সন্নিহিত কোণ সম্পর্কিত সকল প্রশ্নের Best Note’2023
যদি দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণকে অপর কোণের সন্নিহিত কোণ বলে।
বিষয়টি ব্যাখ্যা করা যাক-
উপরের চিত্রটিতে দেখা যাচ্ছে-
দুইটি কোণ, ∠a ও ∠b এবং এদের একটি সাধারণ বাহু OX আঁছে।
তাহলে ∠a এবং ∠b হচ্ছে একে অপরের সন্নিহিত কোণ।
অর্থাৎ-
যদি সন্নিহিত দুটি কোণের পরিমাণ ৯০° কোণের সমান হয় তবে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে।
যদি দুটি সন্নিহিত দুইটি কোণের পরিমাণ ১৮০°এর সমান হয় তবে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়।
১. দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে? (৩০তম বিসিএস, কারিগরি শিক্ষা অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর) ক. সরল কোণ
খ. পূরক কোণ
গ. সম্পূরক কোণ
ঘ. সন্নিহিত কোণ
উত্তর: গ. সম্পূরক কোণ
২. একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? (৩৮ তম বিসিএস)
ক. ৬০ ডিগ্রী
খ. ৪৫ ডিগ্রী
গ. ৯০ ডিগ্রী
ঘ. ৩০ ডিগ্রী
উত্তরঃ ঘ. ৩০ ডিগ্রী
১. দু’টি কোণের একই শীর্ষবিন্দু থাকলে এবং ঐ কোণ দুটি যদি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, তবে ঐ কোণ দুটিকে বলা হয়? (সহকারী রাজস্ব কর্মকর্তা)
ক. বিপরীত কোণ
খ. পূরক কোণ
গ. সম্পূরক কোণ
ঘ. সন্নিহিত কোণ
উত্তর: ঘ
২. একটি ৬০ ডিগ্রী কোণের পূরক কোণ কত? (সহকারী থানা শিক্ষা অফিসার)
ক. ২৫ ডিগ্রী
খ. ২৮ ডিগ্রী
গ. ২৯ ডিগ্রী
ঘ. ৩০ ডিগ্রী
উত্তরঃ ঘ
৩. একটি কোণের দ্বিগুণ ৬০ ডিগ্রী হলে তার পূরক কোণ কত? (১২ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন)
ক. ৬০ ডিগ্রী খ. ৪৫ ডিগ্রী
গ. ৯০ ডিগ্রী
ঘ. ৩০ ডিগ্রী উত্তরঃ ঘ
৪. দুইটি কোণের যোগফল এক সমকোণের সমান হলে, একটি কোণ অপরটির- (সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক)
ক. পূরক কোণ
খ. সম্পূরক কোণ গ. সন্নিহিত কোণ ঘ. বিপ্রতীক কোণ উত্তরঃ ক
৫. ৭৮ ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী? (কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যলয়ের জুনিয়র অডিটর)
ক. ১২ ডিগ্রী
খ. ৭৮ ডিগ্রী
গ. ২৮২ ডিগ্রী
ঘ. ১০২ ডিগ্রী
উত্তরঃ ঘ ৬. ২৮ ডিগ্রী কোণের সম্পূরক কোণের পরিমাণ কত? ( জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী) ক. ৬২ ডিগ্রী
খ. ১১৮ ডিগ্রী
গ. ৩৩২ ডিগ্রী
ঘ. ১৫২ ডিগ্রী
উত্তরঃ ঘ ৭. ৯০ ডিগ্রী কোণের পূরক কোণের মান কত? (সমাজসেবা অধিদপ্তরের সহকারী শিক্ষক) ক. ০ ডিগ্রী
খ. ৯০ ডিগ্রী
গ. ১৮০ ডিগ্রী
ঘ. ৩৬০ ডিগ্রী
উত্তরঃ ক
৮. ৭০ ডিগ্রী এর সম্পূরক কোণ কত? (১৪তম শিক্ষক নিবন্ধন ,পল্লী উন্নয়ন বোর্ড এর মাঠকর্মী)
ক. ২০ ডিগ্রী
খ. ৩০ ডিগ্রী
গ. ৬০ ডিগ্রী
ঘ. ১১০ ডিগ্রী
উত্তরঃ ঘ
৯. ৪৫ ডিগ্রী কোণের সম্পপূরক কোণ কোনটি? (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশল) ক. ৪৫ ডিগ্রী
খ. ৯০ ডিগ্রী
গ. ১৩৫ ডিগ্রী
ঘ. ১৮০ ডিগ্রী
উত্তরঃ গ ১০. ∠a এবং ∠b পরস্পর সম্পূরক কোণ । ∠a = ১১৫ ডিগ্রী হলে ∠b এর মান কত? (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার, কর্মসংস্থান ব্যাংক এর সহকারী অফিসার, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন সহকারী শ্রম অফিসার)
ক. ৬৫ ডিগ্রী
খ. ৭৫ ডিগ্রী
গ. ৮৫ ডিগ্রী
ঘ. ৯০ ডিগ্রী
উত্তরঃ ক
সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিতে এখানে ক্লিক করুন
যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণকে অপর কোণের সন্নিহিত কোণ বলে। পূরক কোণঃ যদি দুটি কোণের পরিমাণ ১৮০°এর সমান হয় তবে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। যদি দুটি কোণের পরিমাণ ৯০° কোণের সমান হয় তবে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে।সন্নিহিত কোণ
পূরক কোণ
সম্পূরক কোণ
বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ
পিএসসি’র বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ
FAQ Section
সন্নিহিত কোণ কাকে বলে?
পূরক কোণ ও সন্নিহিত কোণের পার্থক্য
যদি দুটি কোণের পরিমাণ ৯০° কোণের সমান হয় তবে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে।
সন্নিহিত কোণঃ
যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণকে অপর কোণের সন্নিহিত কোণ বলে।সম্পূরক কোণ কাকে বলে?
পূরক কোণ কাকে বলে?