Hit enter after type your search item

A Complete Guide for BD Job Preparation

Parts of Speech. Noun

/
/
315 Views

Topics are- Parts of Speech & Types, Noun & Noun Types, Proper Noun, Common Noun, Collective Noun, Material Noun, Abstract Noun, Countable Noun, Uncountable Noun

Parts of Speech & Types

Part (অর্থ অংশ) এবং Speech (অর্থ বাক্য/কথা)। তাই Parts of Speech অর্থ হচ্ছে বাক্যের অংশ। (অর্থাৎ বাক্যে ব্যবহারের ভিত্তিতে বাক্যের অর্থবোধক প্রতিটি শব্দই এক একটি Parts of Speech)

Traditional grammar অনুসারে parts of speech মোট ৮ প্রকার। যথাঃ

Noun (বিশেষ্য)

Pronoun (সর্বনাম)

Adjective (বিশেষণ)

Verb (ক্রিয়া)

Adverb (ভাব/ক্রিয়া বিশেষণ)

Preposition (পদাম্বয়ী অব্যয়)

Conjunction (সংযোজক)

Interjection (অনম্বয়ী অব্যয়)।

8 Types of Parts of Speech with Examples

  1. Noun: যে word দ্বারা কোনকিছুর নাম বুঝায় তাই Noun. যেমন- Karim, Boy, Dhaka, Bangladesh, Water, Honesty, Physics etc.
  2. Pronoun: Noun এর পরিবর্তে যে Word বসে তাই Pronoun. যেমন-He, She, It etc.
  3. Adjective: যে Word গুলো Noun ও Pronoun এর দোষ, গুণ ও অবস্থা বর্ননা করে তাই Adjective. যেমন-Good, Bad, Happy, Great etc.
  4. Verb: যে Word দ্বারা কোন কাজ করা, কোন অবস্থা বা ঘটনা বোঝায় তাই Verb. যেমন- Read, Exist, Become etc.
  5. Adverb: যে Word গুলো Adjective ও Verb সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাই Adverb যেমন- Quickly, Extremely, very etc.
  6. Preposition: যে সকল Word, Noun ও Pronoun এর সাথে বসে Noun বা Pronoun এর সাথে Sentence এর অন্যান্য অংশের সাথে সাথে সম্পর্ক প্রকাশ করে তাদেরকে Preposition বলে। যেমন- In, On, To, At etc.
  7. Conjunction: যে সকল Word, Sentence এর Words, Phrases বা Clauses কে যুক্ত করতে ব্যবহৃত হয় তাই Conjunction. যেমন- And, But, Or etc.
  8. Interjection: যে Word গুলো দ্বারা আবেগ, অনুভূতি ও মনের ভাব প্রকাশ পায় তাই Interjection. যেমন- Hurrah, Wow

Noun & Types of Noun

Noun is a naming word. তাই যে word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান, কাজ, গুণ, ভাব, অবস্থা বা অন্য কোনো কিছুর নাম বোঝায় তাকে Noun বলে।

Parts of Speech এর প্রতিটি প্রকারভেদ’ই এক একটি Noun কারণ এগুলোর প্রত্যেকটির দ্বারাই নাম বুঝায়.

Noun প্রধানত দুই প্রকার। যথা:-

1. Concrete Noun এবং

2. Abstract Noun

তবে  Noun সর্বমোট পাঁচ (৫) প্রকার।কারন- Concrete Noun আবার চার প্রকার ।

1. Concrete Noun (ইন্দ্রিয়গ্রাহ্য / বস্তুবাচক নাম)

যে Noun গুলোকে দেখা যায়,স্পর্শ করা যায়, শোনা যায়, যাদের ঘ্রাণ এবং স্বাদ নেয়া যায় তাদেরকে Concrete Noun বলে। এদের শারীরিক আকৃতি আছে। যেমন: Boy, Flower, Milk.

Concrete Noun আবার চার প্রকার। যথাঃ

  1. Proper Noun (বিশেষ্য নাম),
  2. Common Noun (জাতিবাচক নাম),
  3. Collective Noun (সমষ্টিবাচক নাম),
  4. Material Noun (বস্তবাচক নাম)

a) Proper Noun

Capital letter সূচিত একটি মাত্র নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামকে Proper noun বলে। যেমন- Bangladesh, Karim, Rabindranath, Dhaka, The Padma, Rome, Africa, New Year etc.

