Sentence (বাক্য) হল একটি শব্দ বা শব্দের গোষ্ঠী যা অবশ্যই একটি সম্পূর্ণ ধারণা বা অর্থ প্রকাশ করে এবং Sentence অবশ্যই একটি subject এবং একটি verb নিয়ে গঠিত হয়।
I (Subject) practice (Verb) English every day.
সাধারণত / মূলত একটি Sentence এ দুটি অংশ থাকে। Subject এবং Predicate
Subject- Sentence এ যার সম্পর্কে কোনকিছু বলা বা লেখা হয় তাকে Subject বা কর্তা বলে।
Predicate- Sentence এ subject বা কর্তা সম্পর্কে যা বলা বা লেখা হয় তাকে Predicate বলা হয়।
যে বাক্যগুলির মাধ্যমে আমরা আমাদের আদেশ, উপদেশ, নিষেধাজ্ঞা এবং অনুরোধ প্রকাশ করি তাকে Imperative sentence বলে।
Do the sum.
Do it once.
Always stay with him.
Let me run the computer.
Do not hold it tightly.
Be honest man.
4) Optative sentence (ইচ্ছাবোধক বাক্য)
যে বাক্যের মাধ্যমে আমরা আমাদের কামনা, আকাঙ্ক্ষা, আশীর্বাদ, অভিশাপ, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করি তাকে Optative Sentence বলে।
May Allah bless you.
May God save him.
Long live my grandson.
Congratulations.
Wish you good luck.
5) Exclamatory sentence (আবেগ সূচক বাক্য)
যে বাক্যের মাধ্যমে আমরা আবেগ, দুঃখ, সুখ, রাগ, আনন্দ, বিস্ময় ও ঘৃণা ইত্যাদি প্রকাশ করি তাকে Exclamatory Sentence বলে।
How beautiful the picture is.
I cannot drink warm milk.
A day without sunshine is like night.
এই পাঁচ প্রকার Sentence এর প্রতিটিই আবার দুই ভাগে বিভক্ত।
Affirmative / Positive Sentence (হ্যাবোধক / ইতিবাচক অর্থ প্রকাশক বাক্য)
Negative sentence (না বোধক বাক্য / নেতিবাচক অর্থ প্রকাশক বাক্য)
Affirmative / Positive Sentence (হ্যাবোধক / ইতিবাচক অর্থ প্রকাশক বাক্য)
Affirmative/Positive Sentence বাক্যের ইতিবাচক অর্থ প্রকাশ করে। যেমন-He went there.
Negative sentence (না বোধক বাক্য / নেতিবাচক অর্থ প্রকাশক বাক্য)
Negative sentence বাক্যের নেতিবাচক অর্থ প্রকাশ করে। যেমন- He did not go there.
গঠন অনুসারে Sentence তিন প্রকার।
1) Simple sentence (সরল বাক্য)
2) Complex sentence ( জটিল বাক্য)
3) Compound sentence (যৗগিক বাক্য
1) Simple sentence (সরল বাক্য)
Simple sentence (সরল বাক্য) এমন একটি Sentence যা শুধুমাত্র একটি Independent Clause নিয়ে গঠিত অর্থাৎ Simple sentence এ একটি মাত্র Subject এবং একটি মাত্র finite verb থাকে। যেমন-
Rahim likes fishing.
Rahim likes walking.
একটি Simple Sentence এ Compound Subject ও থাকতে পারে। যেমন-
Rahim and Karim like fishing.
Rahim and Karim like walking.
এমনকি একটি Simple Sentence এ Compound predicate (when two or more verbs share the same subject) ও থাকতে পারে। যেমন-
Rahim likes fishing but hates hunting.
Rahim likes walking and fishing but hates running and hunting.
2) Complex sentence ( জটিল বাক্য)
একটি Complex Sentence (জটিল বাক্য) এ একটি Principal / Independent clause, এক বা একাধিক subordinate clause এর সাথে clause maker (when, who, wher, which, how, if etc) দ্বারা যুক্ত থাকে।যেমন-
We know that he is honest.
