Hit enter after type your search item

A Complete Guide for BD Job Preparation

বাংলা ভাষার রীতি ও বিভাজন । Best & 1st Class Job Note

/
/
2235 Views

বাংলা ভাষার রীতি

বাংলা ভাষার মৌলিক রূপ তথা প্রধান দুইটি রূপ হচ্ছে- মৌখিক রূপ ও লৈখিক রূপ। 

বাংলা লেখ্য ভাষার আবার দুইটি রূপ আছে- 

ক) সাধু রূপ ও 

খ) চলিত রূপ। 

বাংলা ভাষার রীতি ও বিভাজন

ভাষার সাধুরীতি 

ভাষার সাধুরীতি কেবলমাত্র লেখ্য রূপে ব্যবহৃত হয়। বাংলা গদ্যের প্রথম যুগে শুধুমাত্র সাধু রীতির প্রচলন ছিল।

মানুষের ভাষাকে সাধু ভাষা হিসেবে প্রথম অভিহিত করেন রাজা রামমোহন রায়।

ভাষার চলিত রীতি 

ভাষার চলিত রূপ হচ্ছে লৈখিক ও মৌখিক ভাষার মিলিত রূপ। কলকাতা অঞ্চলের মৌখিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছে।

প্রমথ চৌধুরী (ছদ্মনাম বীরবল) মূলত বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক তিনি বাংলা গদ্যে চলিত রীতির সার্থক প্রবর্তন ও জনপ্রিয় করেন। তিনি বাংলা ভাষার সাধু ও চলিত রূপ এর মধ্যে তুলনামূলক গবেষণা করেন।

বাংলা সাহিত্যে কথ্য রীতির প্রচলনে প্রমথ চৌধুরীর সবুজপত্র পত্রিকার অবদান সবচেয়ে বেশি এজন্য সবুজপত্র কে বাংলা চলিত ভাষারীতির প্রথম মুখপাত্র বলা হয়।

প্রমথ চৌধুরী চলিত ভাষার ব্যবহারে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন।

চলিত ভাষাকে আলালী বা হুতুমি ভাষাও বলা হয়।  প্যারীচাঁদ মিত্র’র রচনা রীতিকে আলালী ভাষা আখ্যা দেওয়া হয়।

সাধু রীতি ও চলিত রীতির পার্থক্য বা বৈশিষ্ট্য

সাধুরীতির বৈশিষ্ট্য

১) সাধুরীতির শুধু লেখ্য রূপ আছে

২) সাধুরীতি গুরুগম্ভীর মন্থর এবং পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট

৩) সাধুরীতি অভিজাত্যের পরিচায়ক

৪) সাধুরীতি তৎসম শব্দবহুল 

৫) সাধুরীতি নাটকের সংলাপ বক্তৃতা এবং আলাপ-আলোচনার অনুপোযোগী 

৬) সাধুরীতি সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়

চলিত রীতির বৈশিষ্ট্য

১) চলিত রীতির লেখ্য ও কথ্য উভয় রূপ আছে 

২) চলিত রীতি সরল, সাবলীল ও পরিবর্তনশীল

৩) চলিত রীতি সংক্ষিপ্ত সহজবোধ্য ও কৃত্রিমতা বর্জিত

৪) চলিত রীতি তদ্ভব শব্দ বহুল

৫) চলিত রীতি নাটকের সংলাপ বক্তৃতা এবং আলাপ-আলোচনার উপযোগী

৬) চলিত রীতি সর্বনাম ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়

আঞ্চলিক ভাষা

ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার নানান বৈচিত্র লক্ষ্য করা যায়। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্য কে বলা হয় উপভাষা, সহজ করে বললে অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা কে উপভাষা বা আঞ্চলিক ভাষা বা Dialect বলে ।

বাংলা ভাষা পাঁচটি প্রধান অঞ্চল বা জনপদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যথা- রাঢ়ি, বাঙালি, বরেন্দ্রী, ঝাড়খন্ডি এবং কামরূপী বা রাজবংশী।

