Hit enter after type your search item

A Complete Guide for BD Job Preparation

ভাস্কর্য । বাংলাদেশের ভাস্কর । Best Note till 2023

/
/
1136 Views

ভাস্কর্য একটি ত্রিমাত্রিক শিল্পকর্ম। বাংলাদেশের অধিকাংশ ভাস্কর্য নির্মিত হয়েছে বাহান্নোর ভাষা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রক্তাক্ত সংগ্রামের স্মৃতিকে লালন করার জন্য এবং পরবর্তী প্রজন্মের কাছে মাতৃভাষা ও স্বাধীনতার চেতনাকে তুলে ধরার জন্য। 

Table of Contents hide

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিতে নির্মিত ভাস্কর্য

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তথা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত ভাস্কর্যগুলো হচ্ছে জাগ্রত চৌরঙ্গী, সংশপ্তক, অপরাজেয় বাংলা,  সোপারজিত স্বাধীনতা, সাবাস বাংলাদেশ, বিজয় ৭১, মুক্তবাংলা প্রভৃতি।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিতে নির্মিত ভাস্কর্য

জাগ্রত চৌরঙ্গী

ভাস্কর- আব্দুর রাজ্জাক

অবস্থান- জয়দেবপুর চৌরাস্তা 

মুক্তিযুদ্ধের পর বা স্বাধীন বাংলাদেশের প্রথম ভাস্কর্য। জাগ্রত চৌরঙ্গী মুক্তিযুদ্ধের মহান শহীদদের অসামান্য আত্মত্যাগের স্মরণে  বা মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য। এটি ১৯৭৩ সালের নির্মিত হয়। 

তর্জনী ভাস্কর্য বা মুক্তির ডাক ভাস্কর্য

ভাস্কর  ও নকশাকার- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের সাবেক ছাত্র অলি মাহমুদ

অবস্থান- ঢাকা সিলেট মহাসড়কের উপর নরসিংদী শহরের প্রবেশ মুখ

এই ভাস্কর্যের অপর নাম মুক্তির  ডাক ভাস্কর্য।  এই ভাস্কর্যের উচ্চতা ৪১ ফুট যা বিশ্বের হাত ভাস্কর্যের মধ্যে উচ্চতার দিক থেকে তৃতীয়।

বজ্রকন্ঠ ভাস্কর্য

ভাস্কর  ও নকশাকার- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইন্সটিটিউট এর সহকারী অধ্যাপক ভাস্কর মোঃ আতিকুল ইসলাম

অবস্থান- চট্টগ্রামের হালিশহর এর বড়পুল মোড়

সাড়ে ২২ ফুট উচ্চতার এ ভাস্কর্যটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ভাস্কর্য।

বীর ভাস্কর্য 

ভাস্কর- হাজ্জাজ কায়সার

অবস্থান- বিমানবন্দর সড়কের পাশে নিকুঞ্জ এক নম্বর সেক্টরের প্রবেশপথ

“বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো” এই স্লোগান থেকেই “বীর” শব্দটি নেওয়া হয়েছে। ৪০ ফুট  দৈর্ঘ্য ৬২ ফুট প্রস্থ এবং ৫৩ ফুট উচু বীর ভাস্কর্যটি দেশর মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ভাস্কর্য। 

স্বোপার্জিত স্বাধীনতা  ভাস্কর্য

ভাস্কর- শামীম শিকদার 

অবস্থান- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়ক দ্বীপে 

দুর্জয় ভাস্কর্য

ভাস্কর- মৃনাল হক

অবস্থান- ঢাকার রাজারবাগ পুলিশ লাইন

দুর্জয় বাংলা ভাস্কর্য

ভাস্কর- আমিনুল করিম দুলাল

অবস্থান- সিরাজগঞ্জ বগুড়া মহাসড়কের পাশে 

অপরাজেয় বাংলা ভাস্কর্য

ভাস্কর- মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল্লাহ খালেদ

অবস্থান- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে

ভাস্কর্যটি উদ্বোধন করা হয় ১৬ই ডিসেম্বর, ১৯৭৯ সালে।

সাবাস বাংলাদেশ  ভাস্কর্য

ভাস্কর- নিতুন কুন্ডু

অবস্থান- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (মুক্তাঙ্গনের উত্তর পাশে) 

