সংবিধান । চাকুরী ও ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নের আলোকে No-1 & Best Note
সংবিধান কি?
সংবিধান হল রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল বা আইন। যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে। তাই সংবিধানকে রাষ্ট্রের চালিকাশক্তি বলা হয়।
রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল বলেছেন রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতিই সংবিধান। (“Constitution is the way of life the state has chosen for itself”)
সংবিধানের প্রকারভেদ
সংবিধান সাধারণত দুই ধরনের হয়ে থাকে ।
- লিখিত সংবিধান
- অলিখিত সংবিধান
লিখিত সংবিধান
লিখিত সংবিধানের বেশির ভাগ ধারা লিখিত থাকে তাই এই সংবিধান সুস্পষ্ট ও দুষ্পরিবর্তনীয়। যেমন—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত।
অলিখিত সংবিধান
অলিখিত সংবিধানের বেশির ভাগ নিয়ম কোনো দলিলে লিপিবদ্ধ থাকে না। এ ধরনের সংবিধান দেশের প্রথা, চুক্তি ও সামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতে গড়ে ওঠে। যেমন—যুক্তরাজ্য (UK), সৌদি আরব, স্পেনের সংবিধান অলিখিত।
জেনে রাখা ভালো
বিশ্বের সবচেয়ে ছোট সংবিধানঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।
এবং বিশ্বের সবচেয়ে বড় সংবিধানঃ ভারতের সংবিধান।
চলুন একটু রিভিশন দিয়ে নেই
সংবিধান হল রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল বা আইন।
রাষ্ট্র বিজ্ঞানের জনক এরিস্টটল বলেছেন রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতিই সংবিধান। (“Constitution is the way of life the state has chosen for itself”)
যুক্তরাজ্য (UK), সৌদি আরব এবং স্পেনের লিখিত সংবিধান নেই।
বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস
কুষ্টিয়ার মেহেরপুরে মুক্তিযুদ্ধ চলাকলীন ১৯৭১ সালের ১০ এপ্রিল, ১৯৭০ সালে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ জাতীয় পরিষদের ১৬৯ জন ও প্রদেশিক পরিষদের সাধারণ আসনের ৩০০ জন সদস্য নিয়ে অর্থাৎ মোট ৪৬৯ জনকে নিয়ে গণপরিষদ গঠিত।
এই গনপরিষদ ঐ একই দিনে অর্থাৎ ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র জারি এবং রাষ্ট্রপতি শাসিত সরকার গঠন করে যা পরবর্তিতে মুজিব নগর সরকার নামে পরিচিতি পায়।
দেশ স্বাধীন হওয়ার পর মুজিবনগর সরকারের মন্ত্রিসভা ১৯৭১ সালের ২২ ডিসেম্বর দেশে ফিরে আসে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন ১৯৭২সালের ১০ জানুয়ারি।
বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় সরকার পছন্দ করতেন তাই তিনি বাংলাদেশের সংবিধান তৈরির উদ্দেশ্যে ১৯৭২সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এই আদেশ ১৯৭২সালের ১১ জানুয়ারি থেকে ১৬ ডিসেম্বর ১৯৭২ সাল পর্যন্ত অস্থায়ী সংবিধান হিসেবে কাজ করেছে।
এ আদেশের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় সরকারে পরিবর্তিত হয়। বঙ্গবন্ধু ১২ জানুয়ারি ১৯৭২ সালে দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাইদ চৌধুরী।
রাস্ট্রপতির আদেশে আবার গণপরিষদ গঠন করা হল। তবে এবার গঠিত হল ১৯৭০ সালে নির্বাচিত ৪০৩ জনকে নিয়ে৷ এই ৪০৩ জনের মধ্যে ৪০০ জন ছিলেন আওয়ামিলীগের এবং ১ জন ন্যাপের ও ২ জন নির্দলীয়৷
পরবর্তিতে রাস্ট্রপতি বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন ২৩ মার্চ ১৯৭২ সালে। এই গণপরিষদের দ্বায়িত্ব ছিল সংবিধান তৈরি করা।
বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন বসে- ১০ এপ্রিল ১৯৭২। এই গণপরিষদের সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রথম স্পীকার ছিলেন শাহ আব্দুল হামিদ।
গণপরিষদে খসড়া সংবিধান প্রনয়ন কমিটি গঠন করা হয়-১১ এপ্রিল ১৯৭২ সালে।
তৎকালীন আইনমন্ত্রী ড.কামাল হোসেন এর সভাপতিত্বে ৩৪ জন সদস্য নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
সংবিধান প্রণয়ন কমিটির
এক মাত্র নারী সদস্য বেগম রাজিয়া বানু
এবং একমাত্র বিরোধী দলের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
বাংলাদেশের সংবিধানের খসড়া বিল আকারে গণপরিষদে উত্থাপন করা হয়—১২ অক্টোবর ১৯৭২ সালে। উত্থাপন করেন ড. কামাল হোসেন।
বাংলাদেশের সংবিধানের খসড়া গণপরিষদে গৃহীত হয় – ৪ নভেম্বর ১৯৭২ সালে। (বাংলা — ১৮ কার্তিক ১৩৭৯)তাই বাংলাদেশে ৪ নভেম্বর সংবিধান দিবস হিসেব পালিত হয়।
গণপরিষদ ভেঙ্গে দেওয়া হয় — ১৫ ডিসেম্বর রাতে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় বা চালু হয়— ১৬ ডিসেম্বর ১৯৭২।
জেনে রাখা ভালোঃ
বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের
হস্তলেখক- শিল্পী আব্দুর রউফ
অঙ্গসজ্জা করেন- শিল্পাচার্য জয়নুল আবেদিন
ইংরেজি অনুবাদক- ড.কামাল হোসেন
বাংলা অনুবাদক- ড. আনিসুজ্জামান
লিখিত সংবিধানের পৃষ্ঠা ৯৩ টি ( তবে স্বাক্ষর সহ ১০৮ )
স্বাক্ষর করা হয় – ১৪ ও ১৫ ডিসেম্বর, ১৯৭২।
প্রথম স্বাক্ষর করেন – জাতিরপিতা, সৈয়দ নজরুল, তাজউদ্দীন
মোট স্বাক্ষর করেন – ৩০৯ জন। (তবে স্বাক্ষর করেননি বিরোধী দলের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত)
চলুন একটু রিভিশন দিয়ে নেই
বাংলাদেশের সংবিধান তৈরির উদ্দেশ্যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান— ১৯৭২সালের ১১ জানুয়ারি ।
বাংলাদেশের সংবিধান তৈরির উদ্দেশ্যে গণপরিষদ আদেশ জারি করেন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী— ২৩ মার্চ ১৯৭২ সালে।
গণপরিষদের সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রথম স্পীকার ছিলেন শাহ আব্দুল হামিদ।
গণপরিষদে খসড়া সংবিধান প্রনয়ন কমিটি গঠন করা হয়-১১ এপ্রিল ১৯৭২ সালে।
সংবিধান প্রণয়ন কমটির সদস্য সংখ্যা ছিল ৩৪ জন।
সংবিধান প্রণয়ন কমিটির এক মাত্র নারী সদস্য বেগম রাজিয়া বানু এবং একমাত্র বিরোধী দলের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয়— ১২ অক্টোবর ১৯৭২ সালে।
বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় – ৪ নভেম্বর ১৯৭২ সালে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় তথা প্রবর্তিত হয়— ১৬ ডিসেম্বর ১৯৭২।
বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী এবং প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশের সংবিধান
সংবিধান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন বা দলিল।
বাংলাদেশ সংবিধান দুস্পরিবর্তনীয় (যা সহজে পরিবর্তন করা যায় না)
বাংলাদেশের সংবিধানের
প্রস্তাবনা ১ টি
অনুচ্ছেদ ১৫৩ টি
মূল নীতি ৪ টি
তফসিল ৭ টি
ভাগ/অধ্যায় ১১ টি
বাংলাদেশের সংবিধান প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে এবং ৭ টি তফসিল দিয়ে শেষ হয়েছে।
প্রস্তাবনা
বাংলদেশের সংবিধানের প্রস্তাবনার উপর লেখা আছে- “বিসমিল্লাহির রহমানির রহিম”
তফসিল
বর্তমানে তফসিল সংখ্যা ৭ টি
১৯৭২ সালের সংবিধানে তফসিল সংখ্যা ছিল ৪টি। পরবর্তিতে আরো তিনটি তফসিল যুক্ত হয়।
৫ম তফসিল –জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঢাকার রেসকোর্স ময়দানে প্রদত্ত ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।
৬ষ্ঠ তফসিল –জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ২৬শে মার্চের প্রথম প্রহরে প্রদত্ত স্বাধীনতার ঘোষণা৷
৭ম তফসিল — ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার কর্তৃক জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র ৷
সংবিধানের মূলনীতি ৪ টিঃ
১) জাতীয়তাবাদ
২) সমাজতন্ত্র
৩) গণতন্ত্র
৪) ধর্মনিরপেক্ষতা
সংবিধান সংশোধনী
এ দুষ্পরিবর্তনীয় সংবিধান – ১৪২ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সংবিধান সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করা যাবে তবে অধ্যায় – ১, ২, ৩ এবং ১৫০ নং অনুচ্ছেদ ও মৌলিক কাঠামো কখনোই পরিবর্তন করা যাবে না।
বাংলাদেশের সংবিধানের কোন অংশ পরিবর্তন করতে হলে জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।
বাংলাদেশের সংবিধানের এ পর্যন্ত মোট সংশোধনী আনা হয়েছে ১৭ টি
সংবিধানের যে সংশোধনীগুলো সুপ্রীম কোর্ট কর্তৃক বাতিল ঘোষিত হয়েছে সগুলো হচ্ছে-
৫ম সংশোধনী
৭ম সংশোধনী
৮ম সংশোধনী (আংশিক বাতিল হয়েছে )
১৩তম সংশোধনী
১৬তম সংশোধনী
চলুন একটু রিভিশন দিয়ে নেই
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন- সংবিধান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ আছে- ১৫৩ টি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অধ্যায় বা ভাগ আছে- ১১ টি।
বাংলাদেশের সংবিধানের মূলনীতি- ৪ টি।
জেনে রাখা ভালোঃ
বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব- হাইকোর্ট এর
সংবিধান থেকে আসা বিভিন্ন প্রশ্ন সমূহ
১. সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে- (জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ০৪-০৫)
ক. রাষ্ট্রের সাধারণ আইন
খ. জরুরি আইন
গ. রাষ্ট্রের মৌলিক আইন
ঘ. রাষ্ট্রের বিশেষ আইন
উত্তরঃ গ. রাষ্ট্রের মৌলিক আইন
২. রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতিই সংবিধান-উক্তিটি কে করেন? (রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ০৮-০৯/জতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ০৭-০৮)
ক. প্লেটো
খ. এরিস্টটল
গ. কে, সি হোয়ার
ঘ. হবস
উত্তরঃ খ. এরিস্টটল
৩. Constitution is the way of life the state has chosen for itself উক্তিটি কার (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ০৪-০৫)
ক. Plato
খ. Aristotle
গ. S. E. Finer
ঘ. Wheare
উত্তরঃ খ. Aristotle
৪. বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? (সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ০৭)
ক. পরিবর্তন সহজ নয় বলে
খ. পরিবর্তনে দক্ষতার অভাব
গ. লিখিত আকারে লিপিবদ্ধ বলে
ঘ. নাতিদীর্ঘ বলেে
উত্তরঃ ক. পরিবর্তন সহজ নয় বলে
৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে? (২০ তম বিসিএস, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-২০১৭, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬, তুলা উন্নয়ন বোর্ড, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক)
ক. জানুয়ারি ১০, ১৯৭৩
খ. ডিসেম্বর ১৬, ১৯৭২
গ. নভেম্বর ৪, ১৯৭২
ঘ. অক্টোবর ১১, ১৯৭২
উত্তরঃ খ. ডিসেম্বর ১৬, ১৯৭২
৬. বাংলাদেশে সংবিধান সর্ব প্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? (১৪তম বিসিএস/প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১৩/ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক, থানা শিক্ষা অফিসার ৯৬/ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক)
ক. ১২ অক্টোবর, ১৯৭২ ইং
খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২ ইং
গ. ২৬ মার্চ, ১৯৭৩ ইং
ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭৩ ইং
উত্তরঃ ক. ১২ অক্টোবর, ১৯৭২ ইং
৭. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় -(১০ম বিসিএস/ পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারী ২০১১/উপজেলা/থানা নির্বাচন অফিসার২০০৮/সমাজসেবা অফিসার
অথবা
Constitution of the people’s Republic of Bangladesh was introduced on (কর্মসংস্থান ব্যাংক রিক্রটমেন্ট টেস্ট)
ক. 25 March, 1971
খ. 25 March, 1972
গ. 16 December, 1971
ঘ. 16 December, 1972
উত্তরঃ ঘ. 16 December, 1972
৮. গণপরিষদ আদেশ জারি করা হয়-(জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা (মুক্তিযুদ্ধ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীয়) ২০১৫)
ক. ২৩ মার্চ ১৯৭২
খ. ২৩ এপ্রিল ১৯৭২
গ. ২৩ মে ১৯৭২
ঘ. ২৪ জুন ১৯৭২
উত্তরঃ ক. ২৩ মার্চ ১৯৭২
৯. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যা-(ঢাকা বিশ্ববিদ্যালয়-, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রোগ্রামার, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, আমদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার, সমাজসেবা অধিদপ্তরের সমাজ কল্যাণ সংগঠক)
ক. বেগম রাজিয়া বানু
খ. বেগম মতিয়া চৌধুরী
গ. আমেনা বেগম
ঘ. এদের কেউ নন
উত্তরঃ ক. বেগম রাজিয়া বানু
১০. ১৯৭২ সালের ৪ নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধানের খসড়া গৃহীত হয় (৮ম বিজেএস(সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১৩)
ক. জাতীয় পরিষদে
খ. জাতীয় সংসদে
গ. গণপরিষদে
ঘ. জাতীয় পার্লামেন্টেে
উত্তরঃ খ. জাতীয় সংসদে
১১. Who was the first Speaker in the Constituent Assembly?
অথবা,
বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পীকার কে ছিলেন?
(জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সহকারী জজ প্রিলিমিনারি পরীক্ষা -২০০৯, উপজেলা/থানা নির্বাচন অফিসার, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা/ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ)
ক. শাহ্ আব্দুল হামিদ
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. জনাব মোহাম্মদ মোস্তাক উল্লাহ
ঘ. জনাব তাজউদ্দিন
উত্তরঃ ক. শাহ্ আব্দুল হামিদ
১২. বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারী করেন কে? (রাজশাহী বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ ০৮-০৯)
ক. শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. খন্দকার মোস্তাক
ঘ. মোহাম্মদ উল্লাহ
উত্তরঃ ক. শেখ মুজিবুর রহমান
১৩. বাংলাদেশ গণ-পরিসদের সংসদ নেতা কে ছিলেন? (গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ২০১১)
ক. জনাব তাজউদ্দিন আহমেদ
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. ক্যাপ্টেন মনসুর আলী
উত্তরঃ গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৪. বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পীকার কে ছিলেন? (রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ, নির্বাচন সচিবালয়ে সহকারী পরিচালক, শ্রম অধিদপ্তরে অফিসার)
ক. শাহ্ আব্দুল হামিদ
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. জনাব মোহাম্মদ উল্লাহ
ঘ. জনাব তাজউদ্দিন
উত্তরঃ ক. শাহ্ আব্দুল হামিদ
১৫. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কতজন ছিলেন? (স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী নিয়োগ পরীক্ষা, আমাদানি-রপ্তানি অধিদপ্তরের নির্বাহী অফিসার)
ক. ১৪ জন
খ. ২৪ জন
গ. ৩৪ জন
ঘ. ৪০
উত্তরঃ গ. ৩৪ জন
১৬. The Constitution Day of Bangladesh is-
অথবা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে?
(রাজশাহী বিশ্ববিদ্যালয়(আইন অনুষদ), উপজেলা পোস্টমাস্টার)
ক. ৭ মার্চ
খ. ২৩ অক্টোবর
গ. ১৬ ডিসেম্বর
ঘ. ৪ নভেম্বর
উত্তরঃ ঘ. ৪ নভেম্বর
১৭. When was the Constitution of Bangladesh adopted in the National Parliament of Bangladesh?
অথবা,
বাংলাদেশ সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? (মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষ, স্থানীয় সরকারের অধীনে এলজিইডিতে সহকারী প্রকৌশলী, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. ১ অক্টোবর, ১৯৭২
খ. ৪ নভেম্বর, ১৯৭২
গ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
ঘ. ২৬ মার্চ, ১৯৭৩
উত্তরঃ খ. ৪ নভেম্বর, ১৯৭২
১৮. বালাদেশের সংবিধান রচিত হয়— সনে (সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের সিনিয়র স্ট্যাফ নার্স, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক)
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৮
ঘ. ১৯৭৫
উত্তরঃ ক. ১৯৭২
১৯. বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন? (জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. জনাব মোহাম্মদ উল্লাহ
খ. শেখ মুজিবুর রহমান
গ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ঘ. বিচারপতি আসহান উদ্দীন চৌধুরী
উত্তরঃ গ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
২০. বাংলাদেশ সংবিধান প্রন্থের লিপিকার কে? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক)
ক. শিল্পী কামরুল হাসান
খ. শিল্পী আব্দুর রউফ
গ. আনোয়ারুল হক
ঘ. শফিউদ্দিন আহমেদ
উত্তরঃ খ. শিল্পী আব্দুর রউফ
২১. কোন দেশটির লিখিত সংবিধান নেই?(আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট ২০১০)
ক. আস্ট্রেলিয়া
খ. ব্রাজিল
গ. যুক্তরাজ্য
ঘ. অষ্ট্রিয়া
উত্তরঃ গ. যুক্তরাজ্য
{ব্যাখ্যা: যুক্তরাজ্যের কোনো লিখিত সংবিধান নেই। এটা প্রথা, আচার-আচরণ ও রীতি নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। লিখিত অংশ যে নেই তা নয়, তাবে তা খুবই ছোট}
২২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌললী, দ্বাদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন পরীক্ষা, স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপরিদর্শক, বাংলাদেশ রেলওয়ে)
ক. ১৫৩টি
খ. ১৫৭টি
গ. ১৫৯টি
ঘ. ১৬৩টি
উত্তরঃ ক. ১৫৩টি
২৩. বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কয়টি আর্টিকেল আছে? (রাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট)
ক. ১০টি
খ. ১৮টি
গ. ২২টি
ঘ. ১৫টি
উত্তরঃ গ. ২২টি
২৪. বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিলে কয়টি পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তির শপথগ্রহণ বা ঘোষণাপত্র পাঠের বিষয় উল্লেখ আছে? (৮ম বিজেএস(সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা ২০১৩)