Special Note: “সাধারনত Proper noun এর পূর্বে The বসে না। কিন্ত নদী , সাগর, উপসাগর, মহাসাগর , সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্রালিকা, পর্বতমালা, দ্বীপগুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ ইত্যাদির নাম Proper noun হলেও এদের পূর্বে The বসে।”

b) Common Noun

যে সকল Noun দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সকলকেই বোঝায় তাদেরকে Common Noun বলে। যেমনঃ Man, Boy, Girl, Student, Teacher, Doctor, Book, Pencil, Pen, Candle, Cow, Sheep, Elephant, Fish, River, Flower, Bee. Robber (ডাকাত), Soldier (সৈনিক), King, Capital, City, Ring, Country, Table, Chair ইত্যাদি।

সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায়। কোনো Common Noun একের অধিক হলেই তাকে Plural Common Noun বলে। Common Noun কোন Sentence এ একা বসে না, Determiner (Article), সংখ্যা অথবা Plural হয়ে Sentence এ বসে। যেমন-

I know boy (Wrong)

I know the boy /I know boys (Correct)

ব্যতিক্রম: Man is Mortal (correct)

আবার, Adjective এর সাথে S যুক্ত হয়ে Plural Common Noun হয় না কিন্ত  Adjective এর সামনে The বসে (The+Adjective) কোনো বিশেষ শ্রেণির সকলকে বোঝালে তা Plural Common Noun হয় এবং এর পরবর্তী verb টিও plural হয়।

There’s one law for the rich and another for the poor (একই অপরাধে ধনীরা পার পায় আর গরীবরা সাজা পায়). 

The poor live from hand to mouth. (গরীবরা দিন আনে দিন খায়).

The wise do not talk much. (জ্ঞানীরা বেশি কথা বলেন না).

The old feel the cold more than the young. (বৃদ্ধরা তরুণদের চেয়ে বেশি ঠান্ডা অনুভব করে)

The unemployed are losing hope. (বেকাররা আশা হারাচ্ছে।)

ব্যতিক্রম: The accused (আসামি/আসামিরা), the decased (মৃত ব্যক্তি/মৃত ব্যক্তিরা), The undersigned (নিম্নস্বাক্ষরকারী/নিম্নস্বাক্ষরকারীরা) ইত্যাদি এরা singular ও plural উভয়রুপে ব্যবহ্রত হয়। যেমন-

All the accused have pleaded guilty.

The accused was/were employed by the company.

c) Collective Noun

যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিবাচক নামকে  Collective Noun বলে।যেমনঃ Army(সেনাবাহিনী-a collection of soldiers), Audience(শ্রোতামন্ডলী), Crowd(ভিড়-a collection of people), Committee(সমিতি), Class(শ্রেণি), Family(পরিবার), Flock(ঝাঁক), Herd(পাল), Fleet(রণতরীর বহর-a collection of ship or vessels), Jury(বিচারকমন্ডলী), Majority(সংখ্যাগুরু), Nation(জাতি), Team(দল), Parliament(সংসদ), Public(জনসাধারন) ইত্যাদি।

The army was defeated.

A committee of three was appointed. 

We saw a fleet of ships in the harbour. ( fleet-collective noun ships-common noun).

Our class consists of twenty pupils.(class-collective noun, pupils-common noun)

Special Note: cattle(), (the) police, people, poultry, vermin এসব collective noun, গঠনে singular কিন্ত plural হিসেবে ব্যবহ্রত হয়। Cattle are grazing in the field. The police were informed yesterday.

Collective Noun একটি না বুঝিয়ে অনেকের সমষ্টি বা group কে বোঝায়। Collective Noun মূলত নিচে উল্লেখিত group গুলোকে বোঝায়:

Herd (পাল)-It is a group of herbivore (তৃণভোজী) animals.
Flock (ঝাঁক)– It is a group of birds.
Swarm (ঝাঁক)- It is a group of canine(ইতর/কুকুরসম) insects.
Shoal (ঝাঁক)- It is a group of fish.
Crowd (ভিড়)- It is a group of people.
Staff (কর্মীবৃন্দ)- It is a group of people who work in the same place.
Board (বোর্ড,সমিতি)- It is a group of professional people.
Serise (সিরিজ,ক্রম)-It is a type of movie, drama, book episode.
Gang (ঐক্যবদ্ধ দল)-It is used to describe a grope of criminals; workers, particularly sailors.
Mob (উচ্ছৃঙ্খল)-It is used to describe an angry or unruly group of people.
Crew (নাবিকদল)-It is used to denote a group of workers specially aircraft and ships personnel.
Choir (গায়কদল)-It is a large, organized group of singers.
Orchestra (বাদকদল)- It is a large, organized group of instrumentalists.
Panel (নামসূচি)-It is a group of experts.
Troupe (দল)-It is a group of actors or acrobats or a group of monkeys.
Pile (গাদা,স্তুপ)-It is an untidy collection of items such as rubbish and wastage.
Set (চক্রিদল)-It is a tidy group of matched objects also used to describe a social group of people.
Bunch (গুচ্ছ)- It is a group of smallish objects such as grapes, flowers or bananas.
Stack (গাদা, স্তূপ)-It is a group of items neatly laid one on top of another.
Shower(ধারা)-It is used to describe rain, although it can be used to describe gifts or compliments.Collective Noun