সংশপ্তক ভাস্কর্য

ভাস্কর- হামিদুজ্জামান খান

অবস্থান- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে 

জয় বাংলা ভাস্কর্য

জয় বাংলা নামে দুটি ভাস্কর্য আছে। একটি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে এবং অপরটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  চত্বরে। 

ভাস্কর- হামিদুজ্জামান খান

অবস্থান- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর

ভাস্কর ও স্থপতি- সৈয়দ মোহাম্মদ সোহরাব জাহান

অবস্থান- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 

জয় বাংলা জয় তারুণ্য ভাস্কর্য

ভাস্কর বা স্থপতি- আলাউদ্দিন বুলবুল 

অবস্থান- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংলগ্ন ব দ্বীপ

বিজয় ৭১ ভাস্কর্য

ভাস্কর- শ্যামল চৌধুরী

অবস্থান- বাংলাদেশ কৃষি কৃষিবিদ্যালয় বিশ্ববিদ্যালয়

ভাস্কর্য অঙ্গীকার

ভাস্কর/স্থপতি- সৈয়দ আব্দুল্লাহ খালেদ

অবস্থান- চাঁদপুর জেলা

মুক্তবাংলা ভাষ্কর্য

ভাস্কর ও স্থপতি- রশিদ আহমেদ

অবস্থান- ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 

ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য 

ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অমর একুশে ভাস্কর্য, মোদের গৌরব ভাস্কর্য, জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্য প্রভৃতি।

ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য

মাতৃভাষা ভাস্কর্য

ভাস্কর- মৃণাল হক

নকশাকার- খুরশিদ আলম সেলিম

অবস্থান- নিউইয়র্ক সিটির ম্যানহাটনে জাতিসংঘের সদর দপ্তরের সামনে

মাতৃভাষা ভাস্কর্যটি ফাইবার গ্লাসে তৈরি একটি অস্থায়ী ভাস্কর্য। ফেব্রুয়ারি মাস ব্যাপী অস্থায়ী এ ভাস্কর্যটি জাতিসংঘের সামনে রাখা হবে । ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। 

অমর একুশে ভাস্কর্য 

ভাস্কর- শিল্পী জাহানারা পারভীন

অবস্থান- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়  ক্যাফেটেরিয়ার পাশে

মোদের গরব ভাস্কর্য

ভাস্কর ও নকশাকার- শিল্পী অখিল পাল

অবস্থান- বাংলা একাডেমির আঙ্গিনা

জননী ও গর্বিত বর্ণমালা

ভাস্কর- মৃণাল হক

অবস্থান- রাজধানীর পরিবারের মাথায় বিটিএসএল এর প্রধান কার্যালয়ের সামনে

বাংলাদেশের অন্যান্য ভাস্কর্য

রাজু ভাস্কর্য 

ভাস্কর- শ্যামল চৌধুরী

অবস্থান- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ

রাজু ভাস্কর্য একটি স্মারক সন্ত্রাস বিরোধী ভাস্কর্য। এটি ১৯৯৭সালের শেষ ভাগে নির্মিত হয়।

স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য বা স্বাধীনতা ভাস্কর্য

ভাস্কর- শামীম শিকদার

অবস্থান- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড।

স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য বা স্বাধীনতা ভাস্কর্য টি ৫২এর ভাষা আন্দোলন থেকে শুরু করে  ১৯৭১ এর ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় পর্যন্ত বাঙালি জাতির গৌরবজ্জ্বল সংগ্রামের ইতিহাস কে ধারণ করে নির্মিত বাংলাদেশের সবচেয়ে বড় ভাস্কর্য। 

মিশুক ভাস্কর্য

ভাস্কর- হামিদুজ্জামান স্থপতি মোস্তফা মনোয়ার

অবস্থান- শাহবাগ (শিশু পার্কের সামনে)

মিশুক কোন ভাস্কর্য নয় এটি ১৯৮৫ সালের দ্বিতীয় সাফ গেমসের মাসকট।

বাংলাদেশের ভাস্কর 

ভাস্কর নভেরা আহমেদ

বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ হচ্ছেন  ভাস্কর নভেরা আহমেদ।  তিনি বাংলাদেশের প্রথম মহিলা ভাস্কর। 

নভেরা আহমেদের উল্লেখযোগ্য ভাস্কর্যগুলো হল চাইল্ড ফিলোসফার, পরিবার (কাউ উইথ টু ফিগারস), জেব্রা ক্রসিং, ইকারুস, এক্স টার্মিনেটিং এঞ্জেল, যুগল প্রভৃতি।