ক. ৭
খ. ৮
গ. ৯
ঘ. ১০
উত্তরঃ গ. ৯
২৫. Which is the supreme law of Bangladesh?
অথবা,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? (ডাক বিভাগের পোস্টাল অপারেটর, প্রথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা)
ক. মৃত্যুদন্ড
খ. সংবিধান
গ. সংসদ
ঘ. ফৌজদারী আইন
উত্তরঃ খ. সংবিধান
২৬. বাংলাদেশের সংবিধানে কটি ভাগ বা অধ্যায় আছে? (ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, উপজেলা ও থানা শিক্ষা অফিসার, মাধ্যমিক বিদ্যালয়য়ের সহকারী প্রধান শিক্ষক)
ক. ১০টি
খ. ১৫টি
গ. ১১টি
ঘ. ১৮টি
উত্তরঃ গ. ১১টি
২৭. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হবেন? (২৬ তম বিসিএস)
ক. ৬ (১)
খ. ৬ (২)
গ. ৭
ঘ. ৮
উত্তরঃ খ. ৬ (২)
২৮. বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি (সমাজসেবা অধিদপ্তরের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা-২০১৭)
ক. বাংলা
খ. বাঙালি
গ. বাংলাদেশের বাঙালি
ঘ. বাংলাদেশী
উত্তরঃ ঘ. বাংলাদেশী
২৯. বাংলাদেশ কোন ধরনের সরকার? (সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামার গবেষণা কর্মকর্তা ২০১৫)
ক. সংসদীয় গণতন্ত্র
খ. রাষ্প্রপতি শাসিত সরকার
গ. রাজতন্ত্র
ঘ. সমাজতন্ত্র
উত্তরঃ ক. সংসদীয় গণতন্ত্র
৩০. বাংলাদেশের সাংবিধানিক নাম হলো-(রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা/প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সাইফার অফিসার)
ক. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
খ. বাংলাদেশ
গ. বাংলাদেশ প্রজাতন্ত্র
ঘ. বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র
উত্তরঃ ক. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
৩১. বাংলাদেশ একটি-(ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. গণপ্রজাতন্ত্রী
খ. প্রজাতন্ত্রী
গ. ইসলামী প্রজাতন্ত্র
ঘ. গণতান্ত্রিক প্রজাতন্ত্র
উত্তরঃ ক. গণপ্রজাতন্ত্রী
৩২. বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ কি? (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. People Republic of Bangladesh
খ. Bangladesh People’s Republic
গ. The Republic of Bangladesh
ঘ. The People’s Republic of Bangladesh
উত্তরঃ ঘ. The People’s Republic of Bangladesh
৩৩. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে? (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
উত্তরঃ গ. তৃতীয়
৩৪. বাংলাদেশের সাংবিধানিক নাম কি? (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. দি পিপলস রিপাবলিক বাংলাদেশ
খ. দি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ
গ. পিপলস রিপাবলিক অব বাংলাদেশ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ খ. দি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ
৩৫. ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগন’ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? (সহকারী জজ)
ক. ৭
খ. ৮
গ. ২৮
ঘ. ৪৪
উত্তরঃ ক. ৭
৩৬. বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কয়টি?(প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী)
ক. ১২টি
খ. ১০টি
গ. ৫টি
ঘ. ১৫টি
উত্তরঃ ক. ১২টি
৩৭. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি? (গণপূর্ত অধিদপ্তরের কম্পিউটার অপারেটর)
ক. ধর্মীয় ঐক্য
খ. ভ্রাতৃত্ববোধ
গ. ঐক্য ও সংহতি
ঘ. শৃঙ্খলাবোধ
উত্তরঃ গ. ঐক্য ও সংহতি
৩৮. ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি (বরিশাল বিশ্ববিদ্যালয়)
ক. ১০টি
খ. ৫টি
গ. ৪টি
ঘ. ৩টি
উত্তরঃ গ. ৪টি
৩৯. সংবিধানের ৫ম সংশোধনী হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয়-(স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক)
ক. ২৯ আগস্ট ২০০৫
খ. ২৯ সেপ্টেম্বর ২০০৫
গ. ২৯ অক্টোবর ২০০৫
ঘ. ২৯ নভেম্বর ২০০৫
উত্তরঃ ক. ২৯ আগস্ট ২০০৫
৪০. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান আছে? (৮ম বিজেএস(সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা)
ক. ১১
খ. ১০
গ. ৯
ঘ. ৮
উত্তরঃ ক. ১১
৪১. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? (দ্বাদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন পরীক্ষা, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়)
ক. ১১টি
খ. ৬টি
গ. ৫টি
ঘ. ৪টি
উত্তরঃ ঘ. ৪টি
৪২. বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে?(স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী নিয়োগ পরীক্ষা, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তরের ফিল্ড ইনভেস্টিগেটর এবং রির্সাচ অ্যাসিস্টেন্ট)
ক. ১৮ নং ধারা
খ. ১৫ নং ধারা
গ. ১৬ নং ধারা
ঘ. ১৭ নং ধারা
উত্তরঃ ঘ. ১৭ নং ধারা
৪৩. মানুষের মৌলিক চাহিদা কয়টি?(রাজশাহী বিশ্ববিদ্যালয়, নাট্যকলা ও সঙ্গীত বিভাগ)
ক. ৫টি
খ. ৪টি
গ. ৩টি
ঘ. ৭টি
উত্তরঃ ক. ৫টি
৪৪. বাংলাদেশের র্সবিধানের ২১ (২) ধারায় বলা হয়েছে “সকল সময়ে…….চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য”। শূন্যস্থানটি পূরণ কর। (১৮তম বিসিএস/মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে গবেষণা কর্মকর্তা)
ক. জনগণের সেবা করিবার
খ. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
গ. সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করা
ঘ. সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করা
উত্তরঃ ক. জনগণের সেবা করিবার
৪৫. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগর পৃথকীকরণের কথা বলা হয়েছে?(ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. ৩৭
খ. ১৫
গ. ২২
ঘ. ১১
উত্তরঃ গ. ২২
৪৬. সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? (২৪তম বিসিএস/সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌললী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা/জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সহকারী পরিচালক)
ক. ২৭
খ. ২৮
গ. ৩০
ঘ. ৪৭
উত্তরঃ ক. ২৭
৪৭. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাব করিববে’ বলা আছে? (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রর, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক)
ক. ১০ অনুচ্ছেদে
খ ২১ (২) অনুচ্ছেদে
গ. ২৮ (২) অনুচ্ছেদে
ঘ. ২৭ অনুচ্ছেদেে
উত্তরঃ গ. ২৮ (২) অনুচ্ছেদে
৪৮. Which of the following remains suspended when the emergency provision are declared in Bangladesh? (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
ক. All government recruitment
খ. Fundamental principles of State policies
গ. Fundamental rights of the citizens
ঘ. All cultural activities the citizens
উত্তরঃ গ. Fundamental rights of the citizens
৪৯. যুদ্ধাপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো-(জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গণমাধ্যম, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়)
ক. ৪৭
খ. ২৫
গ. ৩১
ঘ. ৭০
উত্তরঃ ক. ৪৭
৫০. বাংলাদেশ সংবিধানের কত ধারায় মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে বলা আছে? (টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক)
ক. ৩৯ ধারায়
খ. ৪৩ ধারায়
গ. ৪৪ ধারায়
ঘ. ৪৫ ধারায়
উত্তরঃ গ. ৪৪ ধারায়
৫১. মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের কোন ধারায় মামলার ক্ষমতা দেয়া আছে? (টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক)
ক. ধারা ৪৪ এ
খ. ধারা ৪৭ এ
গ. ধারা ১০২ এ
ঘ. ধারা ১০৩ এ
উত্তরঃ ক. ধারা ৪৪ এ