d) Material Noun

বস্তবাচক Noun, কোনো বস্তু (Material) যে উপাদান (Substance) দ্বারা গঠিত সেই উপাদানটিকে Material Noun বলে এবং ঐ বস্তুটিকে Common Noun বলে। যেমন-The Ring (Common Noun) is made of Gold (Material Noun).

Material Noun (প্রকৃতি থেকে প্রাপ্ত): Sand, Water, Gold, Silver, Copper, Calcium, Bronze, Steel, Silicon, Sock, Sunlight, Rain, Salt etc.

Material Noun (প্রাণী থেকে প্রাপ্ত): Honey, Milk, Leather, Egg, Meat, Wool etc.

Material Noun (উদ্ভিদ থেকে প্রাপ্ত): Oil, Wood, Jute, Coffee, Medicine, Rubber, Tea, Cotton etc. Material Noun Examples

2. Abstract Noun (গুণাবাচক/ভাববাচক নাম):

যে Noun গুলো দ্বারা কোনো কিছুর অবস্তুগত ধারণা বা গুণকে  (নিরপেক্ষ দোষ/গুণ, অবস্থা এবং কাজের নাম) বোঝায় তাদেরকে Abstract Noun বলে। এদের শারীরিক আকৃতি নেই। যেমন: softness, Wealth, Silence, Revenge, Honesty

(Abstract Noun কে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না শুধুমাত্র অনুভব করা যায়। অন্য কথায় ‍Abstract Noun কে পঞ্চইন্দ্রিয় অর্থাৎ নাক, কান, ত্বক, চোখ জিহ্বা দ্বারা অনুভব/শনাক্ত করা যায় না।)

Commonly Used Abstract Noun: 

  • Emotions/Feelings (আবেগ-অনুভূতি প্রকাশক ‍Abstract Noun): Peace (শান্তি), Love (ভালোবাসা), Ego (আত্ম অহংকার), Anger(রাগ), Sympathy (সহানুভূতি), Pride (গর্ব) etc.
  • States/Attributes (বিভিন্ন অবস্থা পরিস্থিতি এবং বিশেষ ‍গুণাবাচক ‍abstract noun): Honesty-সততা; Beauty-সৌন্দর্য; Success-সাফল্য; Courage-সাহস; Bravery- সাহস; Loyalty-আনুগত্য; Intergrity-সততা; Compassion-সমবেদনা; Charity-দানশীলতা; Skill-দক্ষতা; Brilliance-প্রতিভা; Misery-দুর্দশা; Deceit-প্রতারনা; Pain-ব্যথা etc.
  • Idea/Concept/Ideals (বিভিন্ন ধারণা ও আদর্শমূলক ‍abstract noun): Dedication-উৎসর্গ; Dream-স্বপ্ন; Belief-বিশ্বাস; Liberty-স্বাধীনতা; Justice-বিচার; Truth-সত্য; Faith-বিশ্বাস; Information-তথ্য; Culture-সংস্কৃতি; Trust-আস্থা; Knowledge-জ্ঞান; Thought-চিন্তাধারা etc.
  • Movement/Events (বিভিন্ন ঘটনা সম্পর্কিত ‍abstract noun): Education-শিক্ষা; Leisure-অবসর; Friendship-বন্ধুত্ব; Progress-উন্নতি; Hospitality-আতিথেয়তা; Realxation-বিনোদন; Trouble-কষ্ট etc.

গণনার ভিত্তিতে Noun কে দুই ভাগে ভাগ করা হয়:

i. Countable noun (গণনাযোগ্য বিশেষ্য)

ii. Uncountable noun (অগণ্য বিশেষ্য)

Countable Noun

যে Noun গুলোকে গণনা করা যায়, সে গুলোকে Countable Noun বলা হয়। যেমনঃ Pen, Table, Mobile, Cat, Cow etc.