ভাস্কর নিতুন কুন্ডু

ভাস্কর নিতুন কুন্ডুর উল্লেখযোগ্য ভাস্কর্য গুলো হচ্ছে সাবাস বাংলাদেশ (মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য রাজশাহী বিশ্ববিদ্যালয়), সার্ক ফোয়ারা (ঢাকার কাওরানবাজার),  কদম ফোয়ারা (ঢাকা হাইকোর্ট)

ভাস্কর মৃণাল হক 

মৃনাল হকের উল্লেখযোগ্য ভাস্কর্য গুলো হচ্ছে গোল্ডেন জুবলি টাওয়ার (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস),  রাজসিক বিহার (কাজী নজরুল ইসলাম এভিনিউ হোটেল ইন্টার কন্টিনেন্টলের সামনে), দুর্জয়  (ঢাকার রাজার বাগ পুলিশ লাইন)

ভাস্কর হামিদুজ্জামান খান

ভাস্কর হামাদুজ্জামান খানের উল্লেখযোগ্য ভাস্কর্যগুলো হচ্ছে সংশপ্তক ভাস্কর্য (মুক্তিযুদ্ধভিত্তিক স্মারক ভাস্কর্য- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), পাখি পরিবার (বঙ্গভবন), স্টেপস (১৯৮৮ সালের সিউল অলিম্পিক)

ভাস্কর আজিজুল জলিল পাশা

আজিজুল জলিল পাশার উল্লেখযোগ্য ভাস্কর্য গুলো হচ্ছে দোয়েল চত্বর (ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল) এবং শাপলা চত্বর (ঢাকার মতিঝিল)

ভাস্কর শামীম শিকদার

শামীম শিকদার একজন  প্রখ্যাত মহিলা ভাস্কর।  তার অমর কীর্তি ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত স্বোপার্জিত স্বাধীনতা ও স্বাধীনতা সংগ্রাম।

বিসিএস পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

১) রাজারবাগ পুলিম লাইনে দুর্জয় ভাস্কর্যটির শিল্পী কে? (২৭তম বিসিএস)

(ক) হামিদার রহমান (খ) মৃণাল হক (গ) শামিম শিকদার (ঘ) নভেরা আহমেদ

উত্তরঃ (খ) মৃণাল হক

২) সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? (৩৩ তম বিসিএস)

(ক) টি এস সি মোড়ে (খ) ঢাকা বিশ্ববিদ্যালয় (গ) রেডক্রস ময়দানে (ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়

উত্তরঃ (ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়

৩) সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি শিল্পী বা ভাস্কর কে? (৪২তম বিসিএস, ২৬তম বিসিএস)

(ক) হামিদুজ্জামান (খ) নিতুন কুণ্ডু (গ) মৃণাল হক (ঘ) শামিম শিকদার

উত্তরঃ (খ) নিতুন কুণ্ডু

৪) ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম-প্রদর্শনীতে স্থান পায়? (১০ম বিসিএস)

(ক) শামীম শিকদার (খ) সৈয়দ আব্দুল্লাহ খালিদ (গ) হামিদুজ্জামান খান (ঘ) আব্দুস সুলতান

উত্তরঃ (গ) হামিদুজ্জামান খান

৫) অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়? (২৮তম বিসিএস /মহা হিসার নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর)

(ক) ১৬ই ডিসেম্বর, ১৯৭৯ (খ) ২৬শে ডিসেম্বর, ১৯৭৯ (গ) ১লা জানুয়ারি, ১৯৮০ (ঘ) ২১ ফেব্রয়ারি, ১৯৮০

উত্তরঃ (ক) ১৬ই ডিসেম্বর, ১৯৭৯

পিএসসি এর বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

১) মক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য স্বাধীনতার সংগ্রাম কোথায় স্থাপিত? (বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার)

(ক) চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় (খ) খুলনা বিশ্ববিদ্যালয় (গ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়

উত্তরঃ (ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়

২) Who is the sculptor of the sculpture Rajoshik Bihar? (রাজসিক বিহার ভাস্কর্যটির ভাস্কর কে?