৫২. বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?(জাতীয় সংসদে সচিবালয়ে সহকারী গবেষণা অফিসার/শ্রম অধিদপ্তরের রেজিস্ট্র্যর)
ক. প্রথম ভাগে
খ. দ্বিতীয় ভাগে
গ. তৃতীয় ভাগে
ঘ. চতুর্থ ভাগে
উত্তরঃ গ. তৃতীয় ভাগে
৫৩. Fundamental rights of the citizens as provided in the Bangladesh constitution does not include/নিচের কোনটি বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার নয়?(IFIC Bank Probationary Officer)
ক. Freedom of speech(বাকস্বাধীনত)
খ. Freedom of association (সংগঠনের স্বাধীনত)
গ. Right to life and liberty (জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার)
ঘ. Right to happiness (সুখের অধিকার)
উত্তরঃ ঘ. Right to happiness (সুখের অধিকার)
৫৪. মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তার অধিকারকে কোন ধরনের অধিকার বলা হয়?(দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক)
ক. রাজনৈতিক অধিকার
খ. সামাজিক অধিকার
গ. মানবিক অধিকার
ঘ. মৌলিক অধিকার
উত্তরঃ ঘ. মৌলিক অধিকার
৫৫. মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার?(ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক রাজনৈতিক
খ. জম্মগত
গ. সামাজিক
ঘ. প্রাকৃতিক
উত্তরঃ গ. সামাজিক
৫৬. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা আছে?(২৭তম বিসিএস/দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক/পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা)
ক. ১০ নং অনুচ্ছেদে
খ. ২১ (২) নং অনুচ্ছেদে
গ. ২৭ নং অনুচ্ছেদে
ঘ. ২৮ (২) নং অনুচ্ছেদেে
উত্তরঃ ঘ. ২৮ (২) নং অনুচ্ছেদেে
৫৭. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?(২১তম বিসিএস)
ক. ২৫ (৭)
খ. ২৮ (৪)
গ. ৪০ (৩)
ঘ. ৪২
উত্তরঃ খ. ২৮ (৪)
৫৮. র্সবিধানের কোন অনুচ্ছেদে সকল নাকরিকের আইনের আশ্রয় লাভের অধিকার উল্লেখ রয়েছে?(বাংলাদেশ টেলিভিশন অডিয়েন্স রির্সাচ অফিসার)
ক. ২৭ নং অনুচ্ছেদ
খ. ৩১ নং অনুচ্ছেদ
গ. ৩২ নং অনুচ্ছেদ
ঘ. ৩৪ নং অনুচ্ছেদ
উত্তরঃ খ. ৩১ নং অনুচ্ছেদ
৫৯. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘চলাফেরায় স্বাধীনতা’ উল্লেখ রয়েছে?(মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক)
ক. ৩৬ নং অনুচ্ছেদ
খ. ৩০ নং অনুচ্ছেদ
গ. ৩৭ নং অনুচ্ছেদ
ঘ. ৩১ নং অনুচ্ছেদ
উত্তরঃ ক. ৩৬ নং অনুচ্ছেদ
৬০. চিন্তা ও বিচেবকের স্বাধীনতার বিষয়টি আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত?(উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষা/ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক.২৭
খ. ৩০
গ. ৩৯
ঘ. ৪০
উত্তরঃ গ. ৩৯
৬১. ‘বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি-ব্যবস্থা করার অধিকার থাকবে’ বলে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের……
ক. ৪২ নং অনুচ্ছেদ
খ. ২৫ নং অনুচ্ছেদ
গ. ৩০ নং অনুচ্ছেদ
ঘ. ২৭ নং অনুচ্ছেদ
উত্তরঃ ক. ৪২ নং অনুচ্ছেদ
৬২. যুদ্ধারাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো-(চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. ৪৭
খ. ২৫
গ. ৩১
ঘ. ৭০
উত্তরঃ ক. ৪৭
৬৩. বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কোন অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারে? (জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা)
ক. ৭
খ. ১১
গ. ১০২
ঘ. ৩১
উত্তরঃ গ. ১০২
৬৪. বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে ন্যূনতম বয়স কত দরকার?(১৮তম বিসিএস/পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক/ঢাকা বিশ্ববিদ্যালয়, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষনর্থী নিয়োগ পরীক্ষা)
ক. ১৮ বছর
খ. ২৫ বছর
গ. ৩০ বছর
ঘ. ৩৫ বছর
উত্তরঃ খ. ২৫ বছর
৬৫. মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কার কাছে জবাবাদিহি করেন?(জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
ক. প্রধান বিচারপতি
খ. রাষ্ট্রপতি
গ. নির্বাহী বিভাগ
ঘ. আইনসভা
উত্তরঃ ঘ. আইনসভা
৬৬. বাংলাদেশের সংবিধান অনুযায়ী টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেয়া যায় সর্বোচ্চ-(সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেবেলপমেন্ট প্রোগ্রাম থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা)
ক. ৫ %
খ. ৮ %
গ. ১০ %
ঘ. ১২ %
উত্তরঃ গ. ১০ %
৬৭. সংসদ বর্জন আইন প্রণয়ন আবশ্যক মন্তব্যটি কোন সংস্থার?(ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. গ্রামীণ ব্যাংক
খ. মানবাধিকার কমিশন
গ. দুদক
ঘ. টিআইবি
উত্তরঃ ঘ. টিআইবি
৬৮. প্রধানমন্ত্রী তার মন্ত্রীসভার সদস্যদের কত অংশ সদস্য সংসদের বাইরে থেকে নিয়োগ করতে পারেন?(দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক)
ক. এক-দমমাংশ
খ. এক-শতাংশ
গ. দুই-দশমাংশ
ঘ. কিয়দাংশ
উত্তরঃ ক. এক-দমমাংশ
৬৯. বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ‘সুপ্রিম কমান্ডার’ কে? (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন রিসার্চ অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সহকারী পরিচালক)
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. প্রতিরক্ষা মন্ত্রী
ঘ. সেনাবাহিনীর প্রধান
উত্তরঃ ক. রাষ্ট্রপতি
৭০. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন (ইমপিচমেন্ট) সম্ভব?(টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সহকারী পরিচালক)
ক. ৫১ অনুচ্ছেদ
খ. ৫২ অনুচ্ছেদ
গ. ৫৩ অনুচ্ছেদ
ঘ. ৫৪ অনুচ্ছেদ
উত্তরঃ খ. ৫২ অনুচ্ছেদ
৭১. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় ‘বাধ্যতামূলক নিষেধাজ্ঞা’ সম্পর্কে বলা হয়েছে?(টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক)
ক. ৫০ ধারায়
খ. ৫৩ ধারায়
গ. ৫৫ ধারায়
ঘ. ৫৭ ধারায়
উত্তরঃ গ. ৫৫ ধারায়
৭২. বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. জনগণের সরাসরি ভোটে
খ. জাতীয় সংসদে সদস্যদের ভোটে
গ. প্রধানমন্ত্রী কর্তৃক
ঘ. প্রধান বিচারপতি কর্তৃক
উত্তরঃ খ. জাতীয় সংসদে সদস্যদের ভোটে
৭৩. সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যদার অধিকারী কে?(ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. স্পিকার
খ. প্রধান বিচারপতি
গ. প্রধান মন্ত্রী
ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ ঘ. রাষ্ট্রপতি
৭৪. বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন করেন কে?(চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়)
ক. সুপ্রীমকোর্ট
খ. জাতীয় সংসদ
গ. প্রধানমন্ত্রী
ঘ. স্পিকার
উত্তরঃ খ. জাতীয় সংসদ
৭৫. কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন?(মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক)
ক. জনগন
খ. জাতীয় সংসদ
গ. রাষ্ট্রপতি
ঘ. মন্ত্রিসভা
উত্তরঃগ. রাষ্ট্রপতি
৭৬. প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?(২১তম বিসিএস/চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. প্রধান বিচারপতি নিয়োগ
খ. প্রধান নির্বাচন কমিমনার নিয়োগ
গ. অডিটর জেনারেল নিয়োগ
ঘ. পাবলিক সার্ভিসেস কমিশনের চেয়ারম্যান নিয়োগ
উত্তরঃ ক. প্রধান বিচারপতি নিয়োগ
৭৭. রাষ্ট্রপতি কোন ধারার বিধানমতে কারো সাথে কোন পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন?(সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক)
ক. ৪৪ ধারা
খ. ৭ (১) ধারা
গ. ৪৮ (৩) ধারা
ঘ. ৭ (২) ধারা
উত্তরঃ গ. ৪৮ (৩) ধারা
৭৮. রাষ্ট্রপতিকে কমপক্ষে কত বছর বয়সী হতে হবে?(প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী, সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী)