I know where Rahim lives.
3) Compound sentence (যৗগিক বাক্য):
একটি Compound sentence (যৗগিক বাক্য) এ দুই বা ততোধিক principal clause থাকে এবং clause গুলো coordinating conjunction (for, and, nor, but, or ,yet, so) দ্বারা যুক্ত থাকে। যেমন-
He is poor, but is honest.
Father loves us, but he does not show it.
Sentence কাকে বলে?
Sentence (বাক্য) হল একটি শব্দ বা শব্দের গোষ্ঠী যা অবশ্যই একটি সম্পূর্ণ ধারণা বা অর্থ প্রকাশ করে এবং Sentence অবশ্যই একটি subject এবং একটি verb নিয়ে গঠিত হয়। I (Subject) practice (Verb) English every day. সাধারণত / মূলত একটি Sentence এ দুটি অংশ থাকে। Subject এবং Predicate Subject- Sentence এ যার সম্পর্কে কোনকিছু বলা বা লেখা হয় তাকে Subject বা কর্তা বলে। Predicate- Sentence এ subject বা কর্তা সম্পর্কে যা বলা বা লেখা হয় তাকে Predicate বলা হয়।
Assertive Sentence
যে বাক্যের মাধ্যমে আমরা কোনো শব্দ বা ঘটনা বর্ণনা করতে পারি তাকে Assertive Sentence বলে। The sun rises in the east. Your Sister is very intelligent.
Interrogative sentence
যে বাক্য দিয়ে আমরা আমাদের মনের প্রশ্ন প্রকাশ করি তাকে Interrogative Sentence বলে। Do you use mobile phone? Does Rahim learn English daily?
Imperative sentence
যে বাক্যগুলির মাধ্যমে আমরা আমাদের আদেশ, উপদেশ, নিষেধাজ্ঞা এবং অনুরোধ প্রকাশ করি তাকে Imperative sentence বলে। Do the sum.
Optative sentence
যে বাক্যের মাধ্যমে আমরা আমাদের কামনা, আকাঙ্ক্ষা, আশীর্বাদ, অভিশাপ, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করি তাকে Optetive Sentence বলে। May Allah bless you.
Exclamatory sentence
যে বাক্যের মাধ্যমে আমরা আবেগ, দুঃখ, সুখ, রাগ, আনন্দ, বিস্ময় ও ঘৃণা ইত্যাদি প্রকাশ করি তাকে Exclamatory Sentence বলে। How beautiful the picture is.
Simple Sentence
Simple sentence (সরল বাক্য) এমন একটি Sentence যা শুধুমাত্র একটি Independent Clause নিয়ে গঠিত অর্থাৎ Simple sentence এ একটি মাত্র Subject এবং একটি মাত্র finite verb থাকে। যেমন- Rahim likes fishing. Rahim likes walking. একটি Simple Sentence এ Compound Subject ও থাকতে পারে। যেমন- Rahim and Karim like fishing. Rahim and Karim like walking. এমনকি একটি Simple Sentence এ Compound predicate (when two or more verbs share the same subject) ও থাকতে পারে। যেমন- Rahim likes fishing but hates hunting. Rahim likes walking and fishing but hates running and hunting.
Complex Sentence
একটি Complex Sentence (জটিল বাক্য) এ একটি Principal / Independent clause, এক বা একাধিক subordinate clause এর সাথে clause maker (when, who, wher, which, how, if etc) দ্বারা যুক্ত থাকে।যেমন- We know that he is honest. I know where Rahim lives.
Compound Sentence
একটি Compound sentence (যৗগিক বাক্য) এ দুই বা ততোধিক principal clause থাকে এবং clause গুলো coordinating conjunction (for, and, nor, but, or ,yet, so) দ্বারা যুক্ত থাকে। যেমন- He is poor, but is honest. Father loves us, but he does not show it.