প্রমিত ভাষা রীতি

প্রমিত শব্দের অর্থ হচ্ছে- মার্জিত, নির্ধারিত বা পরিমিত।

কোন একটি অঞ্চলের বা একাধিক অঞ্চলের ভাষাকে বা উপভাষাকে আদর্শভাষা হিসেবে বিবেচনা করে এবং তাকে একটি নির্দিস্ট কাঠামোয় রূপ দিয়ে যখন উক্ত ভাষাকে সর্বজনীন ভাষা হিসেবে ব্যবহারের উপযোগী করা হয় তখন তাকে প্রমিত ভাষা রীতি বলে।

চলিত রীতির বাংলা ভাষা যখন আদর্শরুপে গৃহীত হয় তখন তাকে প্রমিত বাংলা ভাষা বলে।  

প্রমিত ভাষা রীতির ভিত্তি হলো-আদর্শ কথ্য রীতি।

বাংলা ভাষার উদ্ভব ও ক্রম বিকাশ পড়ুন এখানে

বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ

১. বাংলা সাহিত্য কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি(২৯তম বিসিএস)

ক. কল্লোল

খ. সবুজপত্র

গ. বঙ্গদর্শন

ঘ. কালিকলম

উত্তরঃ খ. সবুজপত্র

২. তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় (২৯তম বিসিএস/প্রাথমিক বিদ্যালয় সহকরী শিক্ষক)

ক. চলিত রীতি

খ. সাধু রীতি

গ. মিশ্র রীতি

ঘ. আঞ্চলিক রীতি

উত্তরঃ খ. সাধু রীতি

৩. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী (১৮তম বিসিএস)

ক. কবিতার পঙক্তিতে 

খ. গানের কলিতে

গ. গল্পের  বর্ণনায়

ঘ. নাটকের সংলাপ

উত্তরঃ ঘ. নাটকের সংলাপ

৪. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-(১৬তম বিসিএস /১৫তম বিসিএস/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক)

ক. তৎসম ও তদ্ভব শব্দের ব্যবহার

খ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রুপে

গ. শব্দের কথা ও লেখ্য রুপে

ঘ. বাক্যের সরলতা ও জটিলতা

উত্তরঃ খ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রুপে

৫. বাঙালি উপভাষা অঞ্চল কোনটি (৪২তম বিসিএস)

ক. নদীয়া

খ. ত্রিপুরা

গ. পুরুলিয়া

ঘ. বরিশাল

উত্তরঃ ঘ. বরিশাল

পিএসসি’র বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ

১. বাংলা ভাষার প্রধান দুইটি রুপ কি কি( বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক)

ক. লেখ্য ও আঞ্চলিক 

খ. আঞ্চলিক ও সর্বজনীন

গ. কথ্য ও আঞ্চলিক 

ঘ. মৌখিক ও লৈখিক

উত্তরঃ ঘ. মৌখিক ও লৈখিক

২. বাংলা লেখ্য ভাষার রুপ কয়টি( পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি এ্যাটেনডেন্ট)

ক. তিনটি

খ. চারটি

গ. দুইটি

ঘ. সাতটি

উত্তরঃ গ. দুইটি

৩. লেখ্য ভাষার দুটি রুপের নাম কি(মৎস্য অধিদপ্তর অফিস সহকারী)

ক. সাধু ও চলিত

খ. লেখ্য ও আঞ্চলিক

গ. সাধু ও আঞ্চলিক

ঘ. আঞ্চলিক ও সর্বজনীন

উত্তরঃ ক. সাধু ও চলিত

৬. ভাষার মৌলিক রীতি কোনটি(বাংলাদেশ রেলওয়ে গার্ড)

ক. বক্তুতার রীতি

খ. লেখার রীতি

গ. কথা বলার রীতি

ঘ. লেখা ও বলার রীতি

উত্তরঃ ঘ. লেখা ও বলার রীতি

৭. ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরুপে ব্যবহৃত হয়(খাদ্য অদিদপ্তরের খাদ্য পরিদর্শক)