Mahbubur Rahman b. Nitn kundu c. Rasha d. Mrinal Sen e. None of these

Ans: None of thes

৩) গোল্ডেন জুবিলি টাওয়ার এর অবস্থান কোথায়? (জাতীয় সংসদ প্রশাসনিক কর্মকর্তা ও প্রটোকল অফিসার)

(ক) ঢাকা (খ) চট্রগ্রাম (গ) রাজশাহী (ঘ) খুলনা

উত্তরঃ (গ) রাজশাহী

৪) অপরাজেয় বাংলা কি? (থানা শিক্ষা অফিসার)

(ক) মুক্তিযোদ্ধাদের একটি প্রতীক (খ) মুক্তিযোদ্দাদের তৈরি একটি ভাষ্কর্য

(গ) মুক্তিযোদ্ধাদের সর্বাাধিনায়ক (ঘ) মুক্তিযোদ্ধাদের একটি ভাষ্কর্য

উত্তরঃ (ঘ) মুক্তিযোদ্ধোদের একটি ভাস্কর্য

৫) স্থাপত্য অপরাজেয় বাংলার স্থপতি কে? (ঢাকা বিশ্ববিদ্যালয়)

(ক) লুই কান (খ) নিতুন কুন্ডু (গ) শামীম সিকদার (ঘ) সৈয়দ আবদুল্লাহ খালেদ

উত্তরঃ (ঘ) সৈয়দ আবদুল্লাহ খালেদ

৬) সংশপ্তক ভাস্কর্যটি কোথায় অবস্থিত? (জেলা শিক্ষা অফিসার)

(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে (খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে

(গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এলাকায় (ঘ) ঢাকা চারু ও কারুকলা ইনস্টিটিউটে

উত্তরঃ (খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে

৭) মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয়-৭১ কোথায় অবস্থিত? (জনশক্তি কর্মস্থান ও ব্যুরোর উপ-পরিচালক/শ্রম পরিদপ্তরের সহকারী শ্রম পরিচালক)

(ক) কৃষি বিশ্ববিদ্যালয় (খ) প্রকৌশল বিশ্ববিদ্যালয় (গ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (ঘ) খুলনা বিশ্ববিদ্যালয়

উত্তরঃ (ক) কৃষি বিশ্ববিদ্যালয়

৮) স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসাবে পরিচিত ভাস্কর্য ‘অঙ্গীকার’ এর অবস্থান কোথায়? (বাংলাদেশ টেলিবিশন এর প্রযোজক)

(ক) জয়দেবপুর (খ) চাঁদপুর (গ) রংপুর (ঘ) মেহেরপুর

উত্তরঃ (খ) চাঁদপুর

৯) ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্যের ভাস্কর কে? (জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা)

(ক) নিতুন কুন্ডু (খ) আব্দুর রাজ্জাক (গ) মইনুল হোসেন (ঘ) রশিদ আহমেদ

উত্তরঃ (ঘ) রশিদ আহমেদ

১০) স্বাধীনতার স্মরণে নির্মিত ভাস্কর্য জাগ্রত চৌরাঙ্গী কোথায় অবস্থিত? (মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে উপজেলা কর্মকর্তাা)

(ক) জয়দেপুরে (খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (গ) চাঁদপুরে (ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে

উত্তরঃ (ক) জয়দেপুরে

ভার্সিটির ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

১) নিতুন কুন্ডু একজন প্রখ্যাত- (রাজশাহী বিশ্ববিদ্যালয়)

(ক) নাট্যকার (খ) সংগীতকার (গ) ভাস্কর (ঘ) চলচ্চিত্রকার

উত্তরঃ (গ) ভাস্কর

২) সার্ক ফোয়ারার ভাস্কর কে? (রাজশাহী বিশ্ববিদ্যালয়)

(ক) রাশা (খ) মৃণাল কুন্ডু (গ) নিতুন কুন্ডু (ঘ) হামিদুর রহমান

উত্তরঃ (গ) নিতুন কুন্ডু

৩) Where is the monument Sangshaptak Situated? (Jahangirnagar University)

At University of Dhaka b. At Rajshahi University c. At Khulan University d. At janangirnagar University

Ans: d. At Jananginagar University

৪) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবস্থিত সংশপ্তক ভাস্কর্যটির বিষয়বস্তু কি? (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)

(ক) ভাষা আন্দোলন (খ) ৬৯-এ গণঅভ্যুথ্থান (গ) মুক্তিযুদ্ধ (ঘ) স্বৈরাচার বিরোধী আন্দোলন

উত্তরঃ (গ) মুক্তিযুদ্ধ

৫) জাহাঙ্গরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে স্থাপিত ভাস্কর্য সংশপ্তক এর ভাস্কর –(জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)