ক. ২৫ বছর
খ. ৩ বছর
গ. ৩৫ বছর
ঘ. ৪০ বছর
উত্তরঃ গ. ৩৫ বছর
৭৯. According to the Constitution of Bangladesh what is the minimum age to become the President?
অথবা,
বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তাঁর বয়স কমপক্ষে কত বছর হবে? (সড়ক ও জনপধ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী, খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. ২৫
খ. ৩০
গ. ৩৫
ঘ. ৪০
উত্তরঃ গ. ৩৫
৮০. বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স কমপক্ষে কত হবে?(আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ)
ক. ১৮ বছর
খ. ২৫ বছর
গ. ৩০ বছর
ঘ. ৪০ বছর
উত্তরঃ খ. ২৫ বছর
৮১. বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার পদে প্রার্থী হওয়ার জন্য প্রার্থীর বয়স ন্যূনতম কত হওয়া দরকার? (জাতীয় সংসদ সচিবালয়ের অধীনে সহকারী সচিব)
ক. পঁচিশ বছর
খ. চল্লিশ বছর
গ. ত্রিশ বছর
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক. পঁচিশ বছর
৮২. বাংলাদেশে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে নিয়োগ দান করেন-(জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
ক. রাষ্ট্রপতি
খ. জাতীয় সংসদ
গ. সুপ্রিম কোর্ট
ঘ. সরকারি দল
উত্তরঃ ক. রাষ্ট্রপতি
৮৩. বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে? (চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়)
ক. ২৭
খ. ৪৯
গ. ৫২
ঘ. ৫৮
উত্তরঃ খ. ৪৯
৮৪. কার কর্তৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই?(রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, পাবলিক সার্ভিস কমিশনে সহকারী পরিচালক)
ক. প্রধানমন্ত্রী
খ. প্রধান বিচারপতি
গ. রাষ্ট্রপতি
ঘ. সেনাপ্রধান
উত্তরঃ ক. প্রধানমন্ত্রী
৮৫. বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিযু্ক্তি দেন?(যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক)
ক. ২৫ (১) ধারা
খ. ৫০ ধারা
গ. ৫০ (১) ধারা
ঘ. ৫৬ (২) ধারা
উত্তরঃ ঘ. ৫৬ (২) ধারা
৮৬. বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কাদের কাছে দায়ী?(পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা)
ক. রাষ্ট্রপতির কাছে
খ. জনগণের কাছে
গ. জাতিসংঘের কাছে
ঘ. জাতীয় সংসদের কাছে
উত্তরঃ ঘ. জাতীয় সংসদের কাছে
৮৭. অনুসৃত নীতি ও কার্যাবলীর জন্য বাংলাদেশের কেবিনেট দায়ী থাকবে?(পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ে সহকারী সচিব)
ক জনগণের কাছৈ
খ. রাষ্ট্রপতির কাছে
গ. জাতীয় সংসদের কাছে
ঘ. প্রধানমন্ত্রীর কাছে
উত্তরঃ গ. জাতীয় সংসদের কাছে
৮৮. বাংলাদেশের বর্তমান সরকার প্রধান কে?(গণপূর্ত অধিদপ্তরের কম্পিউটার অপারেটর, সমাজসেবা অধিদপ্তরে ইনস্ট্রক্টর)
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. স্পিকার
ঘ. প্রধান বিচারপতি
উত্তরঃ খ. প্রধানমন্ত্রী
৮৯. সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজনকে Technocrat মন্ত্রী নিয়োগ করা যায়? (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক তিন-দশমাংশ
খ. দুই-দশমাংশ
গ. পাঁচ-দশমাংশ
ঘ. এক দশমাংশ
উত্তরঃ ঘ. এক দশমাংশ
৯০. বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন?(ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. সামরিক বাহিনী প্রধান
ঘ. জাতীয় সংসদ
উত্তরঃ ঘ. জাতীয় সংসদ
৯১. Who is the Supreme commander Defennce in Bangladesh?
অথবা,
বাংলাদেশে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন-(রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, পাবলিক এডমিনিস্ট্রেশন, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী, বরিশাল বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়)
ক. Chief of Army Stuff
খ. President
গ. Prime Minister
ঘ. Chief Advisor
উত্তরঃ খ. President
৯২. বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে কি বলা হয়?(বরিশাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. ন্যায়পাল
খ. অ্যাটর্নি জেনারেল
গ. প্রধান বিচিারপতি
ঘ. রেক্টর
উত্তরঃ খ. অ্যাটর্নি জেনারেল
৯৩. সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ১০ সদস্যের বেশি হবে না? (আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ)
ক. ৫৮ (ক)
খ. ৫৮ (খ)
গ. ৫৮ (গ)
ঘ. ৫৮ (ঘ)
উত্তরঃ গ. ৫৮ (গ)
৯৪. গণপ্রতিনিধিত্ব আদেশ(সংশোধন) অধ্যাদেশ, ২০০৮ করে জারি করা হয়?(সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী)
ক ৯ আগস্ট ২০০৮
খ. ১৯ আগস্ট ২০০৮
গ. ১৯ জুন ২০০৮
ঘ. ২৯ জুন ২০০৮
উত্তরঃ খ. ১৯ আগস্ট ২০০৮
৯৫. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীয় মাধ্যমে করা হয়েছে?(৩৬তম বিসিএস)
ক. ১২ তম
খ. ১৩ তম
গ. ১৪ তম
ঘ. ১৫ তম
উত্তরঃ ঘ. ১৫ তম
৯৬. বাংলাদেশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি? (২০তম বিসিএস, ১৫ তম বিসিএস, থানা নির্বাচন অফিসার)
ক. ২৫
খ. ৩০
গ. ৪৫
ঘ. ৫০
উত্তরঃ ঘ. ৫০
৯৭. বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?(২৫তম বিসিএস, ২১তম বিসিএস, বরিশাল বিশ্ববিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক)
ক. ৫৭ জন
খ. ৬০ জন
গ. ৬২ জন
ঘ. ৬৫ জন
উত্তরঃ খ. ৬০ জন
৯৮. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন কে? (বাতিলকৃত ২৪তম বিসিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মহিলাবিষক কর্মকর্তা)
ক. রাষ্ট্রপতি
খ. স্পিকার
গ. চীফ হুইপ
ঘ. প্রধানমন্ত্রী
উত্তরঃ ক. রাষ্ট্রপতি
৯৯. যুদ্ধ অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়-(সাধারণ পুলোর আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা)
ক. ৫ মার্চ ২০১০
খ. ১০ জুন, ২০১০
গ. ১৫ জুলাই, ২০১০
ঘ. ১ জানুয়ারী, ২০১১
উত্তরঃ……………..
১০০. রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত নিচে কোন বিল সংসদে উত্থাপন করা যায় না?(৮ম বিজেএস, প্রাথমিক পরীক্ষা)
ক. আইন প্রণয়ন বিল
খ. বেসরকারি বিল
গ. অর্থ বিল
ঘ. উপরের কোনোটিই নয়
উত্তরঃ গ. অর্থ বিল
১০১. বাংলাদেশের নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ স্বাধীন হয়-(টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক)
ক. ১ অক্টোবর ২০০৭
খ. ১ নভেম্বর ২০০৭
গ. ২০ অক্টোবর ২০০৭
ঘ. ২০ নভেম্বর ২০০৭
উত্তরঃ খ. ১ নভেম্বর ২০০৭
১০২. বাংলাদশে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে কবে পৃথক করা হবে?(ডাক অধিদপ্তরের উপজেলা পোস্ট মাস্টার)
ক. ১ নভেম্বর ০৭
খ. ১১ নভেম্বর ০৭
গ. ৮ নভেম্বর ০৮
ঘ. ১১ নভেম্বর ০৮
উত্তরঃ ক. ১ নভেম্বর ০৭
১০৩. বাংলাদেশের সংবিধানে যে এক কক্ষবিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়েছে, তার নাম কি? (জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. দুর্নীতি দমন কমিশন
খ. জাতীয় সংসদ
গ. নির্বাচন কমিশন
ঘ. সুপ্রীম কোর্ট
উত্তরঃ খ. জাতীয় সংসদ
১০৪. বাংলাদেশে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন প্রণয়ন করে থাকে? (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষঅ, পূবালী ব্যাংক জুনিয়র অফিসার)
ক. প্রধানমন্ত্রী
খ. জাতীয় সংসদ
গ. বিচার বিভাগ
ঘ. প্রশাসন বিভাগ
উত্তরঃ খ. জাতীয় সংসদ
১০৫. দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ কে? (ঢাকা বিশ্ববিদ্যালয়)
ক আইন বিভাগ
খ. শাসন বিভাগ
গ. বিচার বিভাগ
ঘ. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
উত্তরঃ ক আইন বিভাগ
১০৬. ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম-(চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. National Parliament
খ. National Assembly
গ. House of the Nation
ঘ. House of the People
উত্তরঃ গ. House of the Nation
১০৭. বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজী নাম-(ঢাকা বিশ্ববিদ্যালয়)
ক. পার্লামেন্ট
খ. এ্যাসেম্বলি
গ. ন্যামনাল এ্যাসেম্বলি
ঘ. হাউজ অব দ্য নেশন