ক. কথ্য রীতি

খ. আঞ্চলিক রীতি

গ. সাথু রীতি

ঘ. চলিত রীতি

উত্তরঃ খ. আঞ্চলিক রীতি

৮. মানুষের ভাষাকে সাধু ভাষা হিসেবে প্রথম অভিহিত করেন কে( বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর এরাড্রম কর্মকর্তা)

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. বঙ্কিমচন্দ্র বট্রোপাধ্যায়

গ. রাজা রামমোহন রায়

ঘ. প্যারীচাঁদ মিত্র

উত্তরঃ গ. রাজা রামমোহন রায়

৯. আলালী বা হুতোমী ভাষা বলা হয় কোন ভাষাকে (১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন)

ক. সাধু

খ. চলিত

গ. ইংরেজি

ঘ. সংস্কৃত

উত্তরঃ খ. চলিত

১০. বাংলার গদ্য সাহিত্যে কোন লেখকের রচনা রীতিকে আলালী ভাষা আখ্যা দেয় হয়(প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইন্সট্রাক্টর)

ক.প্যারীচাঁদ মিত্র

খ. রাজনারয়ণ বসু

গ. কালীপ্রসন্ন সিংহ

ঘ.মাইকেল মধুসূদন দত্ত

উত্তরঃ ক.প্যারীচাঁদ মিত্র

১১. চলিত ভাষাকে জনপ্রিয় করেন-(প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক)

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. কাজী নজরুল ইসলাম

গ. শামসুর রহমান

ঘ. প্রমথ চৌধরী

উত্তরঃ ঘ. প্রমথ চৌধরী

১২. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে(বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি. সহকারী ব্যবস্থাপক)

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ. প্রমথ চৌধুরী

গ. প্যারীচাঁদ মিত্র

ঘ. প্রমথনাথ বসু

উত্তরঃ খ. প্রমথ চৌধুরী

১৩. বাংলা ভাষার সাধু ও চলিতরুপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন কে(সমন্বিত ৫ ব্যাংক অফিসার)

ক. উইলিয়াম কেরী

খ. এডওয়ার্ড ডিমোক

গ. শ্যামচরণ গঙ্গোপাধ্যায়

ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ ঘ. প্রমথ চৌধুরী

১৪. চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন(সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক)

ক. টেকচাঁদ ঠাকুর

খ. বিদ্যাসাগর

গ. বীরবল

ঘ. বনফুল

উত্তরঃ গ. বীরবল

১৫. চলিত ভাষারীতির প্রথম মুখপাত্র কোনটি(সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার)

ক. সাধনা

খ. শিখা

গ. শনিবারের চিঠি

ঘ. সবুজপত্র

উত্তরঃ ঘ. সবুজপত্র

১৬. সবুজপত্র বাংলা ভাষা ও সাহিত্যে কী হিসেবে পরিচিত(খনিজসম্পদ মন্ত্রণালয়ের সহকারী বিস্ফোরক পরিদর্শক)

ক. একটি বিখ্যাত কাব্যগ্রন্থ

খ. এক শ্রেণির লেখকদের আলোচিত রচনা সংকলন

গ. বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা

ঘ. অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ও নাটক

উত্তরঃ গ. বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা

১৭. সবুজপত্র বাংলা সাহিত্যে কোন ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে(খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক)

ক. সাধু ভাষা

খ. চলিত ভাষা

গ. আঞ্চলিক ভাষা

ঘ. উপভাষা

উত্তরঃ খ. চলিত ভাষা

১৮. প্রমথ চৌধুরীর বীরবল রীতির প্রচার মাধ্যম হিসাবে কোন পত্রিকা ভূমিকা রাখে(তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা)

ক. সাহিত্য

খ. কল্লোল

গ. সবুজপত্র

ঘ. কালিকলম

উত্তরঃ গ. সবুজপত্র

১৯. প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ টাকুরকে প্রভাবিত করেছিলেন(উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা)