উপরের Noun গুলোকে গণনা করা যায়, তাই এভাবেও লিখা যেতে পারে:

A pen, tow pens, pens=একটি কলম, দুইটি কলম, কলম গুলো

A table, tow tables, tables=একটি টেবিল, দুইটি টেবিল, টেবিল গুলো

Uncountable Noun

যে Noun গুলোকে গণনা করা যায় না, সে গুলোকে Uncountable Noun বলা হয়। যেমনঃ Information (তথ্য), Dirt-(ময়লা), Rice (চাউল) Hair (চুল) etc.

লক্ষণীয়, উপরের Noun গুলোকে কোনভাবে গণনা করা যায় না, চাইলেও এগুলোকে কখনো একটি-দুটি বলা যায় না।

Countable noun এবং Uncountable noun  তুলনামূলক বিশ্লেষণঃ Countable noun “Singular” এবং “Plural”উভয়ই হতে পারে। অন্যদিকে, Countable noun সর্বদাই“Singular”হিসেবে ব্যবহ্রত হয়।

Common Uncountable Noun গুলো:

General:

Furniture (আসবাবপত্র), Equipment (সাজসরঞ্জাম), Soap(সাবান), Clothing (পোশাক) Homework(বাড়ীর কাজ), Machinery (যন্ত্রপাতি), Gold (সোনা), Silver (রুপা) Cotton ‍(তুলা), Glass (কাচ), Jewelry-(অলংকার/ জহরত), Perfume (সুগন্ধি), Luggage (মালপত্র), Paper (কাগজ), Wood (কাঠ), Petrol (পেট্রল), Hair (চুল), Traffic (যানবাহন), Money (অর্থ).

Food:

Rice (ভাত,চাউল), Flour (ময়দা, আটা), Meat (মাংস), Food (খাদ্য), Cake (কেক), Bread (পাউরুটি), Ice-cream, Cheese (পনির), Toast (টোস্ট), Butter (মাখন), Honey (মধু), Soup (সুপ), Fish (মাছ), Salt (লবণ), Tea (চা), Coffee-(কফি)

Subjects/Fields:

Grammar (ব্যাকরণ শাস্ত্র), Economics (অর্থনীতি), Physics (পদার্থবিদ্যা), Ethics (ন্যায়শাস্ত), Civics (পৌরবিজ্ঞান), Art (শিল্প বিদ্যা), Architecture (স্থাপত্য), Music (সঙ্গীত বিদ্যা), Photography, Mathematics (গণিতশাস্ত্র), Chemistry (রসায়ন), History (ইতিহাস), Commerce (বাণিজ্য), Engineering, Politics (রাষ্ট্রনীতি), Sociology (সমাজবিজ্ঞান), Psychology (মনোবিজ্ঞান), Poetry (কবিতা)

Abstract:

Information (তথ্য), News (সংবাদ), Recreation (চিত্তবিনোদন), Enjoyment (আনন্দ), Help (সাহায্য), Knowledge (জ্ঞান), Fun (কৌতুক,তামাশা), Patience (ধৈর্য্য), Happiness (সুখ), Progress (অগ্রগতি), Confidence (আত্নবিশ্বাস), Courage (সাহস), Education (শিক্ষা), Intelligence (বুদ্ধি), Space (ব্যবধান), Energy (উদ্যম), Laughter (হাসি), Peace (শান্তি), Pride (গর্ব), Advice (উপদেশ), Scenery (দৃশ্য), Leisure (অবসর), Decision (সিদ্ধান্ত), Accommodation (থাকার জায়গা)

Languages:

English (ইংরেজি ভাষা), Hindi (হিন্দিভাষা), Arabic (আরবী ভাষা), Japanese (জাপানী ভাষা), Korean (কোরিয়ার ভাষা), Spanish (স্পেনের ভাষা), French (ফরাসী), Russian (রাশিয়া ভাষা), Chinese (চীনের ভাষা)

Activities:

Walking (চলাফেরা), Swimming (সাঁতার), Driving (চালনা), Jogging (জগিং), Reading (পাঠ), Writing (অধ্যয়ন), Listening (শ্রবণ), Speaking (বাচন), Cooking (রান্না), Sleeping (ঘুমন্ত), Studying (পড়াশোনা), Working (কার্য)

বিসিএস পরীক্ষায় আসা প্রশ্ন সমূহ

Que-1. What kind of noun is “Girl”? (10th BCS)

a) Proper Noun

b) Common Noun

c) Material Noun

d) Collective Noun

Ans: b) Common Noun

Que-2. What kind of noun is cattle? (10th BCS)