উত্তরঃ ঘ. হাউজ অব দ্য নেশন
১০৮. In a parliament, there will always be/সংসদে সবসময় থাকবে-(বাংলাদেশে ব্যাংক এর সহকারী পরিচালক)
ক. The President (রাষ্ট্রপতি)
খ. The Prime Minister (প্রধানমন্ত্রী)
গ. The MPs (সংসদ সদস্যগণ)
ঘ. The leader of the opposition (…)
উত্তরঃ গ. The MPs (সংসদ সদস্যগণ)
১০৯. সাংসদদের প্রধান কাজ কি? (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ভূগোল ও পরিবেশবিদ্যা)
ক. যুতসই আইন প্রণয়ন
খ. আইনের ব্যাখ্যা দান
গ. আইনসমূহের প্রয়োগ
ঘ. বিচারিক কার্য সম্পাদন
উত্তরঃ ক. যুতসই আইন প্রণয়ন
১১০. কোনো ব্যক্তির জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স-(কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. ২৫ বছর
খ. ১৮ বছর
গ. ৩০ বছর
ঘ. ২০ বছর
উত্তরঃ ক. ২৫ বছর
১১১. একজন সংসদ সদস্য স্পিকারের অনুমিত ছাড়া কত দিন সংসদের বাইরে থাকতে পারবে?(বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সহকারী সুপারিটেডেন্ট অব সার্ভে)
ক. ৩০ দিন
খ. ৪৫ দিন
গ. ৬০ দিন
ঘ. ৯০ দিন
উত্তরঃ ঘ. ৯০ দিন
১১২. বাংলাদেশে একজন সংসদ সদস্য কত বছরের জন্য নির্বাচিত হন? (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. ৪ বছর
খ. ৫ বছর
গ. ৬ বছর
ঘ. ৭ বছর
উত্তরঃ খ. ৫ বছর
১১৩. সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে কতদিনের বেশি বিরতি থাকবে না? (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের থানা প্রকৌশলী, সিভিল ইঞ্জিনিয়ারিং, থানা শিক্ষা অফিসার)
ক. ৩০ দিন
খ. ৪০ দিন
গ. ৫০ দিন
ঘ. ৬০ দিন
উত্তরঃ ঘ. ৬০ দিন
১১৪. সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কত দিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, নির্বাচন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও পার্সোনাল অফিসার)
ক. ৯০
খ. ৮০
গ. ৭০
ঘ. ৬০
উত্তরঃ ঘ. ৬০
১১৫. বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি কে? (সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্তকর্তা)
ক. সংসদ বিষয়ক সচিব
খ. মাননীয় প্রধানমন্ত্রী
গ. মাননীয় স্পিকার
ঘ. মহামান্য রাষ্ট্রপতি
উত্তরঃ গ. মাননীয় স্পিকার
১১৬. সংসদে ‘casting vote’ কি? (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. সংসদের নেত্রীর ভোট
খ. হুইপের ভোট
গ. স্পিকারের ভোট
ঘ. রাষ্ট্রপতির ভোট
উত্তরঃ গ. স্পিকারের ভোট
১১৭. সংবিধানের কত অনুচ্ছেদ ‘ন্যায়পাল’ নিয়োগের বিধান আছে? (আমদানি-রপ্তানি নির্বাহী অফিসার, জাতীয় সংসদ সচিবালয়ে সহকারী গবেষণা অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা)
ক. ৪১ নং অনুচ্ছেদে
খ. ৫১ নং অনুচ্ছেদে
গ. ৬৬ নং অনুচ্ছেদে
ঘ. ৭৭ নং অনুচ্ছেদে
উত্তরঃ ঘ. ৭৭ নং অনুচ্ছেদে
১১৮. কার সম্মতি ছাড়া কোন বিল পাস করা যাবেনা? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক)
ক. প্রধানমন্ত্রীর
খ. স্পিকারের
গ. সচিবের
ঘ. রাষ্ট্রপতির
উত্তরঃ ঘ. রাষ্ট্রপতির
১১৯. অর্থ বিল সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিক্যালে উল্লেখ আছে?(পিি. এস. সি কর্তৃক নির্ধারিত ১২ টি পদ)
ক. ৮০ (১)
খ. ৮১ (১)
গ. ৮২
ঘ. ৮৪ (১)
উত্তরঃ খ. ৮১ (১)
১২০. ‘‘Ordinace’’ এর বংলা কোনটি? (চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. যুদ্ধাস্ত্র
খ. প্রচলিত ধারা
গ. অধ্যাদেশ
ঘ. সাদাসিধা
উত্তরঃ গ. অধ্যাদেশ
১২১. রাষ্ট্রাপতির জারীকৃত আইনকে কি বলে?(নন-ক্যাডার বাছাই পরীক্ষা)
উত্তরঃ গ. অধ্যাদেশ
১২২. Who has the authority to issue an ordinance is Bangladesh? (রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. Prime Minister
খ. President
গ. Chief adviser
ঘ. Council of advisors
উত্তরঃ খ. President
১২৩. সংবিধানের কোন অনুচ্ছেদবলে রাষ্ট্রপতি বিচার ট্রাইবুন্যাল অধ্যাদেশ-২০০২ করা হয়েছে?(৫ম বিজেএস, প্রাথমিক পরীক্ষা)
ক. ৪৮
খ. ৬৫
গ. ৯৩
ঘ. ১৪১
উত্তরঃ গ. ৯৩
১২৪. সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ-২০০২ করা হয়েছে?(শ্রম পরিদপ্তরের মেডিক্যাল অফিসার)
ক. ৫৫ (৬)
খ. ৯৩ (১)
গ.৯৩ (২ ক)
ঘ. ৫৬ (৩)
উত্তরঃ খ. ৯৩ (১)
১২৫. জাতীয় সংসদে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিল পাস হয় কবে? (শ্রম পরিদপ্তরের মেডিক্যাল অফিসার)
ক. জুলাই , ২০০২
খ. নভেম্বর, ২০০২
গ. ডিসেম্বর, ২০০২
ঘ. জানুয়ারি, ২০০৩
উত্তরঃ গ. ডিসেম্বর, ২০০২
১২৬. বাংলাদেশের জাতীয় সংসদে উত্থাপিত সরকারি বিল বলতে বুঝায়-(চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. কেবলমাত্র মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিল
খ. সরকার দলীয় সংসদ সদস্যগণ কর্তৃক উত্থাপিত বিল
গ. ক ও খ উভয়টি সঠিক
ঘ. সংসদ সদস্যগণ কর্তৃক কেবলমাত্র বৃহস্পতিবারের উত্থাপিত বিল
উত্তরঃ ক. কেবলমাত্র মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিল
১২৭. বেসরকারী বিল কাকে বলে?(২৬তম বিসিএস)
ক. স্পিকর যে বিলকে বেসরকারি বিল বলে ঘোষণা দেন
খ. সংসদ সদস্যদের উত্থাপিত বিল
গ. বিরোধী দলের সদস্যদের উত্থাপিত বিল
ঘ. রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত কোন বিল
উত্তরঃ খ. সংসদ সদস্যদের উত্থাপিত বিল
১২৮. জাতীয় সংসদের কত ভোটে সাধারণ আইন পাস হয়?(কারিগরি শিক্ষক ০৫ঃ)
ক. ৫০%+১
খ. ৫৫%+১
গ. ৬০%+১
ঘ. ৭০%+১
উত্তরঃ ক. ৫০%+১
১২৯. বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?(৩৫তম বিসিএস)
ক. ১১০
খ. ১১৫
গ. ১১৭
ঘ. ১২০
উত্তরঃ গ. ১১৭
১৩০. বাংলাদেশের সংবিধান নগারিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে?(ইসলামী বিশ্ববিদ্যালয়)
ক. হাইকোর্ট
খ. সুপ্রিম কোর্ট
গ. জজ কোর্ট
ঘ. আপিল বিভাগ
উত্তরঃ ক. হাইকোর্ট
১৩১. জনস্বার্থ রিট মামলার আবেদন কোথায় করা হয়? (ইসলামী বিশ্ববিদ্যালয়)
ক. হাইকোর্ট বিভাগে
খ. আপীল বিভাগে
গ. মানবাধিকার কমিশনে
ঘ. আইন মন্ত্রণালয়ে
উত্তরঃ ক. হাইকোর্ট বিভাগে
১৩২. ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ হলো(ইসলামী বিশ্ববিদ্যালয়)
ক. আইন বিভাগ
খ. বিচার বিভাগ
গ. শাসন বিভাগ
ঘ. গণতন্ত্র
উত্তরঃ খ. বিচার বিভাগ
১৩৩. বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে?(বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক)
ক. মহামান্য রাষ্ট্রপতি
খ. জাতীয় সংসদ
গ. সুপ্রিম কোর্ট
ঘ. হাইকোর্ট
উত্তরঃ গ. সুপ্রিম কোর্ট
১৩৪. সংবিধানের ৯৪(২) ধারা মোতাবেক বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সংখ্যা কত?(প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রোগ্রামার)
ক. ৫ জন
খ. ৭ জন
গ. ৯ জন
ঘ. ১১ জন
উত্তরঃ ঘ. ১১ জন
১৩৫. সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত কোন দন্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে অধিকারবলে আপিল করা যাবে?(৮ম বিজেএস, প্রাথমিক পরীক্ষা)
ক. যাবজ্জীবন কারাদন্ড
খ. ১৪ বছর কারাদন্ড
গ. ১০ বছর কারাদন্ড
ঘ. উপরের কোনোটিই নয়
উত্তরঃ খ. ১৪ বছর কারাদন্ড
১৩৬. বাংলাদেশের সংবিধানের কত ধারায় আইনের সংজ্ঞা দেয় হয়েছে?(টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক)
ক. ১০৭ ধারায়
খ. ৮২ ধারায়
গ. ১৫২ ধারায়
ঘ. ১৫৩ ধারায়
উত্তরঃ ক. ১০৭ ধারায়
১৩৭. সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে সদস্য কতজন?(টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক)
ক. চারজন
খ. সাতজন
গ. নয়জন
ঘ. ছয়জন
উত্তরঃ{ ………সঠিক উত্তর ৩ জন}
১৩৮. সংবিধানের কোন অনুচ্ছেদে রীট আবেদন করা যায়?(পরিবার পরিকল্পনা অধিদপ্তর হিসাব রক্ষক/গুডাম রক্ষক)
ক. ১০১
খ. ১০০
গ. ১০২
ঘ. ১০৫
উত্তরঃ গ. ১০২
১৩৯. কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত?(চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা,ইসলামী বিশ্ববিদ্যালয়)
ক. হাইকোর্ট
খ. সুপ্রিমকোর্ট
গ. জর্জকোর্ট
ঘ. আপিল কোর্ট
উত্তরঃ খ. সুপ্রিমকোর্ট
১৪০. বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন বা বিভাগ কয়টি?
