Hit enter after type your search item

A Complete Guide for BD Job Preparation

Important Translation । BCS, Bank Job, Other 1st Class & 2nd Class Job

/
/
2359 Views

আলোচ্য বিষয় সমূহ- BCS, Bank Job, Other 1st Class & 2nd Class Job পরীক্ষায় আসা Translation সমূহ

Translation Part 1

BCS পরীক্ষায় আসা Translation সমূহ

1. সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে-It has been drizzling since morning. (23rd BCS)

2. কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো-The authority took him to task. (33rd BCS)

3. Enough is enough means- Something to stop. (40th BCS)

Bank Job পরীক্ষায় আসা Translation সমূহ

1. সে কি এ খবরটা পেয়ে থাকবে?-Will he have got this news? (জনতা ব্যাংক অফিসার ক্যাশ-২০)

2. লক্ষ্য কর! ওখানে পানির গভীরতা অনেক- Notice! The water is deep there. (জনতা ব্যাংক অফিসার ক্যাশ-২০)

3. তিনি ইংরেজির একজন বিদগ্ধ অধ্যাপক- He is an erudite professor of English. (রুপালী ব্যাংক অফিসার -১৯)

4. He has no political axe to grind- তার কোনো জোরালো রাজনৈতিক আদর্শ নেই. (রুপালী ব্যাংক অফিসার -১৯)

5. রাতের নিস্তব্ধতায় সে একটি তীব্র চিৎকার শুনতে পেল- He heard a shrill cry in the still of night. (বাংলাদেশ ব্যাংক অফিসার -১৯)

6. তার কোনো জোরালে রাজনৈতিক আদর্শ নেই- He has not political axe to grind.(বাংলাদেশ ব্যাংক AD-১৯)

7. ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হলো- It was drizzling with gusty wind. (বাংলাদেশ ব্যাংক অফিসার -১৮)

8. সম্ভব হলে একটু বেড়িয়ে যেও-If possible, please drop by. (অগ্রনী ব্যাংক অফিসার ক্যাশ-২০)

9. They had hardly spoken all evening- তারা সারা সন্ধায় প্রায় কোনো কথা বলেনি. (পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার ক্যাশ-২০)

10. আমি যদি তোমার জায়গায় হতাম-If I were in your shoes. (পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার ক্যাশ-১৮)

11. তাহার বুদ্ধি বড় মোটা- He is a blockhead. (থানা শিক্ষা অফিসার-০৮)

12. The man is off his head- লোকটির মাথা খারাপ হয়েছে. (অগ্রনী ব্যাংক লি সিনিয়রঅফিসার -১৭)

Others পরীক্ষায় আসা Translation সমূহ

1. আমার ক্ষুধা নেই- I have no appetite. (দুদকের সহকারী পরিচালক-২০, খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক-২১)

2. The lion is the beast of prey- সিংহ শিকারী পশু. (বিএডিসি’র উপ-সহকারী পরিচালক/পরিদর্শক-২০)

3. বয়সে সে আমার বড়- He is senior to me in respect of age. (বিএডিসি’র সহকারী প্রশাসনিক কর্মকর্তা-২০)

4. আমি তাকে নাচতে দেখলাম- I saw her dance. (পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০)

5. তাহারা আসিতে রাজি হইল না- They refused to come. (পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-১৯)

6. তার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে-He has few friends here. (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশল-১৭)

7. সে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল- He found himself at his wits end. (প্রবাসী কল্যান ও বৈদিশিক মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক-১৭)

8. We mean business- আমরা কাজ নিয়ে থাকি. (প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা-২০)

9. ঢাকা কি জন্য বিখ্যাত?- What is Dhaka famous for? (পায়রা বন্দর কর্তৃপক্ষের সাব-ইন্সপেক্টর-১৮)

10. To err is human- মানুষ মাত্রই ভুল করে. (পায়রা বন্দর কর্তৃপক্ষের সাব-ইন্সপেক্টর-১৮)

11. কখেনো হাল ছেড়ে দিও না- Never say die. (স্থানীয় সরকার বিভাগের উপ-সহকারী প্রকৌশল-১৯)

12. আমার যদি পাখির মত ডানা থাকতো!- Had I the wings of bird! (পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী-২০)

13. তুমি আমাকে এটি আগে দিতে পারলে ভালো হতো- It would have been better if you could give it to me earlier. (উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-১৫)

14. গরু ঘাস খেয়ে বাঁচে-The cow lives on grass. (ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় এর হিসাবরক্ষক কর্মকর্তা-০৩)

15. The anti-socials elements are still at large- সমাজ বিরোধীরা এখনো ও ধরা ছোঁয়ার বাইরে. (খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক-০৯)

16. The ring leader was caught- দলনেতা ধরা পড়েছে. (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিক্যাল অফিসার-৮৪)

17. He is growing up- সে বড় হচ্ছে. (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিক্যাল অফিসার-১৩)

18. কখন থেকে বৃষ্টি হচ্ছে?- Since when has it been raining? (পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কারিগরি-১১)

19. The thief was caught red handed- চোরটি হাতেনাতে ধরা পড়েছিল. (থানা শিক্ষা অফিসার-৯৬)

20. পাঁচ টাকা হলেই চলবে- Five taka will do. (যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক -৯৪)

21. তার হাতের লেখা কাঁচা- His hand writing is bad. (হিসাব রক্ষক কর্মকর্তা-৯৬)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This div height required for enabling the sticky sidebar
error: Content is protected !!