Hit enter after type your search item

A Complete Guide for BD Job Preparation

বিশ্বকাপ ফুটবল 2022। চাকুরীর প্রস্তুতির Best Note

/
/
452 Views

আলোচ্য বিষয় সমূহ- বিশ্বকাপ ফুটবল ২০২২ এর আয়োজক, ভেন্যু, বল, মাসকট, থিম সং, রেকর্ড, বিশ্বকাপ জয়ী দেশ, চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাস, বিশ্বকাপে লিওনেল মেসির রেকর্ড এবং বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২২ আয়োজক ও ভেন্যু 

বিশ্বকাপ ফুটবল ২০২২ বিশ্বকাপের ২২ তম আসর।

বিশ্বকাপ ফুটবল ২০২২ এর আয়োজক দেশ কাতার (মধ্যপ্রাচ্যের প্রথম আয়োজক দেশ এবং এশিয়ায় বিশ্বকাপের দ্বিতীয় আসর)

বিশ্বকাপে মোট ভেন্যু ছিল মোট আটটি  (টোটাল পাঁচটি শহরে)

বিশ্বকাপ ফুটবল ২০২২ এর বল, মাসকট এবং থিম সং

বিশ্বকাপে বল ব্যবহৃত হয়েছে- দুইটি।

প্রথম বলঃ আল রিহলা (ব্যবহৃত হয়েছে গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত) এবং 

দ্বিতীয় বলঃ অল হিলম (ব্যবহৃত হয়েছে সেমিফাইনাল ও ফাইনালে)

বিশ্বকাপের বল নির্মাতা কোম্পানি- ADDIDAS (এডিডাস)

ফিফা বিশ্বকাপ ২০২২ এর মাসকট ছিএ-লা’ইব যার অর্থ অতি দক্ষ খেলোয়াড়। 

বিশ্বকাপ ফুটবল ২০২২ এর লোগো নির্মান করে- এডিডাস

ফিফা বিশ্বকাপ ২০২২ এর থিম সং- Hayya Hayya (Better together)

এক নজরে  ফুটবল বিশ্বকাপ ২০২২

অংশ গ্রহণকারী দলঃ ৩২ টি (এর মধ্যে এশিয়ার দল ৬টি)

উদ্বোধনী ভেন্যুঃ আল বাইত স্টেডিয়াম

ফাইনাল ভেন্যুঃ লুসাইল স্টেডিয়াম 

ফাইনালে প্রতিদ্বন্দ্বী দলঃ আর্জেন্টিনা ও ফ্রান্স

চ্যাম্পিয়নঃ আর্জেন্টিনা

রানার্স আপঃ ফ্রান্স 

তৃতীয় স্থানঃ ক্রোয়েশিয়া 

চতুর্থ স্থানঃ মরক্কো

বিশ্বকাপের সর্বাধিক গোল 

১) কিলিয়ান এমবাপে (ফ্রান্স) আটটি 

২) লিওনেল মেসি (আর্জেন্টিনা) সাতটি 

হ্যাটট্রিক দুইটি গঞ্জালো রামোস (পর্তুগাল) ও  কিলিয়ান এমবাপে (ফ্রান্স) 

ফুটবল বিশ্বকাপ ২০২২ এর সেরা খেলোয়াড়

ফুটবল বিশ্বকাপ ২০২২ এর সেরা-

সেরা খেলোয়াড় গোল্ডেন বল লিওনেল মেসি (আর্জেন্টিনা) 

সর্বোচ্চ গোলদাতা গোল্ডেন বুট কিলিয়ান এমবাপে (ফ্রান্স)

সেরা গোলকিপার গোল্ডেন গ্লোব এলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)

সেরা উদীয়মান খেলোয়াড় এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)

ফেয়ার প্লে ট্রফি ইংল্যান্ড

ফুটবল বিশ্বকাপ ২০২২’এ যা কিছু প্রথম

বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি কাতার বিশ্বকাপে ৬ জন নারী রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে তিনজন নারী ছিল মূল রেফারি এবং বাকি তিনজন ছিল সহকারী রেফারি।

১লা ডিসেম্বর ২০২২ জার্মানি কোস্টারিকা ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলে নারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেনফ্রান্সের এস্তেফানি ফ্রাপার্ত ।

প্রথম আফ্রিকান দেশ হিসেবে মরক্কো  বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল খেলার ইতিহাস গড়ে।

