বাংলা লিপি । Best & 1st Class Job Note
ভারতীয় ব্যাকরণবিদগণ মনে করেন লিপি শব্দের উদ্ভব হয়েছে লেপনকার শব্দ থেকে। পাণিনির অষ্টাধ্যায়ীতে লিপি শব্দের সমার্থক শব্দ হিসেবে লেখনী, বর্ণ, অক্ষর প্রভৃতি শব্দ ব্যবহার করা হয়েছে।
প্রাচীন ভারতে দুইটি লিপি ছিলো ব্রাহ্মী লিপি এবং খরোষ্ঠী লিপি। ব্রাহ্মী লিপিমালা বাম দিক থেকে লেখা হতো কিন্ত খরোষ্ঠী লিপিমালা ডানদিক থেকে লেখা হতো। ব্রাহ্মী লিপির সমসাময়িক সময়ে ভারতের উত্তর- পশ্চিম অংশে খরোষ্ঠী লিপির প্রচলন থাকলেও পরবর্তিতে ব্রাহ্মী লিপি, খরোষ্ঠী লিপির সে স্থান অধিকার করে।
ব্রাহ্মী লিপি হচ্ছে ভারতের মৌলিক লিপি। সকল ভারতীয় লিপিই এই ব্রাহ্মী লিপি থেকে জম্মলাভ করেছে। ব্রাহ্মী লিপির কুটিল রুপ হতে বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়। শুধু বাংলা নয় সিংহলী , ব্রক্ষ্ণী, শ্যামী, যবদ্বীপী ও তিব্বতি লিপির উৎসও ব্রাহ্মী লিপি।
সম্রাট অশোক তার শাসনামলে ব্রাহ্মী লিপিতে উৎকীর্ন করান।
অষ্টম শতাব্দীতে ব্রাহ্মী লিপি থেকে পশ্চিমা লিপি, মধ্যভারতীয় লিপি ও পূর্বী লিপিি- এই তিনটি শাখার সৃষ্টি হয়। পূর্বী লিপি থেকেই বাংলা লিপির জম্ম হয়েছে। ভারতীয় লিপিমালা
ব্রাহ্মী লিপি
পূর্বী লিপি
বাংলা লিপি ও বর্ণমালা বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। বাংলা লিপি বাংলা ভাষার নিজস্ব লিপি। সেন শাসনামলে বাংলা লিপির গঠনকার্য শুরু হলেও পাঠান শাসনামলেএই বাংলা লিপি মোটামুটি স্থায়ী আকার লাভ করে। ১৮০০ খ্রিষ্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস স্থাপিত হওয়ার আগে সুদীর্ঘ সময় ধরে বাংলা লিপি হাতে লেখা হয়েছে তাই এই সময়কালে বাংলা লিপি নানা পরিবর্তনের মাধ্যমে অগ্রসর হয়েছে। কিন্তু ছাপাখানার প্রভাবে বাংলা লিপি মোটামুটি স্থায়ী রুপ লাভ করে এবং পরবর্তীকালে বাংলা লিপির আর তেমন কোন পরিবর্তন ঘটেনি।
১৭৭৮ খ্রিষ্টাব্দে চার্লস উইলকিন্স হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন। তিনি নিজেই বাংলা অক্ষরের নকশা তৈরি করেন এবং বাংলা অক্ষর খোদাই করেন। বাংলা অক্ষর খোদাই করেন কাঠমিস্ত্রি পঞ্চানন কর্মকার।
আধুনিক বাংলা লিপির জনক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
উইলিয়াম কেরী, জোশুয়া মার্শম্যানের সহযোগে ১৮০০ খ্রিষ্টাব্দে কলকাতার নিকটবর্তী শ্রীরামপুরে বাংলা মুদ্রণ যন্ত্র স্থাপন করেন। ১৮০০ খ্রিষ্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস থেকে ‘মথী রচিত মিশন সমাচার’ গ্রন্থটি মুদ্রিত হয়। এটি শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ।
১৮৪৭-৪৮ সালে রংপুরে বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রথম ছাপাখানা ‘বার্তাবহ যন্ত্র’ প্রতিষ্ঠিত হয়। এই ছাপাখানাটির নাম ছিল ‘ঢাকা প্রেস’। তবে এই ছাপাখানাটিতে বাংলা মুদ্রণের কোন ব্যবস্থা ছিল না। এখান থেকে ‘ঢাকা নিউজ’ নামে ইংরেজি সংবাদপত্র প্রকাশিত হতো। পরবর্তিতে ১৮৬০ সালে বাংলা প্রেস বা বাংলা যন্ত্র নামে ঢাকায় দ্বিতীয় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়।
বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে জানতে পড়ুন
১. বাংলা লিপির উৎস কি(১৪তম বিসিএস)
ক. সংস্কৃত লিপি
খ. চীনা লিপি
গ. আরবি লিপি
ঘ. ব্রাহ্মী লিপি
উত্তরঃ ঘ. ব্রাহ্মী লিপি
১. ‘লিপি’ শব্দের অর্থ কী (ICB ক্যাশিয়ার)
ক. ব্যাখ্যা খ. পর
গ. পড়া
ঘ. লেখা
উত্তরঃ ঘ. লেখা
২. ভারতীয় কোন লিপিমালা ডানদিক থেকে লেখা হয়(মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অধীন জুনিয়র অডিটর)
ক. হিন্দি
খ. মারাঠি
গ. গুজরাটি
ঘ. খরোষ্ঠী উত্তরঃ ঘ. খরোষ্ঠী
৩. কোন শাসনামলে বাংলা লিপি স্থায়ী রুপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়(খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক)
ক. সেন যুগ
খ. পাঠান যুগ
গ. পাল যুগ
ঘ. মোগল যুগ
উত্তরঃ খ. পাঠান যুগ ৪. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে(কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্সন এর জুনিয়র অডিটর)
ক. গৌর দাস
খ. চার্লস উইলকিন্স
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. জন ক্লার্ক মার্শম্যান
উত্তরঃ খ. চার্লস উইলকিন্স
৫. বাংলাদেশে প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়(স ও জ গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী)
ক. ঢাকায়
খ. রাজশাহীতে
গ. রংপুরে
ঘ. যশোরেে
উত্তরঃ গ. রংপুরে
১. ভারতীয় মৌলিক লিপি কোনটি(জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
ক. ব্রাহ্মী খ. কুটিল
গ. খরোষ্ঠী
ঘ. নাগরী
উত্তরঃ ক. ব্রাহ্মী
২. কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয়(জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) ক. পাঠান যুগ
খ. সেন যুগ
গ. পাল যুগ
ঘ. মোগল যুগ
উত্তরঃ খ. সেন যুগ ৩. বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন(ইসলামী বিশ্ববিদ্যালয়) ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
গ. উইলিয়াম কেরী
ঘ. চার্লস উইলিকিন্স
উত্তরঃ ঘ. চার্লস উইলিকিন্স
আধুনিক বাংলা লিপির জনক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। সেন শাসনামলে বাংলা লিপির গঠনকার্য শুরু হলেও পাঠান শাসনামলেএই বাংলা লিপি মোটামুটি স্থায়ী আকার লাভ করে।ব্রাহ্মী লিপি
বাংলা লিপির উদ্ভব
বাংলা লিপি
বাংলা লিপি মুদ্রণ
বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ
পিএসসি’র বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ
ভার্সিটির ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ
FAQ SECTION
আধুনিক বাংলা লিপির জনক কে?
বাংলা লিপির উৎস কি?
কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয়?