অথবা, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিভাগ কয়টি?(আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ, ঢাকা বিশ্ববিদ্যলয় ভর্তি পরীক্ষা)
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ ক. ২টি
১৪১. বাংলাদেশের সুপ্রীম কোর্ট…..নিয়ে গঠিত? (চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. সুপ্রীম কোর্ট ও হাইকোর্ট
খ. হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ
গ. হাইকোর্ট ও জর্জকোট
ঘ. সুপ্রীম কোর্ট ও হাইকোর্ট বিভাগ
উত্তরঃ খ. হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ
১৪২. The Constitution of the People’s Republic of Bangladesh clearly defined different segments of the supreme court. According to the constitution they are called-/গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে সুপ্রীম কোর্টের বিভিন্ন অংশ সুন্দরভাবে বর্ণিত আছে। সংবিধান অনুসারে ভাগগুলো হলো-(বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক)
ক. High Court and Supreme Court
খ. B. High Court and Appellate Court
গ. High Court Division and Appellate Division
ঘ. Appellate Division and Supreme Judicial Council
উত্তরঃ গ. High Court Division and Appellate Division
১৪৩. বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ দান করেন?(প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. প্রধানমন্ত্রী
খ. প্রেসিডেন্ট
গ. স্পিকার
ঘ. আইনমন্ত্রী
উত্তরঃ খ. প্রেসিডেন্ট
১৪৪. সুপ্রীম কোর্টের বিচারপতি সর্বোচ্চ বয়স কত?(উপজেলা/থানা নির্বাচন অফিসার, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হাইকোর্টের রেজিস্ট্রার)
ক. ৫০
খ. ৬২
গ. ৬৫
ঘ. ৬৭
উত্তরঃ ঘ. ৬৭
১৪৫. বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতিদের নিয়োগ দান দেন কে?(চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক প্রধানমন্ত্রী
খ. আইনমন্ত্রী
গ. স্পিকার
ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ ঘ. রাষ্ট্রপতি
১৪৬. বাংলাদেশে বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা কত?(স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা)
ক. ৫৭ বছর
খ. ৬০ বছর
গ. ৬২ বছর
ঘ. ৬৭ বছর
উত্তরঃ ঘ. ৬৭ বছর
১৪৭. কোন এ্যাডভোকেটকে সুপ্রীম কোর্টের জজ হিসেবে নিযুক্ত করতে হলে সুপ্রীম কোর্টের ন্যূনতম কত বৎসরের এ্যাডভোকেট পেশার অভিজ্ঞতা সাঞ্ছনীয়?(হাইকোর্টের রেজিস্ট্রার)
ক. ৮ বৎসর
খ. ১০ বৎসর
গ. ১২ বৎসর
ঘ. ১৫ বৎসর
উত্তরঃ খ. ১০ বৎসর
১৪৯. ‘কোর্ট অব রেকর্ড’ বলা হয় কোন আদালতকে?(রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. সুপ্রিম কোর্ট
খ. ম্যাজিস্ট্রেট কোর্ট
গ. জজ কোর্ট
ঘ. হাইকোর্ট
উত্তরঃ ক. সুপ্রিম কোর্ট
১৫০. বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে?(শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষ, শ্রম অধিদপ্তরের শ্রম অফিসার)
ক. গণপরিষদ
খ. সুপ্রীম কোর্ট
গ. আইন মন্ত্রণালয়
ঘ. জাতীয় সংসদ
উত্তরঃ খ. সুপ্রীম কোর্ট
১৫১. কোন পদটি সাংবিধানিক পদ নয়?(৫ম বিজেএস(সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা)
ক. প্রধান নির্বাচন কমিশনার
খ. চেয়ারম্যান, সহকারী কর্ম কমিশন
গ. চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন
ঘ. মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
উত্তরঃ গ. চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন
১৫২. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?(২৫তম বিসিএস/প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা)
ক. ৪ বৎসর
খ. ৫ বৎসর
গ. ৩ বৎসর
ঘ. ৭ বৎসর
উত্তরঃ খ. ৫ বৎসর
১৫৩. বাংলাদেশের কোন ব্যাক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?(২০তম বিসিএস/১৯তম বিসিএস/জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা, পাবলিক সার্ভিস কমিশনে সহকারী পরিচালক)
ক. ১৬ বৎসর
খ. ১৮ বৎসর
গ. ২০ বৎসর
ঘ. ২১ বৎসর
উত্তরঃ খ. ১৮ বৎসর
১৫৪. সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?(সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের সমাজ কল্যাণ সংগঠক)
ক. ১১০ নং অনুচ্ছেদে
খ. ১১৫ নং অনুচ্ছেদে
গ. ১১৮ নং অনুচ্ছেদে
ঘ. ১২৫ নং অনুচ্ছেদে
উত্তরঃ গ. ১১৮ নং অনুচ্ছেদে
১৫৫. প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ করেন?(রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক)
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. পররাষ্ট্রমন্ত্রী
ঘ. প্রধান বিচারপতি
উত্তরঃ ক. রাষ্ট্রপতি
১৫৬. নির্বাচন কমিশনারদের মেয়াকাল-(ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা)
ক. ৩ বছর
খ. ৫ বছর
গ. ৪ বছর
ঘ. ২ বছর
উত্তরঃ খ. ৫ বছর
১৫৭. সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে?(বাংলাদেশ টেলিভিশন ও বিজ্ঞাপন অধিকারিক)
ক. ১২৪ নং অনুচ্ছেদে
খ. ১১৯ নং অনুচ্ছেদে
গ. ১২১ নং অনুচ্ছেদে
ঘ. ১১৮ নং অনুচ্ছেদে
উত্তরঃ গ. ১২১ নং অনুচ্ছেদে
১৫৮. কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী কত দিনের মধ্যে বাংলাদেশে সংসদ নির্বচান অনুষ্ঠিত হবে?(সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের উপজেলা সমাজসেবা অফিসার)
ক. ৩০ দিন
খ. ৬০ দিন
গ. ৯০ দিন
ঘ. ১৮০ দিন
উত্তরঃ গ. ৯০ দিন
১৫৯. বাংলাদেশ মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে?(আনসার ও ভিডিপি অধিদপ্তরে সার্কেল অ্যাডজুটেন্ট)
ক. প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. অর্থমন্ত্রী
ঘ. ন্যায়পাল
উত্তরঃ খ. রাষ্ট্রপতি
১৬০. বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা?(৩৭তম বিসিএস)
ক. ২৬
খ. ২৭
গ. ২৮
ঘ. ৩১
উত্তরঃ গ. ২৮
১৬২. সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে?(৩৭তম বিসিএস)
ক. ১৩০
খ. ১৩১
গ. ১৩৭
ঘ. ১৪০
উত্তরঃ গ. ১৩৭
১৬৩. বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?(২৩তম বিসিএস/২১তম বিসিএস/প্রাথমিক বিধ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
ক. ২৮টি
খ. ২৯টি
গ. ৩০টি
ঘ. ৪৫টি
উত্তরঃ ক. ২৮টি
১৬৪. বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? (২২তম বিসেএস, আনসার ও ডিভিডি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট, শ্রম পরিদপ্তরের মেডিক্যাল অফিসার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. ১৩৬
খ. ১৩৭
গ. ১৩৮
ঘ. ১৪০ (২)
উত্তরঃ খ. ১৩৭
১৬৫. What is “Public Service Commission’’ in Bangla?(জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
ক. সরকারী কর্মকমিশন
খ. জনসেবা কমিশন
গ. সরকারী চাকুরি কমিশন
ঘ. জনকল্যাণ কমিশন
উত্তরঃ ক. সরকারী কর্মকমিশন
১৬৬. বাংলাদেশ সরকারী কর্মকমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে? (পাবলিক সার্ভিস কমিশনে সহকারী পরিচালক)
ক. নবম ভাগে
খ. দ্বিতীয় ভাগে
গ. পঞ্চম ভাগে
ঘ. অষ্টম ভাগে
উত্তরঃ ক. নবম ভাগে
১৬৭. বাংলাদেশ সংবিধানের ১৩৭ নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা কোনটি? (খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প ব্যস্তবায়, নির্বাচন কমিশন সচিবালয়ে সহকারী পরিচালক)
ক. নির্বাচন কমিশন
খ. আণবিক শক্তি কমিশন
গ. পরিকল্পনা কমিশন
ঘ. বাংলাদেশে সরকারী কর্মকমিশন
উত্তরঃ ঘ. বাংলাদেশে সরকারী কর্মকমিশন
১৬৮. বাংলাদেশের সরকারী কর্ম কমিশন কোন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট?(ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. আইন
খ. প্রতিরক্ষা
গ. সংস্থাপন
ঘ. স্বরাষ্ট্র
উত্তরঃ গ. সংস্থাপন
১৬৯. বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদেরকে মনোনীত করেন-(আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ)
ক. প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. মন্ত্রিপরিষদ
ঘ. জাতীয় সংসদ
উত্তরঃ খ. রাষ্ট্রপতি
১৭০. কোন ঘটনার মৌলিক অধিকার রহিত হয়? (রাজশাহী বিশ্ববিদ্যালয় অ-বাণিজ্য গ্রুপ, ব্যবস্থাপনা বিভাগ)
ক. হরতাল
খ. জরুরি আইন
গ. অবরোধ
ঘ. লক-আউট
উত্তরঃ খ. জরুরি আইন
১৭১. রেফারেন্ডাম সংক্রান্ত বিধান সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে?(ইসলামী বিশ্ববিদ্যালয়)
ক. প্রস্তাবনায়
খ. ১০ নং অনুচ্ছেদ
গ. ৩ নং অনুচ্ছেদ
ঘ. রেফারেন্ডামের কোনো বিধান নেই