বিশ্বকাপ জয়ী দেশ

১৯৩০ থেকে ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত ২২ টি বিশ্বকাপে মোট আটটি দেশ চ্যাম্পিয়ন হয়। তার মধ্যে-

ব্রাজিল চ্যাম্পিয়ন হয় পাঁচবার

জার্মানি ও ইতালি চ্যাম্পিয়ন হয় চারবার করে 

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় তিন বার 

উরুগুয়ে ও ফ্রান্স চ্যাম্পিয়ন হয় দুবার করে

এবং ইংল্যান্ড ও স্পেন চ্যাম্পিয়ন হয় একবার করে

চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাস

চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবলের রেকর্ড

ডাক নামঃ লা আলবিসেলেস্তে।

এযাবৎ বাছাই পর্বে অংশগ্রহণ করে ১৯ বার তবে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে ১৮ বার।

সর্বোচ্চ সাফল্যঃ বিশ্বকাপ চ্যাম্পিয়ন তিনবার:(১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২)

আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি ১৩ টি

আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়ার লিওনেল মেসি ২৬ টি ম্যাচ

বিশ্বকাপে লিওনেল মেসি

বিশ্বকাপে লিওনেল মেসি

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ২৬ ম্যাচ খেলার রেকর্ড। মেসির আগে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলার রেকর্ড ছিল জার্মানির লোথার ম্যাথিউসের।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ২১ গোলে (১৩ গোল এবং ৮ এসিস্ট) সরাসরি সম্পৃক্ত থাকার রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল যৌথভাবে জার্মানির মিরোস্লাভ ক্লোসা এবং ব্রাজিলের রোনালদোর, দুজনে ১৯ টি গোলে অবদান রেখেছিল।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৩১৪ মিনিট খেলার রেকর্ড।

বিশ্বকাপের এক আসরে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে একমাত্র খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড।

প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এক আসরে ৫ বার ম্যাচ সেরা হওয়ার রেকর্ড।

প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে একাধিকবার সেরা খেলোয়াড় বা গোল্ডেন বল জেতার রেকর্ড- দুই বার (২০১৪ এবং ২০২২)।

অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ১৯ ম্যাচ খেলার রেকর্ড।

বিশ্বকাপে গোলের রেকর্ড রাখা শুরু হয় ১৯৬৬ বিশ্বকাপ থেকে এবং গোল্ডেন বলের পুরস্কার শুরু হয় ১৯৮২ বিশ্বকাপ থেকে।

বিশ্বকাপের টুকিটাকি

বিশ্বকাপ ফাইনালে এ যাবত ট্রাই বেকার হয়েছে তিনটি 

১৯৯৪ সালে ট্রাইবেকার এ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল

২০০৬ সালে ট্রাইবেকার এ চ্যাম্পিয়ন হয় ইতালি

২০২২ সালে ট্রাইবেকার এ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা

বিশ্বকাপের ফাইনালে এ যাবত হ্যাটট্রিক হয়েছে দুইটি।

১৯৬৬ সালে ইংল্যান্ডের জিও ফাস্ট এবং ২০২২ সালে ফ্রান্সের কিলিয়ান এমবাপে 

বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর আয়োজক দেশ তিনটি (বিশ্বকাপের ২৩ তম আসর / আয়োজন)। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। 

বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৪৮ টি দেশ। মোট গ্রুপ হবে ১৬ টি প্রতি গ্রুপে ৩টি করে দল মোট ৮০টি ম্যাচ ১৬টি ভেন্যুতে খেলা হবে।

১৬টি ভেন্যুর মধ্যে যুক্তরাষ্ট্রে ১১ টি ভেন্য়ু, মেক্সিকোতে তিনটি ভেন্যু এবং কানাডায় ২টি ভেন্যু।

FAQ Section

বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর আয়োজক দেশ তিনটি (বিশ্বকাপের ২৩ তম আসর / আয়োজন)। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।  বিশ্বকাপে অংশগ্রহণ করবে ৪৮ টি দেশ। মোট গ্রুপ হবে ১৬ টি প্রতি গ্রুপে ৩টি করে দল মোট ৮০ট ম্যাচ ১৬টি ভেন্যুতে খেলবে। তার মধ্যে যুক্তরাষ্ট্রের ১১ টি ভেন্য়ু, মেক্সিকোর তিনটি ভেন্যু এবং কানাডার ২টি ভেন্যু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This div height required for enabling the sticky sidebar
error: Content is protected !!