের কাছাকাছি সময়
গ. খ্রিষ্টীয় নবক শতেকের কাছাকাছি সময় থেকে
ঘ. খ্রিষ্টপূর্ব ৪০০ শতকে
উত্তরঃ খ. খ্রিষ্টীয় দশম শতকের কাছাকাছি সময়
২১. বাংলা ভাষার উদ্ভব হয়-(জনশক্তি, কর্মংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসহকারী পরিচালক)
ক. সপ্তম খ্রিষ্টাব্দে
খ. খ্রিষ্টীয় ত্রয়োদশ শতকে
গ. সপ্তম খ্রিষ্টপূর্বাব্দে
ঘ. খ্রিষ্টীয় দ্বাদশ শতকে
উত্তরঃ ক. সপ্তম খ্রিষ্টাব্দে
২২. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল কবে (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক)
ক. ৯৫০ খ্রিষ্টাব্দে
খ. ৬৫০ খ্রিষ্টাব্দে
গ. ৮৫০ খ্রিষ্টাব্দে
ঘ. ৭৫০ খ্রিষ্টাব্দে
উত্তরঃ খ. ৬৫০ খ্রিষ্টাব্দে
২৩. বাংলা ভাষার বয়স কত( বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর এরোড্রম কর্মকর্তা)
ক. ১০০০ বছর
খ. ২০০০ বছর
গ. ২৫০০ বছর
ঘ. ২৭০০ বছর
উত্তরঃ ক. ১০০০ বছর
২৪. ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায়, তার নাম-(মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা)
ক. রামায়ণ
খ. মহাভারত
গ. ঋগ্বেদ
ঘ. চর্যাপদ উত্তরঃ গ. ঋগ্বেদ ২৫. মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি? (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অফিস সহায়ক)
ক. চিত্র
খ. ভাষা
গ. ইঙ্গিত
ঘ. আচরণ
উত্তরঃ খ. ভাষা
১. ভাষা কি? (রাজশাহি বিশ্ববিদ্যালয় এ-৫ ইউনিট ১১-১২)
ক. উচ্চারণের প্রতীক
খ. মুখের ভঙ্গি
গ. ইঙ্গিতের সমষ্টি
ঘ. ভাব প্রকাশের মাধ্যম
উত্তরঃ ঘ. ভাব প্রকাশের মাধ্যমবাংলা ভাষা
ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ
বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ
বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস সম্পর্কে বিভিন্ন মনীষীর মতামত
বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ
পিএসসি’র বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ
ভার্সিটির ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