(ক) আবদুর রাজ্জাক (খ) মৃণাল হক (গ) হামিদুজ্জামান খান (ঘ) শামীম শিকদার

উত্তরঃ (গ) হামিদুজ্জামান খান

৬) দোয়েল চত্বরের স্থপতি কে? (ঢাকা বিশ্ববিদ্যালয়)

(ক) শামীম শিকদার (খ) নিতুন কুন্ডু (গ) রফিক আজম (ঘ) আজিজুল জলিল পাশা

উত্তরঃ (ঘ) আজিজুল জলিল পাশা

৭) ঢাকা মতিঝিলের শাপলা চত্বরের স্থপতি কে? (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)

(ক) লুই আই কান (খ) আজিজুল জলিল পাশা (গ) মজহারুল ইসলাম (ঘ) হামিদুর রহমান

উত্তরঃ (খ) আজিজুল জলিল পাশা

৮) নভেরা আহমেদ কে ছিলেন ? (চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়)

(ক) ভাস্কর্য শিল্পী (খ) নাট্য শিল্পী (গ) কণ্ঠশিল্পী (ঘ) নৃত্য শিল্পী

উত্তরঃ (ক) ভাস্কর্য শিল্পী

৯) বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের পথিকৃৎ কে-(ঢাকা বিশ্ববিদ্যালয়)

(ক) নভেরা আহমেদ (খ) হামিদুজ্জামান খান (গ) আবদুর রাজ্জাক (ঘ) সৈয়দ আবদুল্লাহ খালিদ

উত্তরঃ (ক) নভেরা আহমেদ

১০) পঞ্চাশের দশকের বিখ্যাত নারী শিল্পী কে? (ঢাকা বিশ্ববিদ্যালয়)

(ক) নভেরা আহমেদ (খ) ফরিদা জামান (গ) শামীম শিকদার (ঘ) নাজলী লায়লা মনসুর

উত্তরঃ (ক) নভেরা আহমেদ

১১) চাইল্ড ফিলোসফার ভাস্কর্যের ভাস্কর কে? (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)

(ক) লিওনার্দো দ্য ভিঞ্চি (খ) হেররি ম্যুর (গ) নভেরা আহমেদ (ঘ) শামীম শিকদার

উত্তরঃ (গ) নভেরা আহমেদ

১২) ইকারুস ভাস্কর্যের ভাস্কর কে? (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)

(ক) লিওনার্দো দ্যা ভিঞ্চি (খ) হেনরি ম্যুর (গ) নভেরা আহমেদ (ঘ) শামীম শিকদার

উত্তরঃ (গ) নভেরা আহমেদ

১৩) কাউ উইথ টু ফিগারস শীর্ষক প্রাঙ্গন ভাস্কর্যটি কার গড়া? (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)

(ক) নভেরা আহমেদ (খ) সৈয়দ আব্দুল্লাহ খলিদ (গ) আবদুর রাজ্জাক (ঘ) হামিদুজ্জামান খান

উত্তরঃ (ক) নভেরা আহমেদ

১৪) বাংলাদেশের খ্যাতনামা মহিলা ভাস্করের নাম কি? (কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়)

(ক) রেবেকা সুলতানা (খ) সুলতানা জলি (গ) শামীম শিকদার (ঘ) নাজমা আক্তার

উত্তরঃ (গ) শামীম শিকদার

১৫) স্বোপার্জিত স্বাধীনতা কোথায় অবস্থিত? (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)

(ক) রাজশাহী বিশ্ববিদ্যালয় (খ) ঢাকা বিশ্ববিদ্যালয় (গ) চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় (ঘ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)

উত্তরঃ (খ) ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬) স্বোপার্জিত স্বাধীনতার স্থপতির নাম– (বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

(ক) মৃণাল হক (খ) নিতুন কুন্ডু (গ) শামীম শিকদার (ঘ) কাইয়ুম চৌধুরী

উত্তরঃ (গ) শামীম শিকদার

চাকুরীর প্রস্তুতি ও ভার্সিটির ভর্তি প্রস্তুতির জন্য ক্লিক করুন

FAQ Section

মাতৃভাষা ভাস্কর্য এর ভাস্কর কে?

মাতৃভাষা ভাস্কর্য এর ভাস্কর মৃণাল হক। তিনি বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান চারুশিল্পী খুরশিদ আলম সেলিমের নকশার ভিত্তিতে মাতৃভাষা ভাস্কর্যটি তৈরি করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This div height required for enabling the sticky sidebar
error: Content is protected !!