(a)proper

(b)common

(c)collective

(d)material   

Ans: c) Collective

Que-3. Mutton is a/an- (38th BCS)

a) Common Noun

b) Abstract Noun

c) Material Noun

d) Proper Noun

Ans: c) Material Noun

FAQ Section

Parts of Speech

Part (অর্থ অংশ) এবং Speech (অর্থ বাক্য/কথা)। তাই Parts of Speech অর্থ হচ্ছে বাক্যের অংশ। (অর্থাৎ বাক্যে ব্যবহারের ভিত্তিতে বাক্যের অর্থবোধক প্রতিটি শব্দই এক একটি Parts of Speech

Parts of Speech with examples

8 Types of Parts of Speech with Examples-
Noun: যে word দ্বারা কোনকিছুর নাম বুঝায় তাই Noun. যেমন- Karim, Boy, Dhaka, Bangladesh, Water, Honesty, Physics etc.
Pronoun: Noun এর পরিবর্তে যে Word বসে তাই Pronoun. যেমন-He, She, It etc.
Adjective: যে Word গুলো Noun ও Pronoun এর দোষ, গুণ ও অবস্থা বর্ননা করে তাই Adjective. যেমন-Good, Bad, Happy, Great etc.
Verb: যে Word দ্বারা কোন কাজ করা, কোন অবস্থা বা ঘটনা বোঝায় তাই Verb. যেমন- Read, Exist, Become etc.

Adverb: যে Word গুলো Adjective ও Verb সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাই Adverb যেমন- Quickly, Extremely, very etc.

Preposition: যে সকল Word, Noun ও Pronoun এর সাথে বসে Noun বা Pronoun এর সাথে Sentence এর অন্যান্য অংশের সাথে সাথে সম্পর্ক প্রকাশ করে তাদেরকে Preposition বলে। যেমন- In, On, To, At etc.
Conjunction: যে সকল Word, Sentence এর Words, Phrases বা Clauses কে যুক্ত করতে ব্যবহৃত হয় তাই Conjunction. যেমন- And, But, Or etc.
Interjection: যে Word গুলো দ্বারা আবেগ, অনুভূতি ও মনের ভাব প্রকাশ পায় তাই Interjection. যেমন- Hurrah, Wow

Noun / What is Noun / Noun কাকে বলে?

Noun is a naming word. তাই যে word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান, কাজ, গুণ, ভাব, অবস্থা বা অন্য কোনো কিছুর নাম বোঝায় তাকে Noun বলে।

Noun classification / type of noun?

Noun প্রধানত দুই প্রকার। যথা:-
1. Concrete Noun এবং
2. Abstract Noun
তবে  Noun সর্বমোট পাঁচ (৫) প্রকার।কারন- Concrete Noun আবার চার প্রকার ।
গণনার ভিত্তিতে  Noun আবার দুই প্রকার। যথা-
1. Countable Noun  এবং
2. Un-Countable Noun

Abstract noun

যে Noun গুলো দ্বারা কোনো কিছুর অবস্তুগত ধারণা বা গুণকে  (নিরপেক্ষ দোষ/গুণ, অবস্থা এবং কাজের নাম) বোঝায় তাদেরকে Abstract Noun বলে। এদের শারীরিক আকৃতি নেই। যেমন: softness, Wealth, Silence, Revenge, Honesty

Collective noun & collective noun examples

যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিবাচক নামকে  Collective Noun বলে।যেমনঃ Army(সেনাবাহিনী-a collection of soldiers), Audience(শ্রোতামন্ডলী), Crowd(ভিড়-a collection of people), Committee(সমিতি), Class(শ্রেণি), Family(পরিবার), Flock(ঝাঁক), Herd(পাল), Fleet(রণতরীর বহর-a collection of ship or vessels), Jury(বিচারকমন্ডলী), Majority(সংখ্যাগুরু), Nation(জাতি), Team(দল), Parliament(সংসদ), Public(জনসাধারন) ইত্যাদি।

Proper Noun

Capital letter সূচিত একটি মাত্র নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামকে Proper noun বলে। যেমন- Bangladesh, Karim, Rabindranath, Dhaka, The Padma, Rome, Africa, New Year etc.

Common Noun

যে সকল Noun দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সকলকেই বোঝায় তাদেরকে Common Noun বলে। যেমনঃ Man, Boy, Girl, Student, Teacher, Doctor, Book, Pencil, Pen, Candle, Cow, Sheep, Elephant, Fish, River, Flower, Bee. Robber (ডাকাত), Soldier (সৈনিক), King, Capital, City, Ring, Country, Table, Chair ইত্যাদি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This div height required for enabling the sticky sidebar
error: Content is protected !!