ক. উপন্যাসে ইতিহাসে বর্জনে

খ. সাহিত্যে মুসলমান চরিত্র সৃষ্টিতে

গ. চলিত ভাষার ব্যবহারে

ঘ. গদ্য কবিতা রচনায়

উত্তরঃ গ. চলিত ভাষার ব্যবহারে

২০. চলিত ভাষার আদর্শরুপে গৃহীত ভাষাকে বলা হয়(৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন)

ক. সাধু ভাষা

খ. প্রমিত ভাষা

গ. আঞ্চলিক ভাষা

ঘ. উপভাষা

উত্তরঃ খ. প্রমিত ভাষা

২১. কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কি বলে(চতুদর্শ বেসরকারি শিক্ষক নিবন্ধন)

ক. সাধু ভাষা

খ. আদর্শ চলিত ভাষা

গ. আঞ্চলিক ভাষা

ঘ. দেশি ভাষা

উত্তরঃ খ. আদর্শ চলিত ভাষা

২২. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য (১০ম বেসরকারি প্রভাষক নিবন্ধন)

ক. গাম্ভীর্য

খ. প্রমিত উচ্চারণ

গ. তৎসম শব্দের বহুল ব্যবহার

ঘ. ব্যাকরণ অনুসরণ করে চলে

উত্তরঃ খ. প্রমিত উচ্চারণ

২৩. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক)

ক. গুরুচণ্ডাল

খ. গুরুগম্ভীর

গ. আবোধ্য

ঘ. দুর্বোধ্য

উত্তরঃ খ. গুরুগম্ভীর

২৪. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট (ষোড়শ বেসরকারি শিক্ষক নিবন্ধন)

ক. চলিত ভাষা

খ. কথ্য ভাষা

গ. লেখ্য ভাষা

ঘ. সাধু ভাষা

উত্তরঃ ঘ. সাধু ভাষা

২৫. ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল (১১তম বেসরকারি শিক্ষক নিবন্ধন)

ক. সাধু রীতি

খ. চলিত রীতি

গ. কথ্য রীতি

ঘ. বনানা রীতি

উত্তরঃ খ. চলিত রীতি

২৬. চলিত ভাষার রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য (১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন)

ক. পরিবর্তনশীল

খ. আভিজাত্যের অধিকারী

গ. গুরুগম্ভীর

ঘ. অপরিবর্তনীয়

উত্তরঃ ক. পরিবর্তনশীল

২৭. ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরুপ ব্যবহৃত হয়-(বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর এরোড্রম কর্মকর্তা)

ক. চলিত ভাষারীতিতে

খ. সাধু ভাষারীতিতে

গ. সমাজ উপভাষায়

ঘ. আঞ্চলিক উপভাষায়

উত্তরঃ খ. সাধু ভাষারীতিতে

২৮. সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরুপ হয় না (৮ম বেসরকারি প্রভাষক)

ক. বিশেষ্য

খ. সর্বনাম

গ. অব্যয়

ঘ. ক্রিয়া

উত্তরঃ ক. বিশেষ্য

২৯. সাধু ও চলিত রীতিতে অভিন্নরুপে ব্যবহৃত হয়-(পঞ্চদশ বেসরকারি প্রভাষক নিবন্ধন)

ক. অব্যয়

খ. সম্বোধন

গ. সর্বনাম

ঘ. ক্রিয়া

উত্তরঃ খ. সম্বোধন

৩০. চলিত ভাষায় নিম্নের কোনটির রুপ সংক্ষিপ্ত হয় (৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন)

ক. অনুসর্গ

খ. বিশেষ্য

গ. অব্যয়

ঘ. উপসর্গ

উত্তরঃ ক. অনুসর্গ

৩১. দেশ-কাল ও পরিবেশভেদে কিসের পার্থক্য ঘটে (পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক)

ক. ধ্বনির 

খ. ভাষার

গ. অর্থের

ঘ. শব্দের

উত্তরঃ খ. ভাষার

৩২. বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে(ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহায়ক)