উত্তরঃ …….(ব্যাখ্যা: সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদে সাংবিধানিক গণভোট এর বিধান ছিল। সংবিধান পঞ্চদশ সংশোধনী আইন, ২০১১ তে গণভোটের বিধান রহিত করা হয়।
১৭২. সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে?(সহকারী জজ)
ক. ৮০
খ. ৯৩
গ. ১৪২
ঘ. ১৫০
উত্তরঃ গ. ১৪২
১৭৩. সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন-(পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ে সহকারী সচিব)
ক. তিন-চতুর্থাংশ
খ. দুই-তৃতীয়াংশ
গ. সাধারণ সংখ্যাগরিষ্ঠতা
ঘ. এক-চতুর্থাংশ
উত্তরঃ খ. দুই-তৃতীয়াংশ
১৭৪. সংসদের মোট সদস্য সংখ্যার অন্যূন কত ভোটে গৃহীত না হলে সংবিধানের কোনো বিধান সংশোধন করার জন্য রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হবে না?(থানা শিক্ষা অফিসার)
ক. এক-তৃতীয়াশ
খ. দুই-তৃতীয়াংশ
গ. এক-চতুর্থাংশ
ঘ. এক-পঞ্চমাংশ
উত্তরঃ খ. দুই-তৃতীয়াংশ
১৭৫. বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেয়া আছে কোন অনুচ্ছেদে?(শ্রম অধিদপ্তরের রেজিস্ট্রার)
ক. ১৪২
খ. ১২২
গ. ১৫২
ঘ. ১১২
উত্তরঃ গ. ১৫২
১৭৬. বাংলাদেশের সংবিধান কটি ভাষায় রচিত?(মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর, বাংলাদেশ টেলিভিশন প্রযোজক)
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
ঘ.চারটি
উত্তরঃ খ. দুইটি
১৭৭. The constituion of Bangladesh contains articles regarding appointments and service conditions of some institutions, like Public Service Commission (PSC) Election Commission, Ombudsman. These bodies are called. (Jahangirnagar University)
ক.Government bodies
খ. State owned bodies
গ. Constitutional bodies
ঘ. Public Corporations
উত্তরঃ গ. Constitutional bodies
১৭৮. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠন? (ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. বাংলাদেশ বিনিয়োগ বোর্ড
খ. বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন
গ. বাংলাদেশ নির্বাচন কমিশন
ঘ. বাংলাদেশ প্রাইভেটাইজেশন বোর্ড
উত্তরঃ গ. বাংলাদেশ নির্বাচন কমিশন
১৭৯. নিচের কোনটি বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান?(চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়)
ক. জাতীয় মানবাধিকার কমিশন
খ. বাংলাদেশ আইন কমিশন
গ. পাবলিক সার্ভিস কমিশন
ঘ. বাংলাদেশ তথ্য কমিশন
উত্তরঃ গ. পাবলিক সার্ভিস কমিশন
১৮০. নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান(জাতীয় বিশ্ববিদ্যালয়)
ক. বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
খ. আ্যাটর্নি জেনারেল
গ. দুনীতি দমন কমিশন
ঘ. মানবাধিকার কমিশন
উত্তরঃ খ. আ্যাটর্নি জেনারেল
১৮১. কোনটি সাংবিধানকি প্রতিষ্ঠান নয়?(প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়)
ক. নির্বাচন কমিশন
খ. বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
গ. পাবলিক সার্ভিস কমিশন
ঘ. রাষ্ট্রপতির কার্যালয়
উত্তরঃ খ. বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
১৮২. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি-(কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. স্বায়ত্তশাসিত সংস্থা
খ. সাংবিধানিক সংস্থা
গ. কর্পোরেট সংস্থা
ঘ. আধাস্বায়ত্তশাসিত সংস্থা
উত্তরঃ খ. সাংবিধানিক সংস্থা
১৮৩. এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান কয়বার সংশোদিত হয়েছে?(৩৩তম বিসিএস/ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্বিবিদ্যালয় ভার্তি পরীক্ষা)
ক. ৫
খ. ৯
গ. ১৪
ঘ. ১৬
উত্তরঃ ঘ. ১৬
১৮৪. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?(২১তম বিসিএস, বাংরাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. জরুরি অবস্থা ঘোষণা
খ. মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ
গ. সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
ঘ. ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান
উত্তরঃ ঘ. ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান
১৮৫. বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা আসন সংখ্যা কত?(মহিলা ও শিশুবিষয়ক কমন্ত্রণালয়ের অধীনে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা)
ক. ১০০টি
খ. ৭৫টি
গ. ৫০টি
ঘ. ৪০টি
উত্তরঃ গ. ৫০টি
১৮৬. বাংলাদেশের সংবিধানের সাথে স্বাধীনতার ঘোষণাপত্র কবে সংযোজন করা হয়?(স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী)
ক. ১৯৯৭
খ. ১৯৯৮
গ. ১৯৯৯
ঘ. ২০০১
উত্তরঃ…..ব্যাখ্যা:৩০ জুন ২০১১ পঞ্চদম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদে এবং ষষ্ঠ তফসিলে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা সংযোজন করা হয়)
১৮৭. বাংলাদেশের জাতীয়তা(সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম)
ক. বাঙ্গালী
খ. বাংলাদেশী
গ. উভয়ই
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ খ. বাংলাদেশী
১৮৮. বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়?(জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক)
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
উত্তরঃ খ. ১৯৭৩ সালে
১৮৯. যে সালে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আইনটি প্রবর্তন করা হয়-(ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা)
ক. ১৯৯১
খ. ১৯৯৫
গ. ২০০১
ঘ. ১৯৯৬
উত্তরঃ ঘ. ১৯৯৬
১৯০. বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীয় মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?(নৌ পরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা ও শিশুবিষয়ক, তথ্য, অর্থনৈকিত সম্পর্ক বিভাগ, ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী)
ক. সপ্তম
খ. নবম
গ. একাদশ
ঘ. দ্বাদশ
উত্তরঃ ঘ. দ্বাদশ
১৯১. জরুরি অবস্থা ঘোষণার পূর্বেই উক্ত ঘোষণার বৈধতার জন্য কার প্রতি স্বাক্ষরের প্রয়োজন?(৮ম বিজেএস(সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা)
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. স্পিকার
ঘ. প্রধান বিচারপতি
উত্তরঃ খ. প্রধানমন্ত্রী
১৯২. বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়?(টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়েল সহকারী সচিব, ইসলামী বিশ্ববিদ্যালয়)
ক. ৭ম
খ. ৮ম
গ. ৯ম
ঘ. ১০ম
উত্তরঃ খ. ৮ম
১৯৩. কততম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রায়ন করা হয়?(টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক)
ক. ৭ম সংশোধনীর মাধ্যমে
খ. ৮ম সংশোধনীর মাধ্যমে
গ. ৯ম সংশোধনীর মাধ্যমে
ঘ. ১০ সংশোধনীর মাধ্যমেে
উত্তরঃ খ. ৮ম সংশোধনীর মাধ্যমে
১৯৪. বাংলাদেশের সংবিধান ২০১১ সাল পর্যন্ত কতবার সংশোধন হয়েছে?(৮ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা)
ক. ১১
খ. ১৫
গ. ১৩
ঘ. ১৭
উত্তরঃ খ. ১৫
১৯৫. সংসদের বিশেষ অধিকার কমিটি কোন ধরনের কমিটি? (থানা শিক্ষা অফিসার)
ক. সাংবিধানিক অস্থায়ী কমিটি
খ. স্পিকারের ইচ্ছায় মাঝে মধ্যে গঠিত কমিটি
গ. সাংবিধানিক স্থায়ী কমিটি
ঘ. বিশেষ পরিস্থিতি মোকাবিলা কমিটি
উত্তরঃ গ. সাংবিধানিক স্থায়ী কমিটি
১৯৬. ন্যায়পাল প্রতিষ্ঠানটির উদ্ভব কোথায়? (রাাজশাহী বিশ্ববিদ্যালয়, সমাজ বিজ্ঞান)
ক. ফিনল্যান্ড
খ. নেদারল্যান্ডে
গ. আইসল্যান্ডে
ঘ. সুইডেনে
উত্তরঃ ঘ. সুইডেনে
১৯৭. আমাদের সংবিধানের পঞ্চম ভাগে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছদে লিপিবদ্ধ আছে?(পি. এস. সি কৃর্তক নির্ধারিত ১২টি পদ)
ক. দ্বিতীয় পরিচ্ছদে
খ. প্রথম পরিচ্ছদে
গ. তৃতীয় পরিচ্ছদে
ঘ. উপরের কোন পরিচ্ছদই সঠিক নয়
উত্তরঃ ক. দ্বিতীয় পরিচ্ছদে
১৯৮. সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন? (থানা শিক্ষা অফিসার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়)
ক. ৭ দিন
খ. ১০ দিন
গ. ১৫ দিন
ঘ. ৩০ দিন
উত্তরঃ গ. ১৫ দিন
১৯৯. কার সম্মতি ছাড়া কোন বিল পাস করা যাবে না?(মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক)
ক. প্রধানমন্ত্রীর
খ. স্পিকারের
গ. সচিবের
ঘ. রাষ্ট্রপতির
উত্তরঃ ঘ. রাষ্ট্রপতির
২০০. ‘অর্থ বিল’ সম্পর্কিত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিক্যালে উল্লেখ আছে? (পি. এস. সি কর্তৃক নির্ধারিত ১২ টি পদ)
ক. ৮০ (১)
খ. ৮১ (১)
গ. ৮২
ঘ. ৮৪ (১)
উত্তরঃ খ. ৮১ (১)