ক. চলিত ভাষা

খ. সাধু ভাষা

গ. উপভাষা

ঘ. মিশ্র ভাষা

উত্তরঃ গ. উপভাষা

৩৩. আঞ্চলিক ভাষার অপর নাম কি (৬ষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন)

ক. কথ্য ভাষা

খ. উপভাষা

গ. সাধু ভাষা

ঘ. চলিত ভাষা

উত্তরঃ খ. উপভাষা

৩৪. Dialect এর পরিভাষা (খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক)

ক. দোভাষা

খ. স্থানীয় ভাষা

গ. গ্রাম্য ভাষা

ঘ. ‍উপভাষা

উত্তরঃ ঘ. ‍উপভাষা

৩৫. উপভাষা(Dialect) কোনটি (সমাজসেবা অধিদপ্তরের উপজেলা সমাজসেবা অফিসার)

ক. সাহিত্যের ভাষা

খ. অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা

গ. পাঠ্যপুস্তকের ভাষা

ঘ. লেখ্য ভাষা

উত্তরঃ খ. অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা

৩৬. বাংলা ভাষায় উপভাষা কয়টি (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর উপ-সহকারী প্রকৌশলী)

ক. ৫টি

খ. ৪টি

গ. ৩টি

ঘ. ২টি

উত্তরঃ ক. ৫টি

৩৭. বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রচলিত উপভাষার নাম কি (বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. সহকারী ব্যবস্থাপক)

ক. পশ্চিমা

খ. পূর্বি

গ. বরেন্দ্রি

ঘ. রাঢ়ি

উত্তরঃ গ. বরেন্দ্রি

৩৮. মেগো আঞ্চলিক রুপের শিষ্ট পদ্যরুপ-(বাংলাদেশ রেলওয়ে সহকারী কমান্ডেন্ট)

ক. আমাদিগের

খ. মোদের

গ. আমরা

ঘ. আমাদের

উত্তরঃ খ. মোদের

ভার্সিটির ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ

১. বাংলা ভাষার মৌলিক রুপ কয়টি (রাবি ১৭-১৮)

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৬

উত্তরঃ ক. ২

২. লৈকিক ও মৌখিক ভাষায় মিলিত রুপ হচ্ছে-(জাককানইবি)

ক. সাধু

খ. চলিত

গ. আঞ্চলিক

ঘ. মিশ্র

উত্তরঃ খ. চলিত

৩. বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল(জগন্নাথ বিশ্ববিদ্যালয়)

ক. মিশ্র রীতি

খ. কথ্য রীতি

গ. চলিত রীতি

ঘ. সাধু রীতি

উত্তরঃ ঘ. সাধু রীতি

৪. প্রমিত বাংলা ভাষা বলতে বোঝায়(রাবি ১৫-১৬)

ক. আঞ্চলিক রীতির বাংলা ভাষা

খ. কথ্য রীতির বাংলা ভাষা

গ. চলিত রীতির বাংলা ভাষা

ঘ. সাধু রীতির বাংলা ভাষা

উত্তরঃ গ. চলিত রীতির বাংলা ভাষা

৫. কোন অঞ্চলের মৌখিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছে(চবি-০৯-১০)

ক. যশোর

খ. ঢাকা

গ. কলকাতা

ঘ. বিহার

উত্তরঃ গ. কলকাতা

৬. বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি (বশেমুরবিপ্রবি)

ক. আভিজাত্য

খ. পদবিন্যাস সুনির্দিষ্ট

গ. কাঠামো অপরিবর্তিত

ঘ. কৃত্রিমতা বর্জিত

উত্তরঃ ঘ. কৃত্রিমতা বর্জিত

৭. বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহার করা হয় (ঢাবি )

ক. আঞ্চলিক ভাষা

খ. চলিত ভাষা

গ. উপভাষা

ঘ. সাধু ভাষা

উত্তরঃ খ. চলিত ভাষা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This div height required for enabling the sticky sidebar
error: Content is protected !!